ইউএনওর কঠোর হস্তক্ষেপ
পাহাড় নদীর অপরুপ মিতালি সমৃদ্ধ কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীসংলগ্ন সরকারি পর্যটন স্পট মানিকপুর নিভৃতে নিসর্গ পার্ক অবশেষে জবরদখল মুক্ত করা হয়েছে। সরকার পরিবর্তন পরবর্তী প্রেক্ষাপটে কতিপয় মহল জোটবদ্ধ হয়ে কক্সবাজার জেলা প্রশাসনের খাসজমিতে প্রাকৃতিক মনোরম পরিবেশে গড়ে তোলা নান্দনিক সৌন্দর্যে ভরপুর পার্কটি জবরদখলে নিয়ে সেখানকার সরকারি বিভিন্ন স্থাপনা ভেঙে গুড়িয়ে দেয়।
এ অবস্থায় সরকারি পর্যটন স্পটটির এমন পরিস্থিতির বিষয়টি চকরিয়া উপজেলা প্রশাসনের নজরে আনা হলে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্র্রেট মোহাম্মদ আতিকুর রহমান মানিকপুর নিবৃত্ত নিসর্গ পার্কের সরকারি সম্পদ ও জেলা প্রশাসনের বেহাত হওয়া জায়গা উদ্ধারের জন্য প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করেন। এরই আলোকে গত সপ্তাহে ইউএনও মোহাম্মদ আতিকুর রহমান সরেজমিন মানিকপুর নিভৃত নিসর্গ পার্কের এরিয়া পরিদর্শন করে সরকারি বেহাত হওয়া ভূমি উদ্ধার করেন।
পরিদর্শনকালে ইউএনও মোহাম্মদ আতিকুর রহমানের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন, বিক্রয় ও বিতরণ বিভাগ চকরিয়া, বিউবো, নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান, সহকারী প্রকৌশলী নুর নবী, চকরিয়া উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. গোলাম মোস্তফা, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি কামাল উদ্দিন প্রমুখ।
সূত্রে জানা গেছে, ইতোমধ্যে কক্সবাজার জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ইউএনও মোহাম্মদ আতিকুর রহমান মানিকপুর নিভৃত নিসর্গ পার্কটি পুনরায় চালু করতে পার্কের গেইট নির্মাণ থেকে শুরু করে অবকাঠামোগত নানাবিধ উন্নয়ন ও বিদ্যুৎ সংযোগ লাইন স্থাপনের কাজ শুরু করেছেন। পার্কের প্রবেশপথের গেইট নির্মাণ ও ভেতরের অবকাঠামোগত সংস্কার কাজ এবং বিদ্যুৎ সংযোগ লাইন স্থাপন শেষ হলে সহসা মানিকপুর নিবৃত্ত নিসর্গ পার্ক সর্বসাধারণ ও পর্যটক দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে জানিয়েছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান।
চকরিয়া উপজেলা পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতি এমআর মাহমুদ বলেন, সরকারি খাসজমিতে নির্মিত মানিকপুর নিবৃত্ত নিসর্গ পার্ক এতদাঞ্চলের ভ্রমণপিপাসু মানুষের জন্য অল্পসময়ে একটি পরিবেশবান্ধব পর্যটন স্পট হিসেবে বেশ সুখ্যাতি লাভ করে। এটি জবরদখল হোক কোনোমতে কাম্য নয়। এরপরও পর্যটন স্পট মানিকপুর নিভৃতে নিসর্গ পার্ক পুনরায় চালু করার উদ্যোগ নেয়ার জন্য চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমানকে ধন্যবাদ জানাচ্ছি।
ইউএনওর কঠোর হস্তক্ষেপ
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
পাহাড় নদীর অপরুপ মিতালি সমৃদ্ধ কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীসংলগ্ন সরকারি পর্যটন স্পট মানিকপুর নিভৃতে নিসর্গ পার্ক অবশেষে জবরদখল মুক্ত করা হয়েছে। সরকার পরিবর্তন পরবর্তী প্রেক্ষাপটে কতিপয় মহল জোটবদ্ধ হয়ে কক্সবাজার জেলা প্রশাসনের খাসজমিতে প্রাকৃতিক মনোরম পরিবেশে গড়ে তোলা নান্দনিক সৌন্দর্যে ভরপুর পার্কটি জবরদখলে নিয়ে সেখানকার সরকারি বিভিন্ন স্থাপনা ভেঙে গুড়িয়ে দেয়।
এ অবস্থায় সরকারি পর্যটন স্পটটির এমন পরিস্থিতির বিষয়টি চকরিয়া উপজেলা প্রশাসনের নজরে আনা হলে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্র্রেট মোহাম্মদ আতিকুর রহমান মানিকপুর নিবৃত্ত নিসর্গ পার্কের সরকারি সম্পদ ও জেলা প্রশাসনের বেহাত হওয়া জায়গা উদ্ধারের জন্য প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করেন। এরই আলোকে গত সপ্তাহে ইউএনও মোহাম্মদ আতিকুর রহমান সরেজমিন মানিকপুর নিভৃত নিসর্গ পার্কের এরিয়া পরিদর্শন করে সরকারি বেহাত হওয়া ভূমি উদ্ধার করেন।
পরিদর্শনকালে ইউএনও মোহাম্মদ আতিকুর রহমানের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন, বিক্রয় ও বিতরণ বিভাগ চকরিয়া, বিউবো, নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান, সহকারী প্রকৌশলী নুর নবী, চকরিয়া উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. গোলাম মোস্তফা, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি কামাল উদ্দিন প্রমুখ।
সূত্রে জানা গেছে, ইতোমধ্যে কক্সবাজার জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ইউএনও মোহাম্মদ আতিকুর রহমান মানিকপুর নিভৃত নিসর্গ পার্কটি পুনরায় চালু করতে পার্কের গেইট নির্মাণ থেকে শুরু করে অবকাঠামোগত নানাবিধ উন্নয়ন ও বিদ্যুৎ সংযোগ লাইন স্থাপনের কাজ শুরু করেছেন। পার্কের প্রবেশপথের গেইট নির্মাণ ও ভেতরের অবকাঠামোগত সংস্কার কাজ এবং বিদ্যুৎ সংযোগ লাইন স্থাপন শেষ হলে সহসা মানিকপুর নিবৃত্ত নিসর্গ পার্ক সর্বসাধারণ ও পর্যটক দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে জানিয়েছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান।
চকরিয়া উপজেলা পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতি এমআর মাহমুদ বলেন, সরকারি খাসজমিতে নির্মিত মানিকপুর নিবৃত্ত নিসর্গ পার্ক এতদাঞ্চলের ভ্রমণপিপাসু মানুষের জন্য অল্পসময়ে একটি পরিবেশবান্ধব পর্যটন স্পট হিসেবে বেশ সুখ্যাতি লাভ করে। এটি জবরদখল হোক কোনোমতে কাম্য নয়। এরপরও পর্যটন স্পট মানিকপুর নিভৃতে নিসর্গ পার্ক পুনরায় চালু করার উদ্যোগ নেয়ার জন্য চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমানকে ধন্যবাদ জানাচ্ছি।