জনবল সংকটে ভেঙ্গে পড়েছে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার স্বাস্থ্যসেবা। উপজেলার প্রায় আড়াই লাখ মানুষের স্বাস্থ্য সেবার একমাত্র ভরশা ৫০ শয্যা বিশিষ্ট দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। হাসাপাতালটি ২০২৩ সালে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও কার্যত এটি ৩১ শয্যাতেই রয়েগেছে। দীর্ঘদিন ধরে হাসপাতালের গুরুত্বপূর্ণ সব বিভাগেই চিকিৎসক পদ শূন্য রয়েছে। মাত্র ৩ জন চিকিৎসক দিয়ে চলছে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম। চিকিৎসক না থাকায় যে কোনো রোগী আসলেই রেফার করা হয় জেলা বা বিভাগীয় শহরের হাসপাতালগুলোতে। হাসপাতালে ২৫ জন নার্স পদের বিপরীতে রয়েছে মাত্র ৬ জন নার্স। এর মধ্যে ৩ জন নার্স পড়াশোনার জন্য ছুটিতে আছেন। এ ছাড়াও দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিজার অপারেশন থিয়েটারটি উদ্বোধনের পর থেকেই বন্ধ রয়েছে। গাইনি কনসালটেন্ট না থাকায় সিজারিয়ান অপারেশন সম্ভব হচ্ছে না। ফলে দুর্গম এই উপজেলার গর্ভবর্তী মহিলাদের প্রসব কার্যক্রম বিভাগীয় শহর কিংবা জেলা সদরে গিয়ে করাতে হচ্ছে। এতে ভোগান্তির শেষ নেই মানুষের। অন্যদিকে টেকনেশিয়ান না থাকায় হাসপাতালের একমাত্র এক্সরে মেশিনটিও কাজে আসছেনা। ফলে রোগীদের এক্সরে পরীক্ষা ব্যাহত হচ্ছে। দীর্ঘ একযুগেরও বেশি সময় ধরে হাসপাতালে অ্যাম্বুলেন্সের ড্রাইভার নেই। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, চাহিদা দিয়েও ডাক্তার, নার্স পাওয়া যাচ্ছেনা।
হাসাপাতালে চিকিৎসা সেবা নিতে আসা সুরমা ইউনিয়নের আলীপুর গ্রামের বাসিন্দা ফারজানা আক্তার বলেন, ‘হাসপাতালে গর্ভবতী নারীদের চিকিৎসার সেবার জন্য কোনো গাইনি ডাক্তার নেই। উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতালে অন্তত একজন হলেও গাইনি ডাক্তার থাকা খুবই জরুরি।’
শুধু ৫০ শয্যা বিশিষ্ট দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সই নয়, জনবল সংকটে উপজেলার ৩টি উপস্বাস্থ্য কেন্দ্রের সবকটিরই স্বাস্থ্যসেবা কার্যক্রমও খুঁড়িয়ে চলছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার লক্ষীপুর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র, বাজিতপুর উপস্বাস্থ্য কেন্দ্র ও দোহালিয়া ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের কোনোটিতেই চিকিৎসক নেই। কেবল একজন করে উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) দিয়ে চলছে উপস্বাস্থ্য কেন্দ্রের পুরো কার্যক্রম। চিকিৎসক না থাকায় রোগীদের ভোগান্তি প্রকট আকার ধারণ করেছে।
উপজেলার লক্ষীপুর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) মনিরুল ইসলাম জানান, ‘লক্ষ্মীপুর উপস্বাস্থ্য কেন্দ্রে প্রতিদিন প্রায় অর্ধশতাধিক রোগী চিকিৎসাসেবা সেবা নিতে আসেন। চিকিৎসক, মিডওয়াইফ ও অফিস সহকারিসহ উপস্বাস্থ্য কেন্দ্রের অন্যান্য সব পদ দীর্ঘদিন ধরে খালি রয়েছে। জনবল সংকটের কারণে একাই সবকিছু সামলাতে হচ্ছে। পাশাপাশি প্রতি সপ্তাহে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে গিয়েও ডিউটি করতে হচ্ছে। ’
দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সালেহীন খান জানান, হাসপাতালে ওষুধ সংকট নেই কিন্তু ডাক্তার ও নার্স সংকটের কারণে চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।
সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন জানান, ‘জেলার সব হাসাপাতালেই ডাক্তার সংকট। তবে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকট প্রকট। এ ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়ে অবহিত করেছি। ডাক্তারের চাহিদা জানিয়েছি। ’
