সরকারি খাস জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যাক্তিকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে মোবাইলকোর্ট। দণ্ডিত ব্যাক্তি হচ্ছে মো. আবুল কাসেম। সে মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের দুঘর গ্রামের আকলু মিয়ার পুত্র। মাটি কাটার কালে তাকে গ্রেপ্তার করে দণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন জানিয়েছেন, মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের ছিকরাইল গ্রামে ২৫ এপ্রিল শুক্রবার বিকেল ৪ ঘটিকার সময়অবৈধভাবে সরকারি খাস জমি দখল ও মাটি কেটে ক্ষতিসাধন করার কালে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত আসামির দোষ স্বীকারের পরিপ্রেক্ষিতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১১ ধারায় তাকে দোষী সাবস্থ্য করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে মৌলভীবাজার মডেল থানা পুলিশের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
সরকারি খাস জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যাক্তিকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে মোবাইলকোর্ট। দণ্ডিত ব্যাক্তি হচ্ছে মো. আবুল কাসেম। সে মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের দুঘর গ্রামের আকলু মিয়ার পুত্র। মাটি কাটার কালে তাকে গ্রেপ্তার করে দণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন জানিয়েছেন, মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের ছিকরাইল গ্রামে ২৫ এপ্রিল শুক্রবার বিকেল ৪ ঘটিকার সময়অবৈধভাবে সরকারি খাস জমি দখল ও মাটি কেটে ক্ষতিসাধন করার কালে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত আসামির দোষ স্বীকারের পরিপ্রেক্ষিতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১১ ধারায় তাকে দোষী সাবস্থ্য করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে মৌলভীবাজার মডেল থানা পুলিশের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।