বগুড়ার শেরপুরে অমল চন্দ্র দাস (৫৫) নামের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের চন্ডিজান শ্মশান ঘাট এলাকায় করতোয়া নদীর তীর থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়। সে চন্ডিজান গ্রামের দেবেন্দ্রনাথ দাসের ছেলে। সূত্রে জানা যায়, স্থানীয় এক মহিলা খড়ি কুড়াতে গিয়ে নদীর তীরবর্তী জঙ্গলের ভিতর অর্ধগলিত লাশ দেখে পেয়ে ভয়ে চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে এসে লাশটি দেখতে পায়। এরপর তারা ৯৯৯ পুলিশকে খবর দিলে শেরপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। তবে কি কারণে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন তা এখনো জানা যায়নি।
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
বগুড়ার শেরপুরে অমল চন্দ্র দাস (৫৫) নামের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের চন্ডিজান শ্মশান ঘাট এলাকায় করতোয়া নদীর তীর থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়। সে চন্ডিজান গ্রামের দেবেন্দ্রনাথ দাসের ছেলে। সূত্রে জানা যায়, স্থানীয় এক মহিলা খড়ি কুড়াতে গিয়ে নদীর তীরবর্তী জঙ্গলের ভিতর অর্ধগলিত লাশ দেখে পেয়ে ভয়ে চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে এসে লাশটি দেখতে পায়। এরপর তারা ৯৯৯ পুলিশকে খবর দিলে শেরপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। তবে কি কারণে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন তা এখনো জানা যায়নি।