নাটোরের এসএসসি পরীক্ষার্থী সালমানের (১৭) ছুরিকাঘাতে খোরশেদ আলম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যা ৬টায় নাটোর সদর উপজেলার তেগাছি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত খোরশেদ আলম তেগাছি এলাকার ইউনুস আলীর ছেলে। তিনি পেশায় একজন রিক্সা চালক ছিলেন। অপরদিকে, ঘাতক সালমান একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে এবং দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী। নিহত খোরশেদ আলম একজন গাঁজা ব্যবসায়ী ও সেবনকারী এবং ঘাতক সালমান একজন মাদকাসক্ত গাঁজাসেবী।
নাটোর সদর থানার ওসি মাহাবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ অভিযুক্ত সালমানকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
শুক্রবার, ০২ মে ২০২৫
নাটোরের এসএসসি পরীক্ষার্থী সালমানের (১৭) ছুরিকাঘাতে খোরশেদ আলম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যা ৬টায় নাটোর সদর উপজেলার তেগাছি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত খোরশেদ আলম তেগাছি এলাকার ইউনুস আলীর ছেলে। তিনি পেশায় একজন রিক্সা চালক ছিলেন। অপরদিকে, ঘাতক সালমান একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে এবং দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী। নিহত খোরশেদ আলম একজন গাঁজা ব্যবসায়ী ও সেবনকারী এবং ঘাতক সালমান একজন মাদকাসক্ত গাঁজাসেবী।
নাটোর সদর থানার ওসি মাহাবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ অভিযুক্ত সালমানকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।