alt

সারাদেশ

কোরবানির ঈদ সামনে রেখে সুনামগঞ্জ সীমান্তে গরু চোরাকারবারিরা সক্রিয়

জেলা বার্তা পরিবেশক, সুনামগঞ্জ : রোববার, ০৪ মে ২০২৫

সুনামগঞ্জ : ট্রলার ভর্তি গরু জব্দ -সংবাদ

আসন্ন পবিত্র ঈদুল আজহা কোরবানির ঈদকে টার্গেট করে সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে গরু চোরাকারবারিরা সক্রিয় হয়ে উঠেছে। প্রায় প্রতিদিনই বিভিন্ন সীমান্ত দিয়ে শত শত গরু, মহিষ, ছাগল ভারত থেকে অবৈধভাবে আসছে। পরে সীমান্তের পশুর হাটে এনে বৈধতা দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে সড়ক পথে ও নৌ পথে পাঠানো হয়। সীমান্ত রক্ষা বাহিনীসহ অন্যান্য বাহিনীর সদস্যদের হাতে কিছু আটক হচ্ছে। অভিযোগ রয়েছে কিছু অসাধু বিজিবি, পুলিশ, সংবাদ কর্মীদের ম্যানেজ করেই এসব কর্মকা- দীর্ঘদিন ধরেই চলে আসছে। আসন্ন ঈদ উপলক্ষে চোরাকারবারিদের অপতৎপরতা আরও বৃদ্ধি পেয়েছে। বিগত সরকারের আমলে এসব অবৈধ কাজ কারবার ওপেন সিক্রেট হলেও দেশের পটপরিবর্তন ও বর্তমান বিজিবির অধিনায়কের শক্ত ভূমিকার জন্য অনেকটাই কমে আসছে। কিন্তু থেমে নেই চোরাচালান। শুধু পশু নয়, আরও অনেক পণ্য আসছে।

সুনামগঞ্জের মধ্যনগর সীমান্তে দিয়ে অবৈধভাবে প্রতিদিনই শত শত গরু ও মহিষ, ছাগল, থান কাপড়, কসমেটিক, বিভিন্ন ধরনের মাদক সহ ভারতীয় বিভিন্ন চোরাইপণ্য আসছে। এই সীমান্ত এলাকা এখন চোরাকাবারিদের নিরাপদ রুট হিসেবে পরিণত হয়েছে। সীমান্ত দিয়ে আসা এসব অবৈধ গরু ও মহিষের বৈধতা দিচ্ছে উপজেলার একমাত্র পশুর হাট মহিষখলা বাজারের ইজারদার।

অনুসন্ধানে জানা যায়, সীমান্তে চোরাকারবারিরা প্রতিদিন প্রতিযোগীতামূলক ভাবে সরকারের লক্ষ লক্ষ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে ঝাঁকে ঝাঁকে বাংলাদেশে আনছে গরু—মহিষ। মহিষখলা বাজারের ইজারদারের নিকট থেকে গরু প্রতি ১ হাজার ৫০০ টাকা ও প্রতিটি মহিষের জন্য দুই হাজার টাকা দিয়ে গবাদিপশু ক্রয় বিক্রয়ের হাসিল রশিদ সংগ্রহ করলেই এসব গরু-মহিষ বৈধতা পায়। আর এই হাসিল রশিদের বলেই ভারতীয় গরু-মহিষ বিভিন্ন পরিবহনের মাধ্যমের পাঠিয়ে দেয়া হয় পাশের বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে অনুমোদন বিহীন গবাদিপশুর হাট দাতিয়াপাড়া নতুন বাজার ও ধর্মপাশা বাজার, বারহাট্টা উপজেলার নৈহাটী বাজারসহ দেশের বিভিন্ন প্রান্তে।

সাদ্দাম নামক এক ল্যাইনম্যান পুলিশের নামে চোরাকারবারিদের থেকে টাকা তোলে লাইন ক্লিয়ার করে দেয় এমন অভিযোগ ও রয়েছে। বিজিবির কিছু অসাধু সদস্যদের ও এভাবেই ম্যানেজ করা হয়।

