লক্ষীপুরের রায়পুর উপজেলার এক ঠিকাদারি প্রতিষ্ঠানের হয়ে রাস্তা উন্নয়নের কাজ করছেন রুমা আক্তার ও তার সঙ্গীরা। সড়কে মাটিকাটা ও ইট তোলা তাদের কাজ। রোদ-বৃষ্টি, ঝড়-তুফান যাই হোক প্রতিদিন কাজ করতেই হবে। মে দিবস কী? কী কারণে এই দিনটিকে মে দিবস বলা হয়? তা জানা নেই রুমানাদের! কেবল জানেন, একদিন কাজ না করলে পরদিন আর পেটের ভাত জোগাড় হবে না।
জানতে চাইলে কাজের ফাঁকে এমন কথাই বলেন রুমানা ও তার সঙ্গীরা। দিবস কী জানতে চাইলে সরল মৃদু হাসি দিয়ে বলেন, ‘এত কিছু বুঝে কী হবে বলেন, মজুরি তো আর বাড়বে না! বাড়লে বুঝে দেখতাম দিবস দিয়ে লাভ হয়, না ক্ষতি। একই সুরে সুর মিলিয়ে রুমার সঙ্গী মো. হোসেন বলেন, মে দিবস আর শ্রম দিবস কাকে বলে তা বুঝি না। আমরা বুঝি একদিন কাজ না করলেই না খেয়ে থাকতে হবে। জীবন-জীবিকার টানে তাই শরীরের সর্বোচ্চ শক্তি খাটিয়ে মাথার ঘাম পায়ে ফেলছেন।
শুক্রবার, ০২ মে ২০২৫
লক্ষীপুরের রায়পুর উপজেলার এক ঠিকাদারি প্রতিষ্ঠানের হয়ে রাস্তা উন্নয়নের কাজ করছেন রুমা আক্তার ও তার সঙ্গীরা। সড়কে মাটিকাটা ও ইট তোলা তাদের কাজ। রোদ-বৃষ্টি, ঝড়-তুফান যাই হোক প্রতিদিন কাজ করতেই হবে। মে দিবস কী? কী কারণে এই দিনটিকে মে দিবস বলা হয়? তা জানা নেই রুমানাদের! কেবল জানেন, একদিন কাজ না করলে পরদিন আর পেটের ভাত জোগাড় হবে না।
জানতে চাইলে কাজের ফাঁকে এমন কথাই বলেন রুমানা ও তার সঙ্গীরা। দিবস কী জানতে চাইলে সরল মৃদু হাসি দিয়ে বলেন, ‘এত কিছু বুঝে কী হবে বলেন, মজুরি তো আর বাড়বে না! বাড়লে বুঝে দেখতাম দিবস দিয়ে লাভ হয়, না ক্ষতি। একই সুরে সুর মিলিয়ে রুমার সঙ্গী মো. হোসেন বলেন, মে দিবস আর শ্রম দিবস কাকে বলে তা বুঝি না। আমরা বুঝি একদিন কাজ না করলেই না খেয়ে থাকতে হবে। জীবন-জীবিকার টানে তাই শরীরের সর্বোচ্চ শক্তি খাটিয়ে মাথার ঘাম পায়ে ফেলছেন।