হবিগঞ্জের লাখাইয়ে বিষধর সাপের কামড়ে চাঁদনী আক্তার নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। হত বৃহস্পতিবার দুপুরে উপজেলার তেঘরিয়া গ্রামে এই ঘটনা ঘটেছে। নিহত শিশু চাঁদনী আক্তার তেঘরিয়া গ্রামের রাসেল মিয়ার মেয়ে। হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক মোল্লা আবেদুর রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, গত বৃহস্পতিবার সকালে ঘরে খেলা করছিল চাঁদনী। এ সময় হঠাৎ একটি বিষধর সাপ তার পায়ে কামড় দিলে সে বিষয়টি তার মাকে অবগত করলেও, মা গুরুত্ব না দিয়ে তাকে বিছানায় ঘুম পাড়িয়ে দেন। দুপুরে তার অবস্থা গুরুত্ব হলে, তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর, সেখানে কর্তব্যরত চিকিৎসক চাঁদনীকে মৃত ঘোষণা করেন।
শনিবার, ০৩ মে ২০২৫
হবিগঞ্জের লাখাইয়ে বিষধর সাপের কামড়ে চাঁদনী আক্তার নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। হত বৃহস্পতিবার দুপুরে উপজেলার তেঘরিয়া গ্রামে এই ঘটনা ঘটেছে। নিহত শিশু চাঁদনী আক্তার তেঘরিয়া গ্রামের রাসেল মিয়ার মেয়ে। হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক মোল্লা আবেদুর রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, গত বৃহস্পতিবার সকালে ঘরে খেলা করছিল চাঁদনী। এ সময় হঠাৎ একটি বিষধর সাপ তার পায়ে কামড় দিলে সে বিষয়টি তার মাকে অবগত করলেও, মা গুরুত্ব না দিয়ে তাকে বিছানায় ঘুম পাড়িয়ে দেন। দুপুরে তার অবস্থা গুরুত্ব হলে, তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর, সেখানে কর্তব্যরত চিকিৎসক চাঁদনীকে মৃত ঘোষণা করেন।