মধ্যনগরের আশিক মিয়া বলেন, বর্তমানে চোরাইপথে ব্যাপক হারে ভারতীয় গরু আনা হচ্ছে। অনেকেই চোরাকারবারীদের সঙ্গে জড়িত আছে। অবৈধ এসব ভারতীয় পশু সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদশে ঢোকার সঙ্গে সঙ্গে মহিষখলা বাজারের গরু হাটের হাসিল রশিদ পেয়ে যান চোরাকারবারি সিন্ডিকেট।

অনুসন্ধানে জানা গেছে, মধ্যনগর উপজেলা প্রশাসনের হাটবাজার ব্যাবস্থাপনা কমিটি টেন্ডারের মাধ্যমে মহিষখলা বাজারটি ১৪৩২ বাংলা ১ বৈশাখ থেকে ৩০ চৈত্র পর্যন্ত একসনা ইজারা প্রদান করেছে। দরদাতা হিসেবে চামরদানী ইউনিয়নের দুগনুই গ্রামের বাসিন্দা এমএ শহীদ মহিষখলা বাজারটি ১ কোটি ৬৬ লাখ টাকায় ইজারা পান।

অভিযোগ রয়েছে মহিষখলা বাজারের গবাদিপশুর হাটকে কেন্দ্র করেই মূলত চোরাকারবারি চক্রটি সক্রিয় রয়েছে। গরু ও মহিষ চোরাকারবারের সঙ্গে মহিষখলা বাজার ইজারাদাররা পরোক্ষ ভাবে জড়িত। এরা স্থানীয়ভাবে প্রভাবশালী তাই এ নিয়ে প্রকাশ্যে কেউ মুখ খুলতে চায় না।

এ বিষয়ে মহিষখলা বাজারের ইজারাদার চামরদানী ইউনিয়নের দুগনুই গ্রামের বাসিন্দা এম এ শহীদ বলেন, আমি কিছুদিন হয় ইজারা নিয়েছি, এসব অবৈধ কাজ কারবার হয় না। পুলিশের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে মধ্যনগর থানার ওসি সজীব রহমান বলেন থানা থেকে সীমান্ত এলাকার অবস্থান অন্তত ২৫ কিলোমিটার। এছাড়া দুর্গম এলাকা সব কিছু নিয়ন্ত্রণ করা খুব মুশকিল।

