কক্সবাজারের টেকনাফে নৌবাহিনীর নেতৃত্বাধীন যৌথ অভিযানে মোহাম্মদ রফিক (৩০) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। তিনি উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকার বাসিন্দা আব্দুস সালামের ছেলে। তার বিরুদ্ধে থানায় অপহরণ ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। স্থানীয়রা বলছেন, গুলিবিদ্ধ রফিক টেকনাফ পাহাড়ের ত্রাস রোহিঙ্গা হাকিম ডাকাতের অন্যতম সহযোগী।
গত সোমবার সন্ধ্যায় খারাংখালী এলাকায় তাকে আটকের অভিযানে গোলাগুলির এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ রফিক ডাকাত বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দীন জানান, আজ (সোমবার) হোয়াইক্যং এলাকায় যৌথবাহিনীর অভিযানে অপহরণকারী ও ডাকাত দলের সদস্যরা যৌথবাহিনীকে লক্ষ্য করে গুলি করে।
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
কক্সবাজারের টেকনাফে নৌবাহিনীর নেতৃত্বাধীন যৌথ অভিযানে মোহাম্মদ রফিক (৩০) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। তিনি উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকার বাসিন্দা আব্দুস সালামের ছেলে। তার বিরুদ্ধে থানায় অপহরণ ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। স্থানীয়রা বলছেন, গুলিবিদ্ধ রফিক টেকনাফ পাহাড়ের ত্রাস রোহিঙ্গা হাকিম ডাকাতের অন্যতম সহযোগী।
গত সোমবার সন্ধ্যায় খারাংখালী এলাকায় তাকে আটকের অভিযানে গোলাগুলির এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ রফিক ডাকাত বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দীন জানান, আজ (সোমবার) হোয়াইক্যং এলাকায় যৌথবাহিনীর অভিযানে অপহরণকারী ও ডাকাত দলের সদস্যরা যৌথবাহিনীকে লক্ষ্য করে গুলি করে।