ঝিনাইদহ কালীগঞ্জে একটি মোটর গ্যারেজে ওয়েল্ডিংয়ের সময় আগুন লেগে পুড়ে গেছে ২টি ট্রাক। এ সময় মারাত্মক দগ্ধ হয়েছেন গ্যারেজ মালিক জিহাদ হোসেন (৪৪) ও তার সহকারী তানজিল হোসেন (২০)। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কালীগঞ্জের বলিদাপাড়ার মল্লিকনগরের মায়ের দোয়া চেসিস মেকার নামের মোটর গ্যারেজে। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তানজিলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী গ্যারেজ মালিক শওকত হোসেন জানান, তার পাশের গ্যারেজে ঢাকা মেট্রো ট ২২-৯৫৪৯ ও ঢাকা মেট্রো ট ২০-২৯৮০ নম্বরের দুটি ট্রাকে কাজ চলছিল। হঠাৎ একটি ট্রাকের আগুন দেখে আশপাশের লোকজন দৌড়ে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুনের লেলিহান শিখা ক্রমেই ছড়িয়ে পড়লে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে গ্যারেজ মালিক ও মিস্ত্রি জিহাদ হোসেন ও তার সহকর্মী তানজিল হোসেন দগ্ধ হন। এরপর তাদের উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। দু’জনের মধ্যে তানজিলের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান।
তৌফিকুর রহমান জানান, যে গ্যারেজটিতে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে এখানে তিনিও কাজ করেন। আজ কাজ থাকায় গ্যারেজে যাননি। তিনি বলেন, ট্রাক দুটিতে কয়দিন ধরে কাজ চলছিল। এরমধ্যে একটি ট্রাক আজ ছেড়ে দেয়ার কথা। এরমধ্যে এমন দুর্ঘটনা ঘটে গেল।
এ ব্যাপারে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা রবিউল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তিনি বলেন, ওয়েল্ডিং মেশিনের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে তারা ধারণা করছেন।
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
ঝিনাইদহ কালীগঞ্জে একটি মোটর গ্যারেজে ওয়েল্ডিংয়ের সময় আগুন লেগে পুড়ে গেছে ২টি ট্রাক। এ সময় মারাত্মক দগ্ধ হয়েছেন গ্যারেজ মালিক জিহাদ হোসেন (৪৪) ও তার সহকারী তানজিল হোসেন (২০)। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কালীগঞ্জের বলিদাপাড়ার মল্লিকনগরের মায়ের দোয়া চেসিস মেকার নামের মোটর গ্যারেজে। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তানজিলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী গ্যারেজ মালিক শওকত হোসেন জানান, তার পাশের গ্যারেজে ঢাকা মেট্রো ট ২২-৯৫৪৯ ও ঢাকা মেট্রো ট ২০-২৯৮০ নম্বরের দুটি ট্রাকে কাজ চলছিল। হঠাৎ একটি ট্রাকের আগুন দেখে আশপাশের লোকজন দৌড়ে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুনের লেলিহান শিখা ক্রমেই ছড়িয়ে পড়লে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে গ্যারেজ মালিক ও মিস্ত্রি জিহাদ হোসেন ও তার সহকর্মী তানজিল হোসেন দগ্ধ হন। এরপর তাদের উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। দু’জনের মধ্যে তানজিলের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান।
তৌফিকুর রহমান জানান, যে গ্যারেজটিতে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে এখানে তিনিও কাজ করেন। আজ কাজ থাকায় গ্যারেজে যাননি। তিনি বলেন, ট্রাক দুটিতে কয়দিন ধরে কাজ চলছিল। এরমধ্যে একটি ট্রাক আজ ছেড়ে দেয়ার কথা। এরমধ্যে এমন দুর্ঘটনা ঘটে গেল।
এ ব্যাপারে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা রবিউল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তিনি বলেন, ওয়েল্ডিং মেশিনের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে তারা ধারণা করছেন।