অন্য দিকে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার সীমান্ত এলাকার গরু চোরাকারবারীরা ও বেশ সক্রিয় হয়ে উঠেছে। ভারতের মেঘালয়ের সীমান্ত দিয়ে বাংলাদেশের দোয়ারাবাজার মৌলার পাড়সহ বিভিন্ন স্থান দিয়ে গরু, ছাগল, মহিষ আসছে। সীমান্তের ঠিক পাশেই বোগলা বাজার পশুর হাট এখানে এনে অবৈধ কে বৈধতা দেয়ার অভিযোগ রয়েছে। প্রতিদিন গভীর রাত থেকে ভোর রাত পর্যন্ত চলে চোরাকারবারিদের তৎপরতা। এই বাজারটি প্রতি বছরই প্রচুর টাকা দিয়ে ইজারা নিয়ে থাকেন। এবারও অনেক টাকায় ইজারা পান ফয়সাল জামান। গত ১১ ফেব্রুয়ারি ২ কোটি ৪০ লক্ষ টাকা দিয়ে সর্বোচ্চ দরদাতা হন। ফয়সাল জামান বোগলা বাজারের বাসিন্দা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুনামগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক। তার সঙ্গে আছেন সিলেট বিভাগের অন্যতম সমন্বয়ক আবু সালেহ নাসিম। গত ২৯ মার্চ এই পশুর হাট ইজারা নিয়ে প্রতিপক্ষ ফয়সাল জামান ও আবু সালেহ নাসিম কে মারপিট করে রক্তাক্ত জখম করে। এ নিয়ে মামলা দায়ের হয়েছে। নির্ভরযোগ্য সূত্র মতে এই হাটের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে অন্তত ৭০-৮০ জন অংশীদার রয়েছেন। গত ৩০ এপ্রিল সুনামগঞ্জ শহরের সাহেব বাড়ি ঘাটসহ সুরমা নদীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান চালিয়ে একটি ইঞ্জিনচালিত স্টিল বডি নৌকা বোঝাই গরু আটক করে। আটককৃত ৯০টি গরুর আনুমানিক বাজার মূল্য পৌনে এক কোটি টাকা। অবৈধভাবে সীমান্তের ওপার থেকে এনে বোগলা বাজারের রশিদের বৈধতা দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে পাঠানোর সময় আটক করা হয় এমনটা জানিয়েছে বিজিবি। পরে গরু গুলো জেলা প্রশাসনের মাধ্যমে স্থানীয়দের জিম্মায় আদালতে নিয়মিত মামলা দায়ের করেন। গত ২ মে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলারব বাংলাবাজার জুমগাও থেকে বিজিবি ৫টি গরু আটক করে। একই দিন তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্তে ২টি গরু আটক করা হয়। ২৭ এপ্রিল দোয়ারাবাজার পেকপাড়া সীমান্তে ৪টি, দক্ষিণ কলোনি থেকে ৭টি গরু আটক হয়। ১৬ এপ্রিল মধ্যনগর উপজেলার বংশীকু-া কড়াইবাড়ি হতে ৫টি গরু, ১৪ ও ১৫ এপ্রিল দুদিনে মধ্যনগর উপজেলার মাটিরাবন ও বাঙ্গাল ভিটা হতে ৯টি গরু, বাঙ্গাল ভিটা বাশতলাথেকে ৪টি গরু ঐদিনই দোয়ারাবাজার উপজেলার পেকপাড়ায় ৫টি ৫ এপ্রিল দোয়ারাবাজার উপজেলার জুমগাঁও থেকে ৩টি, মোকামছড়া থেকে ৩টি, ৪ এপ্রিল মোকামছড়া হতে ৯টি, ২ এপ্রিল দোয়ারাবাজার উপজেলার জুমগাঁও থেকে ৪টি এবং মোকামছড়া হতে ৩টি গরু বিজিবির সদস্যরা আটক করেন। জানা যায়। গত তিন মাসে অন্তত ৫০০ গরু শুধু বিজিবির হাতেই আটক হয়েছে। সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, ঈদকে সামনে রেখে আমাদের টহল জোরদার এবং গোয়েন্দা তৎপরতা আরও বৃদ্ধি করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সুনামগঞ্জ সীমান্তে বিভিন্ন অভিযান চালিয়ে চোরাইপণ্য ও চোরাচালানে জড়িতদের গ্রেপ্তার করছি। আমাদের অভিযান অব্যাহত আছে।

ছবি

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পক্ষে-বিপক্ষে মুরাদনগরে পাল্টাপাল্টি কর্মসূচি

ছবি

চাঁদপুরে মামলার জট কমাচ্ছে লিগ্যাল এইড প্যানেলের ২৮ আইনজীবী

ছবি

সিরাজগঞ্জে বাঙ্গির ন্যায্যমূল্য না পেয়ে বিপাকে কৃষক

গোয়ালন্দে চরমপন্থি নেতা সুশীল হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ধনবাড়ীতে ছাত্রদল কর্মী গ্রেপ্তার

ছবি

শেরপুরে জমজমাট ধান কাটা শ্রমিকের হাট

টঙ্গীতে অবৈধ পার্কিংয়ের চাঁদা নিয়ে সংঘর্ষ, আহত ১০

কুষ্টিয়ায় মাদক সম্রাজ্ঞী কামিনী গ্রেপ্তার

সবচেয়ে বয়স্ক ব্যক্তি ড. স্বামী শিবানন্দ আর নেই

ছবি

মধুপুরে বংশাই নদীর চাড়ালজানি-বোয়ালী পয়েন্টে সেতু নির্মাণে কমবে জনদুর্ভোগ

মাইক্রোবাস থেকে অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২

শেরপুরে জমি দখল ও সন্ত্রাসী তা-বের প্রতিবাদে মানববন্ধন

কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কে রাত্রিকালীন পুলিশের সতর্কতা

