শাহজাদপুর উপজেলার গঙ্গাপ্রসাদ গ্রামসংলগ্ন বগুড়া-নগরবাড়ি মহাসড়কে মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে আব্দুস সামাদ (৬৫) নামে অবসরপ্রাপ্ত এক মাদ্রাসা সুপার নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী শিক্ষক হাদিসুর রহমান (৫০)কে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত আব্দুস সামাদ পাবনার চাটমোহর উপজেলার চরনবীন দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত সুপার ও একই উপজেলার হরিপুর গ্রামের বাসিন্দা।
জানা গেছে, আব্দুস সামাদ ও শিক্ষক হাদিসুর রহমান গতকাল রোববার মোটরসাইকেল যোগে পাবনার চাটমোহর থেকে শাহজাদপুর উপজেলার বাছড়া গ্রামে আত্মীয় বাড়িতে যাচ্ছিলেন। এদিন দুপুর একটার দিকে বগুড়া নগরবাড়ি মহাসড়কের উপজেলার গঙ্গাপ্রসাদ নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে ওই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক আব্দুস সামাদ ও আরোহী হাদিসুর রহমান গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আশংকাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুস সামাদকে মৃত বলে ঘোষণা করেন। এ বিষয়ে সোমবার,(৫ এপ্রিল ২০২৫) থানার অফিসার ইনচার্জ আছলাম আলী জানান, কোন অভিযোগ না থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে নিহতর মরদেহ উদ্ধার করে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার, ০৫ মে ২০২৫
শাহজাদপুর উপজেলার গঙ্গাপ্রসাদ গ্রামসংলগ্ন বগুড়া-নগরবাড়ি মহাসড়কে মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে আব্দুস সামাদ (৬৫) নামে অবসরপ্রাপ্ত এক মাদ্রাসা সুপার নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী শিক্ষক হাদিসুর রহমান (৫০)কে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত আব্দুস সামাদ পাবনার চাটমোহর উপজেলার চরনবীন দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত সুপার ও একই উপজেলার হরিপুর গ্রামের বাসিন্দা।
জানা গেছে, আব্দুস সামাদ ও শিক্ষক হাদিসুর রহমান গতকাল রোববার মোটরসাইকেল যোগে পাবনার চাটমোহর থেকে শাহজাদপুর উপজেলার বাছড়া গ্রামে আত্মীয় বাড়িতে যাচ্ছিলেন। এদিন দুপুর একটার দিকে বগুড়া নগরবাড়ি মহাসড়কের উপজেলার গঙ্গাপ্রসাদ নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে ওই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক আব্দুস সামাদ ও আরোহী হাদিসুর রহমান গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আশংকাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুস সামাদকে মৃত বলে ঘোষণা করেন। এ বিষয়ে সোমবার,(৫ এপ্রিল ২০২৫) থানার অফিসার ইনচার্জ আছলাম আলী জানান, কোন অভিযোগ না থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে নিহতর মরদেহ উদ্ধার করে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।