ঝিনাইদহের কালীগঞ্জ নির্মাণাধীন বাড়ির মাটি চাপায় নজরুল ইসলাম নামের এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। গত শনিবার দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম গৌপিনাথপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি ৬নং ত্রিলোচনপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
গ্রামবাসী জানায়, তিনি বিএনপির রাজনীতি করার অপরাধে বিগত সরকারের আমলে বেশ কয়েকটি মামলারও আসামি ছিলেন নজরুল ইসলাম। এজন্য তিনি বাড়ি ছাড়া ছিলেন। এরপর গত ৫ আগস্টের পর বাড়ি আসেন। দুই ছেলের মধ্যে এক ছেলেকে বিদেশে পাঠিয়েছেন। কিছুদিন পূর্বে তিনি বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। নির্মাণাধীন বাড়ির পিলার বাঁকা হওয়ায় মাটি সরিয়ে সেটি পুনরায় মেরামত করার জন্য মাটি খোড়ার কাজ করছিলেন। এ সময় হঠাৎ মাটি ধ্বসে পড়ে চাপা পড়েন তিনি। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে মাটি খুঁড়ে তার মরদেহ উদ্ধার করে। কালীগঞ্জ ফায়ার ও সিভিল ডিফেন্স সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে মাটির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করেন। কালীগঞ্জ থানার শহিদুল ইসলাম হাওলাদার ঘটনায় সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি খুবই কষ্টদায়ক।
রোববার, ০৪ মে ২০২৫
ঝিনাইদহের কালীগঞ্জ নির্মাণাধীন বাড়ির মাটি চাপায় নজরুল ইসলাম নামের এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। গত শনিবার দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম গৌপিনাথপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি ৬নং ত্রিলোচনপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
গ্রামবাসী জানায়, তিনি বিএনপির রাজনীতি করার অপরাধে বিগত সরকারের আমলে বেশ কয়েকটি মামলারও আসামি ছিলেন নজরুল ইসলাম। এজন্য তিনি বাড়ি ছাড়া ছিলেন। এরপর গত ৫ আগস্টের পর বাড়ি আসেন। দুই ছেলের মধ্যে এক ছেলেকে বিদেশে পাঠিয়েছেন। কিছুদিন পূর্বে তিনি বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। নির্মাণাধীন বাড়ির পিলার বাঁকা হওয়ায় মাটি সরিয়ে সেটি পুনরায় মেরামত করার জন্য মাটি খোড়ার কাজ করছিলেন। এ সময় হঠাৎ মাটি ধ্বসে পড়ে চাপা পড়েন তিনি। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে মাটি খুঁড়ে তার মরদেহ উদ্ধার করে। কালীগঞ্জ ফায়ার ও সিভিল ডিফেন্স সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে মাটির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করেন। কালীগঞ্জ থানার শহিদুল ইসলাম হাওলাদার ঘটনায় সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি খুবই কষ্টদায়ক।