alt

সারাদেশ

পদ্মা সেতুর বাঁধে ভাঙন, পদক্ষেপ না নিলে বড় বিপর্যয়ের আশঙ্কা

পদ্মা সেতু এলাকায় বালুচর গড়ে ওঠা এবং বাঁধের নিকটবর্তী স্থানে নদীর গভীরতা বৃদ্ধি পাওয়ায় ভাঙন শুরু হয়েছে। বর্ষায় পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙনের তীব্রতাও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে

প্রতিনিধি, জাজিরা (শরীয়তপুর) : শুক্রবার, ০২ মে ২০২৫

জাজিরা (শরীয়তপুর) : বর্ষার আগে জরুরি ব্যবস্থা না নিলে ক্ষতির মুখে পড়বে পদ্মার বাঁধ -সংবাদ

পদ্মা সেতুর প্রকল্প এলাকায় নতুন করে দেখা দিয়েছে ভাঙন। এতে ঝুঁকিতে পড়েছে শরীয়তপুরের জাজিরা প্রান্তের নাওডোবা এলাকার পদ্মা সেতু রক্ষার মূল বাঁধ। বর্ষা মৌসুমের আগে জরুরি ব্যবস্থা না নিলে ক্ষতির মুখে পড়তে পারে ১১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রায় ২ কিলোমিটার দীর্ঘ ঐ বাঁধ।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, পদ্মা সেতু এলাকায় বালুচর গড়ে ওঠা এবং বাঁধের নিকটবর্তী স্থানে নদীর গভীরতা বৃদ্ধি পাওয়ায় ভাঙন শুরু হয়েছে। বর্ষায় পানি বাড়ার সাথে সাথে ভাঙনের তীব্রতাও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে গত বছরের নভেম্বর মাসে জাজিরা প্রান্তের নাওডোবা জিরোপয়েন্ট এলাকায় রক্ষাবাঁধের প্রায় ১০০ মিটার অংশ নদীতে বিলীন হয়। এসময় শরীয়তপুর পাউবো তাৎক্ষণিকভাবে মেরামত কাজ শুরু করতে পারেনি। চার মাস পর, চলতি বছরের ২৫ এপ্রিল থেকে ২ কোটি ৮৯ লাখ ৮৬ হাজার টাকা ব্যয়ে বালুভর্তি জিওব্যাগ ও সিসি ব্লক ফেলে মেরামত কাজ শুরু করেছে। তবে ভাঙনের বিষয়টি জানার পরেও দ্রুত কাজ শুরু না হওয়ার কারণ জানতে চাইলে, এ বিষয়ে কোনো উত্তর দিতে পারেননি শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তারেক হাসান।

এছাড়াও, ভাঙন এলাকার আশেপাশের অন্যান্য স্থানও ঝুঁকিতে রয়েছে। এ অবস্থায়, পদ্মা সেতু প্রকল্প এলাকা রক্ষায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একটি প্রকল্প প্রস্তাবনা পাঠিয়েছে পাউবো। মন্ত্রণালয় থেকে প্রকল্প অনুমোদন পেলেই কাজ শুরু হবে। আর অনুমোদন না হলে বর্ষার আগে মেরামত কাজ শুরু করা সম্ভব হবে না।

পদ্মা সেতু প্রকল্প এলাকায় ভাঙনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তারেক হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তারেক হাসান বলেন, “প্রায় ১২-১৩ বছর আগে সেতু বিভাগ পদ্মা সেতু প্রকল্প এলাকা রক্ষার জন্য এই বাঁধ নির্মাণ করেছিল। বর্তমানে জাজিরার নাওডোবা জিরোপয়েন্ট এলাকায় ১০০ মিটার অংশ ভেঙে পড়ায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ) যৌথভাবে সমীক্ষা চালায়। তাতে দেখা গেছে, প্রায় ১ কিলোমিটার অংশে বাঁধের নিকটে নদীর গভীরতা বেড়েছে এবং তলদেশ থেকে মাটি সরে যাচ্ছে। বাকি ১ কিলোমিটার অংশেও নদী বাঁধের কাছাকাছি চলে এসেছে এবং মাটির ক্ষয় অব্যাহত রয়েছে। ফলে পুরো বাঁধ এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।”

