ঢাকার সাভারে শুকুর আলী সিকদার (৩৪) নামে এক রঙ মিস্ত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার সকালে সাভারের বিরুলিয়া ইউনিয়নের সামাইর এলাকার জয়নাল মেম্বারের বাড়ির পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত শুকুর আলী ওই এলাকার গিয়াস উদ্দিন সিকদারের ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার রবিউল ইসলাম নামের একজনকে আটক করেছে পুলিশ। আটক রবিউল এক সময় শুকুর আলীর সঙ্গে রঙের কাজে সহকর্মী ছিলেন বলে জানা গেছে।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এএসআই) ওবাইদুল ইসলাম বলেন, “রবিবার সকালে এলাকাবাসীর খবরে ঘটনাস্থল থেকে শুকুর আলীর লাশ উদ্ধার করা হয়। তাঁর গলা ও মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, শনিবার রাতের কোনো এক সময়ে তাঁকে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে।”
তিনি আরও জানান, শুকুর ও রবিউলের মধ্যে কাজ নিয়ে পুরনো বিরোধ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই বিরোধ থেকেই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। এ ঘটনায় সাভার মডেল থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রোববার, ০৪ মে ২০২৫
ঢাকার সাভারে শুকুর আলী সিকদার (৩৪) নামে এক রঙ মিস্ত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার সকালে সাভারের বিরুলিয়া ইউনিয়নের সামাইর এলাকার জয়নাল মেম্বারের বাড়ির পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত শুকুর আলী ওই এলাকার গিয়াস উদ্দিন সিকদারের ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার রবিউল ইসলাম নামের একজনকে আটক করেছে পুলিশ। আটক রবিউল এক সময় শুকুর আলীর সঙ্গে রঙের কাজে সহকর্মী ছিলেন বলে জানা গেছে।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এএসআই) ওবাইদুল ইসলাম বলেন, “রবিবার সকালে এলাকাবাসীর খবরে ঘটনাস্থল থেকে শুকুর আলীর লাশ উদ্ধার করা হয়। তাঁর গলা ও মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, শনিবার রাতের কোনো এক সময়ে তাঁকে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে।”
তিনি আরও জানান, শুকুর ও রবিউলের মধ্যে কাজ নিয়ে পুরনো বিরোধ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই বিরোধ থেকেই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। এ ঘটনায় সাভার মডেল থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।