নোয়াখালীর সুবর্ণচরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরক্লার্ক গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো দক্ষিণ চরক্লার্ক গ্রামের মনু মিয়ার মেয়ে আলিশা খাতুন (৭) এবং একই গ্রামের সাইফুর রহমান মাসুদের মেয়ে পাখি আক্তার (৭)। তারা স্থানীয় ফকির মার্কেট নূরানী মাদরাসার নূরানী বিভাগের ছাত্রী ছিলো। স্থানীয়রা জানায়, গতকাল শুক্রবার দুপুরে ওই দুই শিশু তাদের মায়েদের অগোচরে পুকুরে গোসল করতে নামে। ওই সময় তারা পুকুরের পানিতে ডুবে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ের স্বজনরা পুকুরে এক শিশুর মরদেহ ভাসতে দেখেন। পরে ডুবন্ত অবস্থায় পুকুর থেকে আরেক শিশুরও মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে স্বজনরা তাদেরকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাদের দুই জনকেই মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত কওে চরজব্বর থানার ওসি শাহীন মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় কারো কোন অভিযোগ না থাকায়, নিহত দুই শিশুর মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তাদেও পরিবারের সদস্যদওে নিকট হস্তান্তর করা হয়েছে।
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
নোয়াখালীর সুবর্ণচরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরক্লার্ক গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো দক্ষিণ চরক্লার্ক গ্রামের মনু মিয়ার মেয়ে আলিশা খাতুন (৭) এবং একই গ্রামের সাইফুর রহমান মাসুদের মেয়ে পাখি আক্তার (৭)। তারা স্থানীয় ফকির মার্কেট নূরানী মাদরাসার নূরানী বিভাগের ছাত্রী ছিলো। স্থানীয়রা জানায়, গতকাল শুক্রবার দুপুরে ওই দুই শিশু তাদের মায়েদের অগোচরে পুকুরে গোসল করতে নামে। ওই সময় তারা পুকুরের পানিতে ডুবে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ের স্বজনরা পুকুরে এক শিশুর মরদেহ ভাসতে দেখেন। পরে ডুবন্ত অবস্থায় পুকুর থেকে আরেক শিশুরও মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে স্বজনরা তাদেরকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাদের দুই জনকেই মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত কওে চরজব্বর থানার ওসি শাহীন মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় কারো কোন অভিযোগ না থাকায়, নিহত দুই শিশুর মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তাদেও পরিবারের সদস্যদওে নিকট হস্তান্তর করা হয়েছে।