তিনি আরও জানান, বাঁধ মজবুতকরণের জন্য একটি ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোপোজাল (ডিপিপি) প্রস্তুত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বাঁধটি মজবুত করা না হলে, পদ্মা সেতুর জাজিরা প্রান্তের ৫০০ মিটারের মধ্যে থাকা সার্ভিস এরিয়া-২, সেনানিবাস, পদ্মা সেতু দক্ষিণ থানা, একটি প্রাথমিক বিদ্যালয়, নাওডোবা-পালেরচর সড়ক, মঙ্গল মাঝি ও সাত্তার মাদবর বাজারসহ চারটি গ্রামের কয়েকশত পরিবার ভাঙনের ঝুঁকিতে পড়বে।

এদিকে নদীভাঙনের কারণে বাঁধের কাছাকাছি বসবাসকারী মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কয়েকশত বসতবাড়ি এখন ভাঙনের হুমকিতে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পদ্মা নদীর পানির প্রবল ধাক্কায় বাঁধ সংলগ্ন নদীশাসনের সংযুক্ত বাঁধের বালু মাটি ভেঙে নদীতে পড়ছে। আর একটির ওপর আরেকটি সারি করে রাখা বাঁধের সুরক্ষার জন্য ব্যবহৃত জিওব্যাগগুলো থেকে বালু বের হয়ে পানিতে পড়ছে। অন্তত ৫-৬টি স্থানে এ ধরনের ভাঙনের চিত্র দেখা গেছে।

ভাঙনে ক্ষতিগ্রস্ত ও আতঙ্কিত আছমা বেগম(৩৫) ও অছিমউদ্দিন মাদবরের কান্দির বাসিন্দা দেলোয়ার হোসেন সংবাদকে বলেন, “পদ্মা নদীতে জমি ও ভিটাবাড়ি ভাঙতে ভাঙতে আমরা এখন নিঃস্ব। বারবার জমি কিনে বাড়ি করেছি, আবার ভেঙে গেছে। কত বিঘা জমি হারিয়েছি তার হিসেব নেই। রাতে বাতাস আসলে ঘুম আসে না, ভয়ে ভয়ে রাত কাটাতে হয়। এখন বাড়ির সামনে ১০০ মিটার বাঁধ ভেঙে গেছে। আশেপাশেও ভাঙছে। এখন যদি দ্রুত কোনো ব্যবস্থা না নেয়া হয়, আবার সব হারাতে হবে। এখন আবার ভাঙনের শিকার হলে অবশিষ্ট কিছু থাকবে না।”

বর্ষার আগে ভাঙন প্রতিরোধের কাজ শুরু করা যাবে কিনা জানতে চাইলে শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তারেক হাসান সংবাদকে বলেন, “আশা করি ভাঙন রোধে মন্ত্রণালয়ে পাঠানো প্রকল্প প্রস্তাবনাটি দ্রুত পাস হবে। প্রকল্পটি পাস হলে আমরা কাজ শুরু করতে পারব। তবে এই বর্ষায় পুরো কাজ শেষ করা সম্ভব হবে না। আগামী বর্ষার মধ্যে কাজটি সম্পন্ন করার চেষ্টা করা হবে।”

ছবি

বিজিবি ফিরিয়ে দিল দুই ভারতীয়কে, বিএসএফ ছাড়ল দুই বাংলাদেশিকে

ছবি

মধুপুর গড়ে আনারসের রাজধানীতে বড় কলার হাট

ছবি

ডিমলার লোকালয়ে দেখা মিলল বিপন্ন কালোমুখো হনুমান

মুন্সীগঞ্জ প্রাইভেট কার চাপায় পথচারী নিহত

নবীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পলাশে পানিতে ভেসে উঠল স্কুলছাত্রের মরদেহ

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

ঈশ্বরগঞ্জে টাকা ছিনতাই, আটক ১০

ইউএনওর অনুমতিপত্র জাল করে মায়ানমারে নির্মাণসামগ্রী পাচার

ছবি

আমতলীতে বিদ্যালয় ভবনের নিচতলায় পানের বাজার!

ছবি

বাঘড়া খাল দখল করে বাড়ির দেওয়াল নির্মাণ

ইটনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

এসএসসি পরীক্ষার্থীর ছুরিকাঘাতে নিহত ১

টেক্সটাইল কারখানায় গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ৪

৪ রোহিঙ্গা জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

মে দিবসের মিছিল আগে-পরে যাওয়া নিয়ে দুগ্রুপে সংঘর্ষ

মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

তিন জেলায় এক শ্রমিক ও দুই ছাত্রের মরদেহ উদ্ধার

তিন জেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

পুলিশ পরিচয়ে ৬ দোকান গুঁড়িয়ে মালামাল লুট

বরুড়ায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

‘মে দিবস বুঝি না, কাম করলে ভাত, না করলে নাই’