চট্টগ্রামের পতেঙ্গায় নারী-শিশুসহ ৩৫ রোহিঙ্গা আটক

রায়গঞ্জে বন্দিদশা থেকে কৌশলে বের হলো নারী ও বৃদ্ধ, মামলা দায়ের

মশা নিয়ন্ত্রণে ফগার স্প্রে কার্যক্রম শুরু

ছবি

ডিমলায় কাজ শেষ না হতেই সড়কে ফাটল

সেফটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে শ্রমিকের মৃত্যু

গলাচিপায় ব্রিজের কাজ দ্রুত করার দাবিতে মানববন্ধন

ছবি

যমুনায় পানি বৃদ্ধি, তলিয়ে গেজেলা

সাভারে রং মিস্ত্রিকে কুপিয়ে হত্যা

জাল টাকাসহ গ্রেপ্তার ৩

পাথরঘাটায় সাধারণ ঘটনায় তিন শিক্ষকের ওপর হামলা, শ্রমিক দল নেতার নামে মামলা

কুষ্টিয়ায় আইসক্রিমে ক্ষতিকর কেমিক্যাল, জরিমানা

অবৈধভাবে ভারতে প্রবেশ, নারী-শিশুসহ আটক ৪৪

চিলমারী-রৌমারী নৌ রুটে ফেরি চলাচল শুরু

ছবি

মোরেলগঞ্জে দুর্বৃত্তের আগুনে সর্বস্বান্ত বৃদ্ধা আম্বিয়া

ছবি

সয়াবিনের বাম্পার ফলন হলেও দামে হতাশ কৃষক

অন্তর্বর্তীকালীন সরকার স্থায়ী হতে পারে না- ড. মঈন খান

নিখোঁজের তিন দিন পর কিশোরের লাশ উদ্ধার

ছবি

সাতক্ষীরায় কেমিক্যালে পাকানো আম জব্দ করে বৈষম্যবিরোধী ছাত্ররা

নির্মাণাধীন বাড়ির মাটিচাপায় যুবদল নেতার মৃত্যু

নোয়াখালীতে ছাত্রদল নেতার চাঁদা দাবির ভয়েস রের্কড ভাইরাল

ছবি

বোদায় বাদাম চাষে ঝুঁকেছে কৃষক

ছবি

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বাড়ছে দেশি বিদেশি পর্যটক

ছবি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে জ্বালানি উপদেষ্টা

tab

সারাদেশ

কোরবানির ঈদ সামনে রেখে সুনামগঞ্জ সীমান্তে গরু চোরাকারবারিরা সক্রিয়

জেলা বার্তা পরিবেশক, সুনামগঞ্জ

সুনামগঞ্জ : ট্রলার ভর্তি গরু জব্দ -সংবাদ

রোববার, ০৪ মে ২০২৫

আসন্ন পবিত্র ঈদুল আজহা কোরবানির ঈদকে টার্গেট করে সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে গরু চোরাকারবারিরা সক্রিয় হয়ে উঠেছে। প্রায় প্রতিদিনই বিভিন্ন সীমান্ত দিয়ে শত শত গরু, মহিষ, ছাগল ভারত থেকে অবৈধভাবে আসছে। পরে সীমান্তের পশুর হাটে এনে বৈধতা দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে সড়ক পথে ও নৌ পথে পাঠানো হয়। সীমান্ত রক্ষা বাহিনীসহ অন্যান্য বাহিনীর সদস্যদের হাতে কিছু আটক হচ্ছে। অভিযোগ রয়েছে কিছু অসাধু বিজিবি, পুলিশ, সংবাদ কর্মীদের ম্যানেজ করেই এসব কর্মকা- দীর্ঘদিন ধরেই চলে আসছে। আসন্ন ঈদ উপলক্ষে চোরাকারবারিদের অপতৎপরতা আরও বৃদ্ধি পেয়েছে। বিগত সরকারের আমলে এসব অবৈধ কাজ কারবার ওপেন সিক্রেট হলেও দেশের পটপরিবর্তন ও বর্তমান বিজিবির অধিনায়কের শক্ত ভূমিকার জন্য অনেকটাই কমে আসছে। কিন্তু থেমে নেই চোরাচালান। শুধু পশু নয়, আরও অনেক পণ্য আসছে।

সুনামগঞ্জের মধ্যনগর সীমান্তে দিয়ে অবৈধভাবে প্রতিদিনই শত শত গরু ও মহিষ, ছাগল, থান কাপড়, কসমেটিক, বিভিন্ন ধরনের মাদক সহ ভারতীয় বিভিন্ন চোরাইপণ্য আসছে। এই সীমান্ত এলাকা এখন চোরাকাবারিদের নিরাপদ রুট হিসেবে পরিণত হয়েছে। সীমান্ত দিয়ে আসা এসব অবৈধ গরু ও মহিষের বৈধতা দিচ্ছে উপজেলার একমাত্র পশুর হাট মহিষখলা বাজারের ইজারদার।

