বেগমগঞ্জ (নোয়াখালী) : হাজিপুরে সুবিধাভোগী পরিবারের হাতে ঘরের চাবি তুলে দিচ্ছেন সেনাবাহিনী -সংবাদ
নোয়াখালীর বেগমগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ৯০টি পরিবারকে সরকারিভাবে নতুন ঘর করে দেয়া হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে এসব ঘর নির্মাণ করা হয়। প্রতিটি ঘর নির্মাণে সাত লাখ টাকা করে খরচ হয়েছে। গত বুধবার সকালে বেগমগঞ্জ উপজেলার উত্তর হাজিপুরে সুবিধাভোগী ৯০টি পরিবারের হাতে ঘরের চাবি হস্তান্তর করা হয়। এ সময় নোয়াখালীর চাবি হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ, সেনাবাহিনীর বিগ্রেডিয়ার জেনারেল শামসুল আরেফিন, নোয়াখালী সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রিফাত আনোয়ার, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) বেগমগঞ্জ সৈয়দ মুরাদ ইসলামসহ সেনাবাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বত্বন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত বছর বন্যায় ক্ষতিগ্রস্ত নোয়াখালীর বেগমগঞ্জসহ চার জেলায় ৩০০টি ঘর নির্মাণ করা হয়েছে। একযোগে দেশের চার জেলায় এসব ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস তার কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। তার সঙ্গে ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। অনুষ্ঠানে নোয়াখালীর জেলা প্রশাসক ও সেনাবাহিনীর ঊর্ধ্বত্বন কর্মকর্তারা প্রকল্পের সুবিধাভোগীদের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন। নতুন ঘরের চাবি হাতে পেয়ে প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন পরিবারগুলো। নোয়াখালীর জেলা প্রশাসক ইশতিয়াক আহমেদ বলেন, গত বছর আগস্টে নোয়াখালীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় প্রায় আট হাজার কাঁচা ঘর পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়। এতে গৃহহীন হয়ে পড়ে অনেক পরিবার। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় দরিদ্র ও গৃহহীন মানুষদের নিজ বসতভিটায় বিশেষ আবাসন প্রকল্পের আওতায় জেলা প্রশাসনের সহযোগিতায় সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে ৯০টি গৃহহীন পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দেয়া হয়েছে।
প্রতিটি ঘর নির্মাণে সাত লাখ টাকা করে খরচ হয়েছে বলে জানান জেলা প্রশাসক।
বেগমগঞ্জ (নোয়াখালী) : হাজিপুরে সুবিধাভোগী পরিবারের হাতে ঘরের চাবি তুলে দিচ্ছেন সেনাবাহিনী -সংবাদ
শনিবার, ০৩ মে ২০২৫
নোয়াখালীর বেগমগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ৯০টি পরিবারকে সরকারিভাবে নতুন ঘর করে দেয়া হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে এসব ঘর নির্মাণ করা হয়। প্রতিটি ঘর নির্মাণে সাত লাখ টাকা করে খরচ হয়েছে। গত বুধবার সকালে বেগমগঞ্জ উপজেলার উত্তর হাজিপুরে সুবিধাভোগী ৯০টি পরিবারের হাতে ঘরের চাবি হস্তান্তর করা হয়। এ সময় নোয়াখালীর চাবি হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ, সেনাবাহিনীর বিগ্রেডিয়ার জেনারেল শামসুল আরেফিন, নোয়াখালী সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রিফাত আনোয়ার, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) বেগমগঞ্জ সৈয়দ মুরাদ ইসলামসহ সেনাবাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বত্বন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত বছর বন্যায় ক্ষতিগ্রস্ত নোয়াখালীর বেগমগঞ্জসহ চার জেলায় ৩০০টি ঘর নির্মাণ করা হয়েছে। একযোগে দেশের চার জেলায় এসব ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস তার কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। তার সঙ্গে ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। অনুষ্ঠানে নোয়াখালীর জেলা প্রশাসক ও সেনাবাহিনীর ঊর্ধ্বত্বন কর্মকর্তারা প্রকল্পের সুবিধাভোগীদের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন। নতুন ঘরের চাবি হাতে পেয়ে প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন পরিবারগুলো। নোয়াখালীর জেলা প্রশাসক ইশতিয়াক আহমেদ বলেন, গত বছর আগস্টে নোয়াখালীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় প্রায় আট হাজার কাঁচা ঘর পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়। এতে গৃহহীন হয়ে পড়ে অনেক পরিবার। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় দরিদ্র ও গৃহহীন মানুষদের নিজ বসতভিটায় বিশেষ আবাসন প্রকল্পের আওতায় জেলা প্রশাসনের সহযোগিতায় সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে ৯০টি গৃহহীন পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দেয়া হয়েছে।
প্রতিটি ঘর নির্মাণে সাত লাখ টাকা করে খরচ হয়েছে বলে জানান জেলা প্রশাসক।