ছবি

সুনামগঞ্জে ৯০ ভারতীয় গরু উদ্ধার

হত্যা মামলার আসামি গ্রেপ্তার

সর্বনাশা আগুনে পুড়ে সবকিছু শেষ হয়ে গেছে

‘নারীকে কর্মহীন রেখে উন্নয়ন সম্ভব নয়’

ছবি

ডুলাহাজারা সাফারি পার্কে অযত্ন অবহেলায় মাতৃহীন সেই হাতি শাবকের মৃত্যু

পূর্বধলা আতকাপাড়া উচ্চ বিদ্যালয়ে পরিচয়পত্র জাল করে আয়া পদে নিয়োগের অভিযোগ

নিরীহ এলাকাবাসীকে গ্রেপ্তার না করার দাবিতে মানববন্ধন

কুষ্টিয়ায় বিএটিবির শ্রমিকরা লাগাতার রাজপথে

গাজীপুরে শহীদ রইস হত্যার প্রতিবাদে মাদারগঞ্জে বিক্ষোভ

অবৈধভাবে মাটি ও বালু বিক্রির অপরাধে জরিমানা

মাদারগঞ্জে জোরখালী-জোনাইল পাকা রাস্তা যেন মরণফাঁদ

ছবি

পানিশূন্য তিস্তায় চাষাবাদ ব্যাহত, মহাপরিকল্পনা বাস্তবায়ন জরুরি

ছবি

মৌলভীবাজারের অনেকেই স্বাবলম্বী হচ্ছে ভুট্টা চাষে

চিংড়িঘের নিয়ে দ্বন্দ্ব, সন্ত্রাসী হামলায় ছাত্রীসহ আহত ৬

tab

সারাদেশ

পদ্মা সেতুর বাঁধে ভাঙন, পদক্ষেপ না নিলে বড় বিপর্যয়ের আশঙ্কা

পদ্মা সেতু এলাকায় বালুচর গড়ে ওঠা এবং বাঁধের নিকটবর্তী স্থানে নদীর গভীরতা বৃদ্ধি পাওয়ায় ভাঙন শুরু হয়েছে। বর্ষায় পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙনের তীব্রতাও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে

প্রতিনিধি, জাজিরা (শরীয়তপুর)

জাজিরা (শরীয়তপুর) : বর্ষার আগে জরুরি ব্যবস্থা না নিলে ক্ষতির মুখে পড়বে পদ্মার বাঁধ -সংবাদ

শুক্রবার, ০২ মে ২০২৫

পদ্মা সেতুর প্রকল্প এলাকায় নতুন করে দেখা দিয়েছে ভাঙন। এতে ঝুঁকিতে পড়েছে শরীয়তপুরের জাজিরা প্রান্তের নাওডোবা এলাকার পদ্মা সেতু রক্ষার মূল বাঁধ। বর্ষা মৌসুমের আগে জরুরি ব্যবস্থা না নিলে ক্ষতির মুখে পড়তে পারে ১১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রায় ২ কিলোমিটার দীর্ঘ ঐ বাঁধ।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, পদ্মা সেতু এলাকায় বালুচর গড়ে ওঠা এবং বাঁধের নিকটবর্তী স্থানে নদীর গভীরতা বৃদ্ধি পাওয়ায় ভাঙন শুরু হয়েছে। বর্ষায় পানি বাড়ার সাথে সাথে ভাঙনের তীব্রতাও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে গত বছরের নভেম্বর মাসে জাজিরা প্রান্তের নাওডোবা জিরোপয়েন্ট এলাকায় রক্ষাবাঁধের প্রায় ১০০ মিটার অংশ নদীতে বিলীন হয়। এসময় শরীয়তপুর পাউবো তাৎক্ষণিকভাবে মেরামত কাজ শুরু করতে পারেনি। চার মাস পর, চলতি বছরের ২৫ এপ্রিল থেকে ২ কোটি ৮৯ লাখ ৮৬ হাজার টাকা ব্যয়ে বালুভর্তি জিওব্যাগ ও সিসি ব্লক ফেলে মেরামত কাজ শুরু করেছে। তবে ভাঙনের বিষয়টি জানার পরেও দ্রুত কাজ শুরু না হওয়ার কারণ জানতে চাইলে, এ বিষয়ে কোনো উত্তর দিতে পারেননি শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তারেক হাসান।

