হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর উপজেলায় দায়িত্বে অবহেলা করার কারণে এসএসসি ও দাখিল পরীক্ষায় ২৭ জন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। অসদুপায় অবলম্বনের অপরাধে আজমিরীগঞ্জে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার বিভিন্ন কেন্দ্রে এই ঘটনা ঘটে।
হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি অমিত চক্রবর্ত্তী জানান, চুনারুঘাট উপজেলার হাজী আলিম উল্লাহ মাদরাসা কেন্দ্রে দাখিলের গণিত পরীক্ষায় দায়িত্ব অবহেলার কারণে ২৩ শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়। একই অপরাধে এসএসসি বাংলা পরীক্ষায় মাধবপুর উপজেলার জগদীশপুর হাইস্কুল কেন্দ্রের তিনজন শিক্ষক এবং মাধবপুর সৈয়দ উদ্দিন কলেজ কেন্দ্রে একজন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। তিনি আরও জানান, এসএসসি বাংলা পরীক্ষায় নকল করার অপরাধে আজমিরীগঞ্জের শিবপাশা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একজনকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর উপজেলায় দায়িত্বে অবহেলা করার কারণে এসএসসি ও দাখিল পরীক্ষায় ২৭ জন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। অসদুপায় অবলম্বনের অপরাধে আজমিরীগঞ্জে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার বিভিন্ন কেন্দ্রে এই ঘটনা ঘটে।
হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি অমিত চক্রবর্ত্তী জানান, চুনারুঘাট উপজেলার হাজী আলিম উল্লাহ মাদরাসা কেন্দ্রে দাখিলের গণিত পরীক্ষায় দায়িত্ব অবহেলার কারণে ২৩ শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়। একই অপরাধে এসএসসি বাংলা পরীক্ষায় মাধবপুর উপজেলার জগদীশপুর হাইস্কুল কেন্দ্রের তিনজন শিক্ষক এবং মাধবপুর সৈয়দ উদ্দিন কলেজ কেন্দ্রে একজন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। তিনি আরও জানান, এসএসসি বাংলা পরীক্ষায় নকল করার অপরাধে আজমিরীগঞ্জের শিবপাশা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একজনকে বহিষ্কার করা হয়েছে।