বাগেরহাটের মোল্লাহাটে ব্যবসায়িক কাজে এসে অপহৃত ৩ শ্রীলংকার নাগরিক কে উদ্ধার করেছে সেনাবাহিনীর সমন্বয়ে যৌথবাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার দিনগত গভীর রাতে মোল্লাহাট উপজেলার কোদালিয়া এলাকা থেকে বিদেশী এই ৩ নাগরিককে উদ্ধার করা হয়। তারা হলেন মালভি নেহাল, ইপাথেরেনা তিকরী এবং নীল। এ সময় অপহরনকারী ৩ দুবৃর্ত্তকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার দক্ষিন আমবাড়ী গ্রামের সবুর শেখের ছেলে শহিদুল শেখ, একই এলাকার সুরত কাজীর ছেলে কাজী এমদাদ হোসেন এবং গোপালগঞ্জের খাটিয়াগড়া গ্রামের জাকির শেখের ছেলে জনি শেখ।
বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ গত বৃহস্পতিবার সকালে এই তথ্য জানিয়ে বলেন, উদ্ধার হওয়া ৩ শ্রীলঙ্কান নাগরিকের মধ্যে একজন নারীও রয়েছেন। এই ঘটনায় মোল্লাহাট থানায় একটি মামলা প্রক্রিয়াধিন রয়েছে।
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
বাগেরহাটের মোল্লাহাটে ব্যবসায়িক কাজে এসে অপহৃত ৩ শ্রীলংকার নাগরিক কে উদ্ধার করেছে সেনাবাহিনীর সমন্বয়ে যৌথবাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার দিনগত গভীর রাতে মোল্লাহাট উপজেলার কোদালিয়া এলাকা থেকে বিদেশী এই ৩ নাগরিককে উদ্ধার করা হয়। তারা হলেন মালভি নেহাল, ইপাথেরেনা তিকরী এবং নীল। এ সময় অপহরনকারী ৩ দুবৃর্ত্তকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার দক্ষিন আমবাড়ী গ্রামের সবুর শেখের ছেলে শহিদুল শেখ, একই এলাকার সুরত কাজীর ছেলে কাজী এমদাদ হোসেন এবং গোপালগঞ্জের খাটিয়াগড়া গ্রামের জাকির শেখের ছেলে জনি শেখ।
বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ গত বৃহস্পতিবার সকালে এই তথ্য জানিয়ে বলেন, উদ্ধার হওয়া ৩ শ্রীলঙ্কান নাগরিকের মধ্যে একজন নারীও রয়েছেন। এই ঘটনায় মোল্লাহাট থানায় একটি মামলা প্রক্রিয়াধিন রয়েছে।