নীলফামারীর কিশোরগঞ্জে নজরুল ইসলাম নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল ১০টায় রংপুর-দিনাজপুর তিস্তা সেচ ক্যানেলের বাজেডুমরিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বৃদ্ধ নজরুল ইসলাম রংপুরের গঙ্গাচড়া উপজেলার উত্তর কলকণ্ড কুড়িবিশ্যা গ্রামের মৃত আজগর আলীর ছেলে। গত মঙ্গলবার তিনি পরিবারের সদস্যদের অগোচরে বাড়ি থেকে বের হয়ে যান। পরিবারের লোকজন গ্রামের আশাপাশে খোঁজাখুজি করে তাকে না পেয়ে রংপুর জেলাসহ আশেপাশের উপজেলাগুলোতে মাইকিং করেন।
কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
শনিবার, ০৩ মে ২০২৫
নীলফামারীর কিশোরগঞ্জে নজরুল ইসলাম নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল ১০টায় রংপুর-দিনাজপুর তিস্তা সেচ ক্যানেলের বাজেডুমরিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বৃদ্ধ নজরুল ইসলাম রংপুরের গঙ্গাচড়া উপজেলার উত্তর কলকণ্ড কুড়িবিশ্যা গ্রামের মৃত আজগর আলীর ছেলে। গত মঙ্গলবার তিনি পরিবারের সদস্যদের অগোচরে বাড়ি থেকে বের হয়ে যান। পরিবারের লোকজন গ্রামের আশাপাশে খোঁজাখুজি করে তাকে না পেয়ে রংপুর জেলাসহ আশেপাশের উপজেলাগুলোতে মাইকিং করেন।
কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।