চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা মুসলিমাবাদ বেড়িবাঁধ এলাকা থেকে নারী ও শিশুসহ ৩৫ জন রোহিঙ্গাকে আটক করেছে র্যাব-৭। শনিবার সকালে গোপন খবরের ভিত্তিতে তাদের আটক করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন।
তিনি বলেন, মিয়ানমার থেকে বোটে করে বেশ কিছু রোহিঙ্গা পতেঙ্গা ঘাট দিয়ে অনুপ্রবেশ করছে; এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নারী-শিশু ও পুরুষসহ মোট ৩৫জনকে আটক করা হয়।
আটককৃতদের পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। তবে রোহিঙ্গাগুলো কোথা থেকে এসেছে তা এখনও নিশ্চিত বলা যাচ্ছে না। ওরা কি ভাসানচর থেকে এসেছে নাকি মিয়ানমার থেকে এসে শহরে প্রবেশ করতে চেয়েছিল এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ পরবর্তী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এদিকে আটক রোহিঙ্গাদের কয়েকজন জানান, তারা প্রতিজন ২ হাজার টাকার বিনিময়ে মিয়ানমার থেকে দালালের মাধ্যমে শহরে প্রবেশ করেছে।
রোববার, ০৪ মে ২০২৫
চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা মুসলিমাবাদ বেড়িবাঁধ এলাকা থেকে নারী ও শিশুসহ ৩৫ জন রোহিঙ্গাকে আটক করেছে র্যাব-৭। শনিবার সকালে গোপন খবরের ভিত্তিতে তাদের আটক করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন।
তিনি বলেন, মিয়ানমার থেকে বোটে করে বেশ কিছু রোহিঙ্গা পতেঙ্গা ঘাট দিয়ে অনুপ্রবেশ করছে; এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নারী-শিশু ও পুরুষসহ মোট ৩৫জনকে আটক করা হয়।
আটককৃতদের পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। তবে রোহিঙ্গাগুলো কোথা থেকে এসেছে তা এখনও নিশ্চিত বলা যাচ্ছে না। ওরা কি ভাসানচর থেকে এসেছে নাকি মিয়ানমার থেকে এসে শহরে প্রবেশ করতে চেয়েছিল এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ পরবর্তী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এদিকে আটক রোহিঙ্গাদের কয়েকজন জানান, তারা প্রতিজন ২ হাজার টাকার বিনিময়ে মিয়ানমার থেকে দালালের মাধ্যমে শহরে প্রবেশ করেছে।