কুমিল্লার বরুড়ায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট এর আইন অমান্য করায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে ৪৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার বিকেলে বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নু-এমং মারমা মংয়ের নেতৃত্বে বরুড়া বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট এর নীতিমালা অমান্য করে ব্যবসা পরিচালনায় দায়ে ভোক্তা অধিকার আইনে লোকনাথ ভান্ডারকে ৩ হাজার টাকা, শ্যামল স্টোরকে ২৫ হাজার টাকা, ফেমাস সুপার স্টোরকে ৬ হাজার টাকা, কাসেম স্টোরকে ৫ হাজার টাকা এবং মিষ্টিমুখ স্টোরকে ৮ হাজার টাকাসহ মোট ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ভোক্তা অধিকার আইন বাস্তবায়ন অধিদপ্তরের প্রতিনিধিসহ সঙ্গীয় আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
শুক্রবার, ০২ মে ২০২৫
কুমিল্লার বরুড়ায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট এর আইন অমান্য করায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে ৪৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার বিকেলে বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নু-এমং মারমা মংয়ের নেতৃত্বে বরুড়া বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট এর নীতিমালা অমান্য করে ব্যবসা পরিচালনায় দায়ে ভোক্তা অধিকার আইনে লোকনাথ ভান্ডারকে ৩ হাজার টাকা, শ্যামল স্টোরকে ২৫ হাজার টাকা, ফেমাস সুপার স্টোরকে ৬ হাজার টাকা, কাসেম স্টোরকে ৫ হাজার টাকা এবং মিষ্টিমুখ স্টোরকে ৮ হাজার টাকাসহ মোট ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ভোক্তা অধিকার আইন বাস্তবায়ন অধিদপ্তরের প্রতিনিধিসহ সঙ্গীয় আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।