চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। অপরদিকে, চট্টগ্রামের মীরসরাইয়ে মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এই বিষয়ে আমাদেও প্রতিনিধিদের পাঠানো খবর
সীতাকুণ্ডে (চট্টগ্রাম) : চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার ছোট কুমিরা এবং বাঁশবাড়িয়া এলাকায় এই সড়ক দুর্ঘটনাগুলো ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন চট্টগ্রামের চন্দনাইশের মো. রাকিব (১৭) এবং কক্সবাজারের পেকুয়ার সরোয়ার আহমেদ (৩৭)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার ভোরে ছোট কুমিরা মসজিদ্দা এলাকায় একটি চায়ের দোকানে ড্রাম ট্রাক ঢুকে যায়। ট্রাকটি ঘুমন্ত রাকিবকে চাপা দেয়। এতে তার মৃত্যু হয়। এ সময় চালক আটকা পড়লে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। অপরদিকে, বাঁশবাড়িয়া ইউনিটেক্সের সামনে রাস্তা পারাপার সময় একটি ড্রামট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সরোয়ারকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মোমিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
মীরসরাই (চট্টগ্রাম) : চট্টগ্রামের মীরসরাইয়ে মোটরসাইকেলের ধাক্কায় আবুল কাশেম নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলার হাদিফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী আবুল কাশেম উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের গাছ বাড়িয়া এলাকার হোসেন মাস্টার বাড়ির বাসিন্দা এবাদুর রহমানের ছেলে। স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার সকালে আবুল কাশেম বাজার সেরে পায়ে হেঁটে বাড়িতে ফিরছিলেন। এ সময় বেপরোয়া গতির একটি বাসের ধাক্কায় একটি মোটরসাইকেল দিক হারিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান আবুল কাশেম। কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, ওই দুর্ঘটনার বিষয়ে এখ নপর্যন্ত আমরা অফিসিয়ালি অবগত হইনি। তবে দুর্ঘটনাটির বিষয়ে আমরা খোঁজ-খবর নিয়ে দেখছি।
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। অপরদিকে, চট্টগ্রামের মীরসরাইয়ে মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এই বিষয়ে আমাদেও প্রতিনিধিদের পাঠানো খবর
সীতাকুণ্ডে (চট্টগ্রাম) : চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার ছোট কুমিরা এবং বাঁশবাড়িয়া এলাকায় এই সড়ক দুর্ঘটনাগুলো ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন চট্টগ্রামের চন্দনাইশের মো. রাকিব (১৭) এবং কক্সবাজারের পেকুয়ার সরোয়ার আহমেদ (৩৭)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার ভোরে ছোট কুমিরা মসজিদ্দা এলাকায় একটি চায়ের দোকানে ড্রাম ট্রাক ঢুকে যায়। ট্রাকটি ঘুমন্ত রাকিবকে চাপা দেয়। এতে তার মৃত্যু হয়। এ সময় চালক আটকা পড়লে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। অপরদিকে, বাঁশবাড়িয়া ইউনিটেক্সের সামনে রাস্তা পারাপার সময় একটি ড্রামট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সরোয়ারকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মোমিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
মীরসরাই (চট্টগ্রাম) : চট্টগ্রামের মীরসরাইয়ে মোটরসাইকেলের ধাক্কায় আবুল কাশেম নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলার হাদিফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী আবুল কাশেম উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের গাছ বাড়িয়া এলাকার হোসেন মাস্টার বাড়ির বাসিন্দা এবাদুর রহমানের ছেলে। স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার সকালে আবুল কাশেম বাজার সেরে পায়ে হেঁটে বাড়িতে ফিরছিলেন। এ সময় বেপরোয়া গতির একটি বাসের ধাক্কায় একটি মোটরসাইকেল দিক হারিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান আবুল কাশেম। কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, ওই দুর্ঘটনার বিষয়ে এখ নপর্যন্ত আমরা অফিসিয়ালি অবগত হইনি। তবে দুর্ঘটনাটির বিষয়ে আমরা খোঁজ-খবর নিয়ে দেখছি।