নেত্রকোনার কলমাকান্দায় ট্রাকচাপায় এক শিশু, ফরিদপুরের সালথায় নসিমনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক তরুণ, গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী এবং রাজবাড়ীতে মোটরসাইকেল চাপায় এক নারী নিহত হয়েছেন। এই বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
কলমাকান্দা (নেত্রকোনা) : নেত্রকোনার কলমাকান্দায় মায়ের সঙ্গে সড়ক পার হওয়া সময় ট্রাকচাপায় আব্দুল্লাহ নামে ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার হীরাকান্দা এলাকায় হীরাকান্দা মসজিদের পাশে কলমাকান্দা-নেত্রকোনা সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আব্দুল্লাহ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার অনন্তপুর গ্রামের আহাম্মদের ছেলে। সে মায়ের সঙ্গে তার নানাবাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার হীরাকান্দা গ্রামে বেড়াতে এসেছিল। কলমাকান্দা থানার এসআই নজমূল হুদা জানান, চালকসহ ঘাতট ট্রাকটিকে আটক করা হয়েছে। এই ঘটনায় থানায় পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সালথা (ফরিদপুর) : ফরিদপুরের সালথায় ইটবোঝাই নসিমনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে জিসান খান নামে এক তরুণ নিহত হয়েছেন। গত শুক্রবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার কাউলিকান্দা এলাকায় সালথা-ফরিদপুর আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত জিসান জেলার মাতুব্বর উপজেলার গট্টি ইউনিয়নের মোড়হাট গ্রামের মো. হেলাল খান ছেলে। সালথা থানার ওসি (তদন্ত) মারুফ হাসান রাসেল বলেন, দুর্ঘটনার পরপরই ঘাতক নসিমন চালক পালিয়ে গেছেন। এই ঘটনায় থানায় পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুই মোটরসাইকেল আরোহী। গত বৃহস্পতিবার রাত ১০টায় উপজেলার ঢোলভাঙ্গা বাজার এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়কে সেতুর ওপরে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন উপজেলার মহদীপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের সাদা মিয়ার ছেলে শ্রাবণ ও বিষ্ণুপুর গ্রামের আরিফ মন্ডলের ছেলে কৌশিক এবং আহতরা হলেন শ্যামপুর গ্রামের রাজু মিয়ার ছেলে রিফাত ও বিষ্ণুপুর গ্রামের এনামুল হকের ছেলে তৌহিদ। পলাশবাড়ী থানার ওসি মো. জুলফিকার আলী ভূট্টো ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রাজবাড়ী : রাজবাড়ীতে সড়ক পার হওয়ার সময় মোটরসাইকেল চাপায় মনসুরা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ধুঞ্চী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত মনসুরা বেগম ধুঞ্চী গ্রামের সালাম মন্ডলের স্ত্রী। রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সিফাত মাহমুদ জানান, মনসুরা বেগমকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, ঘাতক মোটরসাইকেল চালককে স্থানীয়রা আটক করেছেন। এই ঘটনায় থানায় পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
শনিবার, ০৩ মে ২০২৫
নেত্রকোনার কলমাকান্দায় ট্রাকচাপায় এক শিশু, ফরিদপুরের সালথায় নসিমনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক তরুণ, গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী এবং রাজবাড়ীতে মোটরসাইকেল চাপায় এক নারী নিহত হয়েছেন। এই বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
কলমাকান্দা (নেত্রকোনা) : নেত্রকোনার কলমাকান্দায় মায়ের সঙ্গে সড়ক পার হওয়া সময় ট্রাকচাপায় আব্দুল্লাহ নামে ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার হীরাকান্দা এলাকায় হীরাকান্দা মসজিদের পাশে কলমাকান্দা-নেত্রকোনা সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আব্দুল্লাহ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার অনন্তপুর গ্রামের আহাম্মদের ছেলে। সে মায়ের সঙ্গে তার নানাবাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার হীরাকান্দা গ্রামে বেড়াতে এসেছিল। কলমাকান্দা থানার এসআই নজমূল হুদা জানান, চালকসহ ঘাতট ট্রাকটিকে আটক করা হয়েছে। এই ঘটনায় থানায় পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সালথা (ফরিদপুর) : ফরিদপুরের সালথায় ইটবোঝাই নসিমনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে জিসান খান নামে এক তরুণ নিহত হয়েছেন। গত শুক্রবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার কাউলিকান্দা এলাকায় সালথা-ফরিদপুর আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত জিসান জেলার মাতুব্বর উপজেলার গট্টি ইউনিয়নের মোড়হাট গ্রামের মো. হেলাল খান ছেলে। সালথা থানার ওসি (তদন্ত) মারুফ হাসান রাসেল বলেন, দুর্ঘটনার পরপরই ঘাতক নসিমন চালক পালিয়ে গেছেন। এই ঘটনায় থানায় পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুই মোটরসাইকেল আরোহী। গত বৃহস্পতিবার রাত ১০টায় উপজেলার ঢোলভাঙ্গা বাজার এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়কে সেতুর ওপরে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন উপজেলার মহদীপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের সাদা মিয়ার ছেলে শ্রাবণ ও বিষ্ণুপুর গ্রামের আরিফ মন্ডলের ছেলে কৌশিক এবং আহতরা হলেন শ্যামপুর গ্রামের রাজু মিয়ার ছেলে রিফাত ও বিষ্ণুপুর গ্রামের এনামুল হকের ছেলে তৌহিদ। পলাশবাড়ী থানার ওসি মো. জুলফিকার আলী ভূট্টো ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রাজবাড়ী : রাজবাড়ীতে সড়ক পার হওয়ার সময় মোটরসাইকেল চাপায় মনসুরা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ধুঞ্চী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত মনসুরা বেগম ধুঞ্চী গ্রামের সালাম মন্ডলের স্ত্রী। রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সিফাত মাহমুদ জানান, মনসুরা বেগমকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, ঘাতক মোটরসাইকেল চালককে স্থানীয়রা আটক করেছেন। এই ঘটনায় থানায় পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।