অনুসন্ধানে জানা যায়, সীমান্তে চোরাকারবারিরা প্রতিদিন প্রতিযোগীতামূলক ভাবে সরকারের লক্ষ লক্ষ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে ঝাঁকে ঝাঁকে বাংলাদেশে আনছে গরু—মহিষ। মহিষখলা বাজারের ইজারদারের নিকট থেকে গরু প্রতি ১ হাজার ৫০০ টাকা ও প্রতিটি মহিষের জন্য দুই হাজার টাকা দিয়ে গবাদিপশু ক্রয় বিক্রয়ের হাসিল রশিদ সংগ্রহ করলেই এসব গরু-মহিষ বৈধতা পায়। আর এই হাসিল রশিদের বলেই ভারতীয় গরু-মহিষ বিভিন্ন পরিবহনের মাধ্যমের পাঠিয়ে দেয়া হয় পাশের বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে অনুমোদন বিহীন গবাদিপশুর হাট দাতিয়াপাড়া নতুন বাজার ও ধর্মপাশা বাজার, বারহাট্টা উপজেলার নৈহাটী বাজারসহ দেশের বিভিন্ন প্রান্তে।

সাদ্দাম নামক এক ল্যাইনম্যান পুলিশের নামে চোরাকারবারিদের থেকে টাকা তোলে লাইন ক্লিয়ার করে দেয় এমন অভিযোগ ও রয়েছে। বিজিবির কিছু অসাধু সদস্যদের ও এভাবেই ম্যানেজ করা হয়।

মধ্যনগরের আশিক মিয়া বলেন, বর্তমানে চোরাইপথে ব্যাপক হারে ভারতীয় গরু আনা হচ্ছে। অনেকেই চোরাকারবারীদের সঙ্গে জড়িত আছে। অবৈধ এসব ভারতীয় পশু সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদশে ঢোকার সঙ্গে সঙ্গে মহিষখলা বাজারের গরু হাটের হাসিল রশিদ পেয়ে যান চোরাকারবারি সিন্ডিকেট।

অনুসন্ধানে জানা গেছে, মধ্যনগর উপজেলা প্রশাসনের হাটবাজার ব্যাবস্থাপনা কমিটি টেন্ডারের মাধ্যমে মহিষখলা বাজারটি ১৪৩২ বাংলা ১ বৈশাখ থেকে ৩০ চৈত্র পর্যন্ত একসনা ইজারা প্রদান করেছে। দরদাতা হিসেবে চামরদানী ইউনিয়নের দুগনুই গ্রামের বাসিন্দা এমএ শহীদ মহিষখলা বাজারটি ১ কোটি ৬৬ লাখ টাকায় ইজারা পান।

অভিযোগ রয়েছে মহিষখলা বাজারের গবাদিপশুর হাটকে কেন্দ্র করেই মূলত চোরাকারবারি চক্রটি সক্রিয় রয়েছে। গরু ও মহিষ চোরাকারবারের সঙ্গে মহিষখলা বাজার ইজারাদাররা পরোক্ষ ভাবে জড়িত। এরা স্থানীয়ভাবে প্রভাবশালী তাই এ নিয়ে প্রকাশ্যে কেউ মুখ খুলতে চায় না।

এ বিষয়ে মহিষখলা বাজারের ইজারাদার চামরদানী ইউনিয়নের দুগনুই গ্রামের বাসিন্দা এম এ শহীদ বলেন, আমি কিছুদিন হয় ইজারা নিয়েছি, এসব অবৈধ কাজ কারবার হয় না। পুলিশের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে মধ্যনগর থানার ওসি সজীব রহমান বলেন থানা থেকে সীমান্ত এলাকার অবস্থান অন্তত ২৫ কিলোমিটার। এছাড়া দুর্গম এলাকা সব কিছু নিয়ন্ত্রণ করা খুব মুশকিল।

