ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে পথরোধ করে লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনায় যৌথবাহিনী ১০ জনকে আটক করেছে। এ ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার উপজেলার বড়হিত ইউপির বড়ডাংরি গ্রামে।
জানা যায়, ওই গ্রামের গোলাফ মিয়ার সাথে লাল মিয়ার জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের হিসেবে রফিকুল ইসলাম নিজবাড়ি থেকে নওসুতি বাজারে আসার পথে লাল মিয়া ও তার লোকজন পথরোধ করে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঈশ্বরগঞ্জ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার থাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এ ঘটনায় আহতের ভাই আনিছুল হক ভূইয়া বাদি হয়ে লাল মিয়া সহ ১১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।
ওসি ওবায়দুর রহমান জানান, খবর পেয়ে যৌত বাহিনীর সহায়তায় লাল মিয়াসহ ১০ জনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
শুক্রবার ( ২ মে ২০২৫) আটকৃত লাল মিয়া, সোহাগ মিয়া,সাব্বির আহম্মেদ,মাসুম মিয়া,লিমন আহম্মেদ,সুমন মিয়া, আনরুল হক,মুশেদুল আলম,শাহজাহান আলী,মজিবুর রহমান ও মোজাম্মেল হককে ময়মনসিংহের আদালতে প্রেরণ করা হয়েছে।
শুক্রবার, ০২ মে ২০২৫
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে পথরোধ করে লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনায় যৌথবাহিনী ১০ জনকে আটক করেছে। এ ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার উপজেলার বড়হিত ইউপির বড়ডাংরি গ্রামে।
জানা যায়, ওই গ্রামের গোলাফ মিয়ার সাথে লাল মিয়ার জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের হিসেবে রফিকুল ইসলাম নিজবাড়ি থেকে নওসুতি বাজারে আসার পথে লাল মিয়া ও তার লোকজন পথরোধ করে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঈশ্বরগঞ্জ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার থাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এ ঘটনায় আহতের ভাই আনিছুল হক ভূইয়া বাদি হয়ে লাল মিয়া সহ ১১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।
ওসি ওবায়দুর রহমান জানান, খবর পেয়ে যৌত বাহিনীর সহায়তায় লাল মিয়াসহ ১০ জনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
শুক্রবার ( ২ মে ২০২৫) আটকৃত লাল মিয়া, সোহাগ মিয়া,সাব্বির আহম্মেদ,মাসুম মিয়া,লিমন আহম্মেদ,সুমন মিয়া, আনরুল হক,মুশেদুল আলম,শাহজাহান আলী,মজিবুর রহমান ও মোজাম্মেল হককে ময়মনসিংহের আদালতে প্রেরণ করা হয়েছে।