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
জনবল সংকটে ভেঙ্গে পড়েছে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার স্বাস্থ্যসেবা। উপজেলার প্রায় আড়াই লাখ মানুষের স্বাস্থ্য সেবার একমাত্র ভরশা ৫০ শয্যা বিশিষ্ট দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। হাসাপাতালটি ২০২৩ সালে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও কার্যত এটি ৩১ শয্যাতেই রয়েগেছে। দীর্ঘদিন ধরে হাসপাতালের গুরুত্বপূর্ণ সব বিভাগেই চিকিৎসক পদ শূন্য রয়েছে। মাত্র ৩ জন চিকিৎসক দিয়ে চলছে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম। চিকিৎসক না থাকায় যে কোনো রোগী আসলেই রেফার করা হয় জেলা বা বিভাগীয় শহরের হাসপাতালগুলোতে। হাসপাতালে ২৫ জন নার্স পদের বিপরীতে রয়েছে মাত্র ৬ জন নার্স। এর মধ্যে ৩ জন নার্স পড়াশোনার জন্য ছুটিতে আছেন। এ ছাড়াও দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিজার অপারেশন থিয়েটারটি উদ্বোধনের পর থেকেই বন্ধ রয়েছে। গাইনি কনসালটেন্ট না থাকায় সিজারিয়ান অপারেশন সম্ভব হচ্ছে না। ফলে দুর্গম এই উপজেলার গর্ভবর্তী মহিলাদের প্রসব কার্যক্রম বিভাগীয় শহর কিংবা জেলা সদরে গিয়ে করাতে হচ্ছে। এতে ভোগান্তির শেষ নেই মানুষের। অন্যদিকে টেকনেশিয়ান না থাকায় হাসপাতালের একমাত্র এক্সরে মেশিনটিও কাজে আসছেনা। ফলে রোগীদের এক্সরে পরীক্ষা ব্যাহত হচ্ছে। দীর্ঘ একযুগেরও বেশি সময় ধরে হাসপাতালে অ্যাম্বুলেন্সের ড্রাইভার নেই। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, চাহিদা দিয়েও ডাক্তার, নার্স পাওয়া যাচ্ছেনা।
হাসাপাতালে চিকিৎসা সেবা নিতে আসা সুরমা ইউনিয়নের আলীপুর গ্রামের বাসিন্দা ফারজানা আক্তার বলেন, ‘হাসপাতালে গর্ভবতী নারীদের চিকিৎসার সেবার জন্য কোনো গাইনি ডাক্তার নেই। উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতালে অন্তত একজন হলেও গাইনি ডাক্তার থাকা খুবই জরুরি।’
শুধু ৫০ শয্যা বিশিষ্ট দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সই নয়, জনবল সংকটে উপজেলার ৩টি উপস্বাস্থ্য কেন্দ্রের সবকটিরই স্বাস্থ্যসেবা কার্যক্রমও খুঁড়িয়ে চলছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার লক্ষীপুর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র, বাজিতপুর উপস্বাস্থ্য কেন্দ্র ও দোহালিয়া ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের কোনোটিতেই চিকিৎসক নেই। কেবল একজন করে উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) দিয়ে চলছে উপস্বাস্থ্য কেন্দ্রের পুরো কার্যক্রম। চিকিৎসক না থাকায় রোগীদের ভোগান্তি প্রকট আকার ধারণ করেছে।
উপজেলার লক্ষীপুর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) মনিরুল ইসলাম জানান, ‘লক্ষ্মীপুর উপস্বাস্থ্য কেন্দ্রে প্রতিদিন প্রায় অর্ধশতাধিক রোগী চিকিৎসাসেবা সেবা নিতে আসেন। চিকিৎসক, মিডওয়াইফ ও অফিস সহকারিসহ উপস্বাস্থ্য কেন্দ্রের অন্যান্য সব পদ দীর্ঘদিন ধরে খালি রয়েছে। জনবল সংকটের কারণে একাই সবকিছু সামলাতে হচ্ছে। পাশাপাশি প্রতি সপ্তাহে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে গিয়েও ডিউটি করতে হচ্ছে। ’
দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সালেহীন খান জানান, হাসপাতালে ওষুধ সংকট নেই কিন্তু ডাক্তার ও নার্স সংকটের কারণে চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।
সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন জানান, ‘জেলার সব হাসাপাতালেই ডাক্তার সংকট। তবে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকট প্রকট। এ ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়ে অবহিত করেছি। ডাক্তারের চাহিদা জানিয়েছি। ’