অন্য দিকে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার সীমান্ত এলাকার গরু চোরাকারবারীরা ও বেশ সক্রিয় হয়ে উঠেছে। ভারতের মেঘালয়ের সীমান্ত দিয়ে বাংলাদেশের দোয়ারাবাজার মৌলার পাড়সহ বিভিন্ন স্থান দিয়ে গরু, ছাগল, মহিষ আসছে। সীমান্তের ঠিক পাশেই বোগলা বাজার পশুর হাট এখানে এনে অবৈধ কে বৈধতা দেয়ার অভিযোগ রয়েছে। প্রতিদিন গভীর রাত থেকে ভোর রাত পর্যন্ত চলে চোরাকারবারিদের তৎপরতা। এই বাজারটি প্রতি বছরই প্রচুর টাকা দিয়ে ইজারা নিয়ে থাকেন। এবারও অনেক টাকায় ইজারা পান ফয়সাল জামান। গত ১১ ফেব্রুয়ারি ২ কোটি ৪০ লক্ষ টাকা দিয়ে সর্বোচ্চ দরদাতা হন। ফয়সাল জামান বোগলা বাজারের বাসিন্দা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুনামগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক। তার সঙ্গে আছেন সিলেট বিভাগের অন্যতম সমন্বয়ক আবু সালেহ নাসিম। গত ২৯ মার্চ এই পশুর হাট ইজারা নিয়ে প্রতিপক্ষ ফয়সাল জামান ও আবু সালেহ নাসিম কে মারপিট করে রক্তাক্ত জখম করে। এ নিয়ে মামলা দায়ের হয়েছে। নির্ভরযোগ্য সূত্র মতে এই হাটের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে অন্তত ৭০-৮০ জন অংশীদার রয়েছেন। গত ৩০ এপ্রিল সুনামগঞ্জ শহরের সাহেব বাড়ি ঘাটসহ সুরমা নদীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান চালিয়ে একটি ইঞ্জিনচালিত স্টিল বডি নৌকা বোঝাই গরু আটক করে। আটককৃত ৯০টি গরুর আনুমানিক বাজার মূল্য পৌনে এক কোটি টাকা। অবৈধভাবে সীমান্তের ওপার থেকে এনে বোগলা বাজারের রশিদের বৈধতা দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে পাঠানোর সময় আটক করা হয় এমনটা জানিয়েছে বিজিবি। পরে গরু গুলো জেলা প্রশাসনের মাধ্যমে স্থানীয়দের জিম্মায় আদালতে নিয়মিত মামলা দায়ের করেন। গত ২ মে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলারব বাংলাবাজার জুমগাও থেকে বিজিবি ৫টি গরু আটক করে। একই দিন তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্তে ২টি গরু আটক করা হয়। ২৭ এপ্রিল দোয়ারাবাজার পেকপাড়া সীমান্তে ৪টি, দক্ষিণ কলোনি থেকে ৭টি গরু আটক হয়। ১৬ এপ্রিল মধ্যনগর উপজেলার বংশীকু-া কড়াইবাড়ি হতে ৫টি গরু, ১৪ ও ১৫ এপ্রিল দুদিনে মধ্যনগর উপজেলার মাটিরাবন ও বাঙ্গাল ভিটা হতে ৯টি গরু, বাঙ্গাল ভিটা বাশতলাথেকে ৪টি গরু ঐদিনই দোয়ারাবাজার উপজেলার পেকপাড়ায় ৫টি ৫ এপ্রিল দোয়ারাবাজার উপজেলার জুমগাঁও থেকে ৩টি, মোকামছড়া থেকে ৩টি, ৪ এপ্রিল মোকামছড়া হতে ৯টি, ২ এপ্রিল দোয়ারাবাজার উপজেলার জুমগাঁও থেকে ৪টি এবং মোকামছড়া হতে ৩টি গরু বিজিবির সদস্যরা আটক করেন। জানা যায়। গত তিন মাসে অন্তত ৫০০ গরু শুধু বিজিবির হাতেই আটক হয়েছে। সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, ঈদকে সামনে রেখে আমাদের টহল জোরদার এবং গোয়েন্দা তৎপরতা আরও বৃদ্ধি করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সুনামগঞ্জ সীমান্তে বিভিন্ন অভিযান চালিয়ে চোরাইপণ্য ও চোরাচালানে জড়িতদের গ্রেপ্তার করছি। আমাদের অভিযান অব্যাহত আছে।

back to top