তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের বিভিন্ন প্রকল্পের অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখার জন্য তদন্ত ও শ্বেতপত্র প্রণয়নে টাস্কফোর্স গঠন করা হয়েছে। টাস্কফোর্সের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক এম নিয়াজ আসাদুল্লাহ।
গত বৃহস্পতিবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত ১৭ এপ্রিল টাস্কফোর্স গঠনের জন্য গেজেট প্রকাশিত হয়। এরই ধারাবাহিকতায় কমিটি প্রণয়ন করে এই বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।
অফিস আদেশে বলা হয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিভিন্ন প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে পত্র-পত্রিকায় সংবাদ পরিবেশিত হচ্ছে। আইসিটি খাতে দুর্নীতি, অপব্যবস্থাপনার তদন্ত এবং আইসিটি শ্বেতপত্র প্রকাশের লক্ষ্যে বিশেষজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে টাস্কফোর্স গঠন করা হলো।
টাস্কফোর্সের কার্যপরিধি সম্পর্কে বলা হয়েছে, কমিটি আইসিটি খাতের অনিয়ম ও অপব্যবস্থাপনার তদন্ত এবং আইসিটি শ্বেতপত্র প্রকাশ করবে। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে সম্পাদিত সব চুক্তি, প্রকল্পের ডিপিপি, অডিট রিপোর্ট ও তদন্ত প্রতিবেদন খতিয়ে দেখবে। টাস্কফোর্সকে আগামী ২১ জুনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন মুহাম্মদ মুস্তাফা হোসেন, আফজাল জামি সৈয়দ আলী, মাহমুদ সালাম মারুফ ও শরিয়ত উল্যাহ। প্রধান সমন্বয়কারী হিসেবে রয়েছেন আসিফ শাহরিয়ার সুস্মিত।
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের বিভিন্ন প্রকল্পের অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখার জন্য তদন্ত ও শ্বেতপত্র প্রণয়নে টাস্কফোর্স গঠন করা হয়েছে। টাস্কফোর্সের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক এম নিয়াজ আসাদুল্লাহ।
গত বৃহস্পতিবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত ১৭ এপ্রিল টাস্কফোর্স গঠনের জন্য গেজেট প্রকাশিত হয়। এরই ধারাবাহিকতায় কমিটি প্রণয়ন করে এই বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।
অফিস আদেশে বলা হয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিভিন্ন প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে পত্র-পত্রিকায় সংবাদ পরিবেশিত হচ্ছে। আইসিটি খাতে দুর্নীতি, অপব্যবস্থাপনার তদন্ত এবং আইসিটি শ্বেতপত্র প্রকাশের লক্ষ্যে বিশেষজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে টাস্কফোর্স গঠন করা হলো।
টাস্কফোর্সের কার্যপরিধি সম্পর্কে বলা হয়েছে, কমিটি আইসিটি খাতের অনিয়ম ও অপব্যবস্থাপনার তদন্ত এবং আইসিটি শ্বেতপত্র প্রকাশ করবে। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে সম্পাদিত সব চুক্তি, প্রকল্পের ডিপিপি, অডিট রিপোর্ট ও তদন্ত প্রতিবেদন খতিয়ে দেখবে। টাস্কফোর্সকে আগামী ২১ জুনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন মুহাম্মদ মুস্তাফা হোসেন, আফজাল জামি সৈয়দ আলী, মাহমুদ সালাম মারুফ ও শরিয়ত উল্যাহ। প্রধান সমন্বয়কারী হিসেবে রয়েছেন আসিফ শাহরিয়ার সুস্মিত।