বান্দরবানে অভিযান চালিয়ে অবৈধভাবে কাঠ পাচারকালে কাঠবোঝাই ট্রাকসহ চালককে আটক করেছে র্যাব।আজ শনিবার সকালে শহরের মেঘলা এলাকায় অভিযান চালিয়ে কাঠ বোঝাই ট্রাকসহ চালককে আটক করে র্যাব ১৫ এর একটি দল। চোরাচালান চক্রের কাউকে আটক করতে সক্ষম না হলেও এ সময় ৬০ টুকরো আনুমানিক ৮০ ঘনফুট অনুমোদনহীন সেগুন গোল কাঠ জব্দ করা হয়। র্যাব জানায়, মেঘলা এলাকায় অবৈধ ভাবে বনের কাঠ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব ১৫ এর একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এসময় পাচারকালে ৬০ টুকরো গোল সেগুন কাঠসহ ট্রাকচালককে আটক করে তারা।পরে বন বিভাগকে খবর দিলে বন বিভাগের কর্মকর্তা গিয়ে সেগুলো জব্দ করে বনবিভাগের অফিসে নিয়ে আসে।এঘটনায় বন আইনে মামলা দায়ের করা হবে বলে জানায় বন বিভাগ।
এদিকে র্যাব ১৫ সিপিসি এর কোম্পানী অধিনায়ক স্কোয়াডন লিডার তৌহিদ জানান বনের কাঠ পাচারকালে একজন পাচারকারীসহ কাঠ জব্দ করেছি।বনভিভাগ ও আমরা যৌথভাবে মামলা দায়ের করবো।বনের কাঠ ও বনজ সম্পদ রক্ষায় আমরা এধরনের অভিযান নিয়মিত পরিচালনা করবো।
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
বান্দরবানে অভিযান চালিয়ে অবৈধভাবে কাঠ পাচারকালে কাঠবোঝাই ট্রাকসহ চালককে আটক করেছে র্যাব।আজ শনিবার সকালে শহরের মেঘলা এলাকায় অভিযান চালিয়ে কাঠ বোঝাই ট্রাকসহ চালককে আটক করে র্যাব ১৫ এর একটি দল। চোরাচালান চক্রের কাউকে আটক করতে সক্ষম না হলেও এ সময় ৬০ টুকরো আনুমানিক ৮০ ঘনফুট অনুমোদনহীন সেগুন গোল কাঠ জব্দ করা হয়। র্যাব জানায়, মেঘলা এলাকায় অবৈধ ভাবে বনের কাঠ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব ১৫ এর একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এসময় পাচারকালে ৬০ টুকরো গোল সেগুন কাঠসহ ট্রাকচালককে আটক করে তারা।পরে বন বিভাগকে খবর দিলে বন বিভাগের কর্মকর্তা গিয়ে সেগুলো জব্দ করে বনবিভাগের অফিসে নিয়ে আসে।এঘটনায় বন আইনে মামলা দায়ের করা হবে বলে জানায় বন বিভাগ।
এদিকে র্যাব ১৫ সিপিসি এর কোম্পানী অধিনায়ক স্কোয়াডন লিডার তৌহিদ জানান বনের কাঠ পাচারকালে একজন পাচারকারীসহ কাঠ জব্দ করেছি।বনভিভাগ ও আমরা যৌথভাবে মামলা দায়ের করবো।বনের কাঠ ও বনজ সম্পদ রক্ষায় আমরা এধরনের অভিযান নিয়মিত পরিচালনা করবো।