এছাড়াও, ভাঙন এলাকার আশেপাশের অন্যান্য স্থানও ঝুঁকিতে রয়েছে। এ অবস্থায়, পদ্মা সেতু প্রকল্প এলাকা রক্ষায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একটি প্রকল্প প্রস্তাবনা পাঠিয়েছে পাউবো। মন্ত্রণালয় থেকে প্রকল্প অনুমোদন পেলেই কাজ শুরু হবে। আর অনুমোদন না হলে বর্ষার আগে মেরামত কাজ শুরু করা সম্ভব হবে না।

পদ্মা সেতু প্রকল্প এলাকায় ভাঙনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তারেক হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তারেক হাসান বলেন, “প্রায় ১২-১৩ বছর আগে সেতু বিভাগ পদ্মা সেতু প্রকল্প এলাকা রক্ষার জন্য এই বাঁধ নির্মাণ করেছিল। বর্তমানে জাজিরার নাওডোবা জিরোপয়েন্ট এলাকায় ১০০ মিটার অংশ ভেঙে পড়ায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ) যৌথভাবে সমীক্ষা চালায়। তাতে দেখা গেছে, প্রায় ১ কিলোমিটার অংশে বাঁধের নিকটে নদীর গভীরতা বেড়েছে এবং তলদেশ থেকে মাটি সরে যাচ্ছে। বাকি ১ কিলোমিটার অংশেও নদী বাঁধের কাছাকাছি চলে এসেছে এবং মাটির ক্ষয় অব্যাহত রয়েছে। ফলে পুরো বাঁধ এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।”

তিনি আরও জানান, বাঁধ মজবুতকরণের জন্য একটি ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোপোজাল (ডিপিপি) প্রস্তুত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বাঁধটি মজবুত করা না হলে, পদ্মা সেতুর জাজিরা প্রান্তের ৫০০ মিটারের মধ্যে থাকা সার্ভিস এরিয়া-২, সেনানিবাস, পদ্মা সেতু দক্ষিণ থানা, একটি প্রাথমিক বিদ্যালয়, নাওডোবা-পালেরচর সড়ক, মঙ্গল মাঝি ও সাত্তার মাদবর বাজারসহ চারটি গ্রামের কয়েকশত পরিবার ভাঙনের ঝুঁকিতে পড়বে।

এদিকে নদীভাঙনের কারণে বাঁধের কাছাকাছি বসবাসকারী মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কয়েকশত বসতবাড়ি এখন ভাঙনের হুমকিতে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পদ্মা নদীর পানির প্রবল ধাক্কায় বাঁধ সংলগ্ন নদীশাসনের সংযুক্ত বাঁধের বালু মাটি ভেঙে নদীতে পড়ছে। আর একটির ওপর আরেকটি সারি করে রাখা বাঁধের সুরক্ষার জন্য ব্যবহৃত জিওব্যাগগুলো থেকে বালু বের হয়ে পানিতে পড়ছে। অন্তত ৫-৬টি স্থানে এ ধরনের ভাঙনের চিত্র দেখা গেছে।

ভাঙনে ক্ষতিগ্রস্ত ও আতঙ্কিত আছমা বেগম(৩৫) ও অছিমউদ্দিন মাদবরের কান্দির বাসিন্দা দেলোয়ার হোসেন সংবাদকে বলেন, “পদ্মা নদীতে জমি ও ভিটাবাড়ি ভাঙতে ভাঙতে আমরা এখন নিঃস্ব। বারবার জমি কিনে বাড়ি করেছি, আবার ভেঙে গেছে। কত বিঘা জমি হারিয়েছি তার হিসেব নেই। রাতে বাতাস আসলে ঘুম আসে না, ভয়ে ভয়ে রাত কাটাতে হয়। এখন বাড়ির সামনে ১০০ মিটার বাঁধ ভেঙে গেছে। আশেপাশেও ভাঙছে। এখন যদি দ্রুত কোনো ব্যবস্থা না নেয়া হয়, আবার সব হারাতে হবে। এখন আবার ভাঙনের শিকার হলে অবশিষ্ট কিছু থাকবে না।”

বর্ষার আগে ভাঙন প্রতিরোধের কাজ শুরু করা যাবে কিনা জানতে চাইলে শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তারেক হাসান সংবাদকে বলেন, “আশা করি ভাঙন রোধে মন্ত্রণালয়ে পাঠানো প্রকল্প প্রস্তাবনাটি দ্রুত পাস হবে। প্রকল্পটি পাস হলে আমরা কাজ শুরু করতে পারব। তবে এই বর্ষায় পুরো কাজ শেষ করা সম্ভব হবে না। আগামী বর্ষার মধ্যে কাজটি সম্পন্ন করার চেষ্টা করা হবে।”

back to top