পিএসসি সংস্কারের দাবিতে ঢাকায় অনশনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে ময়মনসিংহে রেললাইন অবরোধ করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার রাত পৌনে ৯টার দিকে ক্যাম্পাস সংলগ্ন জব্বার মোড়ে তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী অগ্নীবীণা এক্সপ্রেস ট্রেন অবরোধ করা হয়।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের মাস্টার নাজমুল হক খান জানান, রেললাইন অবরোধের কারণে প্রায় এক ঘণ্টা ঢাকার দিকে ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে দাবি আদায়ের আশ্বাস দেওয়া হলে তারা অবরোধ তুলে নেন। রাত ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেললাইনের ওপর ব্যানার নিয়ে অবস্থান নেন এবং সংহতি প্রকাশ করেন ঢাকায় অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে।
পিএসসি সংস্কারসহ তিনটি দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষার্থী রাজু ভাস্কর্যের সামনে আমরণ অনশনে বসেছেন। তারা বৃহস্পতিবার সকাল থেকে অনশন চালিয়ে যাচ্ছেন।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা দ্রুত শেষ করা, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানো এবং প্রশ্নফাঁসে জড়িতদের শাস্তি নিশ্চিত করা।
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
পিএসসি সংস্কারের দাবিতে ঢাকায় অনশনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে ময়মনসিংহে রেললাইন অবরোধ করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার রাত পৌনে ৯টার দিকে ক্যাম্পাস সংলগ্ন জব্বার মোড়ে তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী অগ্নীবীণা এক্সপ্রেস ট্রেন অবরোধ করা হয়।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের মাস্টার নাজমুল হক খান জানান, রেললাইন অবরোধের কারণে প্রায় এক ঘণ্টা ঢাকার দিকে ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে দাবি আদায়ের আশ্বাস দেওয়া হলে তারা অবরোধ তুলে নেন। রাত ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেললাইনের ওপর ব্যানার নিয়ে অবস্থান নেন এবং সংহতি প্রকাশ করেন ঢাকায় অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে।
পিএসসি সংস্কারসহ তিনটি দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষার্থী রাজু ভাস্কর্যের সামনে আমরণ অনশনে বসেছেন। তারা বৃহস্পতিবার সকাল থেকে অনশন চালিয়ে যাচ্ছেন।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা দ্রুত শেষ করা, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানো এবং প্রশ্নফাঁসে জড়িতদের শাস্তি নিশ্চিত করা।