রাউজান (চট্টগ্রাম) : হালদা নদীতে ভেসে ওঠা মরা মাছ -সংবাদ
চলছে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে মা মাছ ডিম ছাড়ার ভরা মৌসুম। পূর্ণিমার বা অমাবস্যার জোঁতে পরিবেশ অনুকূলে থাকলে অর্থাৎ বজ্রপাতসহ পর্যাপ্ত বৃষ্টি হয়ে ও পাহাড়ি ঢল নেমে আসলে ডিম দিবে কার্প জাতীয় মা মাছ। ইতোমধ্যে নৌকা আর বিশেষ জাল প্রস্তুত করেছেন আহরণকারীরা। তবে এর মাঝে এক বড় দুঃসবাদ এলো হালদার পাড় থেকে। প্রজনন মৌসুমেই হালদা নদী থেকে প্রায় ৫ কেজি ওজনের একটি মৃত কাতলা মাছ উদ্ধার করেছে স্থানীয়রা। গতকাল রোববার বিকেল ৩টার দিকে হাটহাজারি উপজেলার মাদার্শা এলাকার মুন্সিমাঝির ঘাটের পাশে নদীতে মৃত কাতলা মাছ ভাসতে দেখে এটি উদ্ধার করে তীরে নিয়ে আসেন স্থানীয় রোসাঙ্গীর আলম ও মোহাম্মদ আনেয়ার। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন।
তিনি জানান, প্রাথমিকভাবে আঘাতজনিত কারণে মাছটি মারা গেছে বলে প্রতীয়মান হয়েছে। মাছের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পচে যাওয়ায় স্থানীয়দের সহযোগিতায় এটিকে পর্যবেক্ষণ শেষে মাটি চাপা দেয়া হয়। এবিষয়ে হালদা গবেষক ড. মো. শফিকুল ইসলাম বলেন, বর্তমানে হালদায় চলছে কার্পজাতীয় মা মাছের ভরা প্রজনন মৌসুম। এমন সময়ে হালদা নদী থেকে একটি মৃত কাতলা মা মাছ উদ্ধার করা খুবই দুঃখজনক। কার্পজাতীয় মা মাছ যেন নিরাপদে ডিম ছাড়তে পারে তাই মা মাছ রক্ষা ও দূষণ থেকে হালদা নদীর জলজ বাস্তুতন্ত্রকে স্বাভাবিক রাখতে হালদা ও তার শাখা খালগুলোতে প্রশাসনিকভাবে নিয়মিত অভিযান ও স্থানীয়ভাবে নজরদারি বৃদ্ধি করতে হবে। পরিবেশ অনুকুলে থাকলে অর্থাৎ বজ্রপাতসহ পর্যাপ্ত বৃষ্টি ও পাহাড়ী ঢল নেমে আসলে চলতি মাসের পূর্ণিমার জোঁতে (১০- ১৪ মে) না হয় অমাবস্যার জোঁতে (২৫-২৯ মে) হালদা নদীতে মেজর কার্পজাতীয় মা মাছের ডিম ছাড়ার সম্ভাবনা রয়েছে।
রাউজান (চট্টগ্রাম) : হালদা নদীতে ভেসে ওঠা মরা মাছ -সংবাদ
সোমবার, ০৫ মে ২০২৫
চলছে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে মা মাছ ডিম ছাড়ার ভরা মৌসুম। পূর্ণিমার বা অমাবস্যার জোঁতে পরিবেশ অনুকূলে থাকলে অর্থাৎ বজ্রপাতসহ পর্যাপ্ত বৃষ্টি হয়ে ও পাহাড়ি ঢল নেমে আসলে ডিম দিবে কার্প জাতীয় মা মাছ। ইতোমধ্যে নৌকা আর বিশেষ জাল প্রস্তুত করেছেন আহরণকারীরা। তবে এর মাঝে এক বড় দুঃসবাদ এলো হালদার পাড় থেকে। প্রজনন মৌসুমেই হালদা নদী থেকে প্রায় ৫ কেজি ওজনের একটি মৃত কাতলা মাছ উদ্ধার করেছে স্থানীয়রা। গতকাল রোববার বিকেল ৩টার দিকে হাটহাজারি উপজেলার মাদার্শা এলাকার মুন্সিমাঝির ঘাটের পাশে নদীতে মৃত কাতলা মাছ ভাসতে দেখে এটি উদ্ধার করে তীরে নিয়ে আসেন স্থানীয় রোসাঙ্গীর আলম ও মোহাম্মদ আনেয়ার। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন।
তিনি জানান, প্রাথমিকভাবে আঘাতজনিত কারণে মাছটি মারা গেছে বলে প্রতীয়মান হয়েছে। মাছের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পচে যাওয়ায় স্থানীয়দের সহযোগিতায় এটিকে পর্যবেক্ষণ শেষে মাটি চাপা দেয়া হয়। এবিষয়ে হালদা গবেষক ড. মো. শফিকুল ইসলাম বলেন, বর্তমানে হালদায় চলছে কার্পজাতীয় মা মাছের ভরা প্রজনন মৌসুম। এমন সময়ে হালদা নদী থেকে একটি মৃত কাতলা মা মাছ উদ্ধার করা খুবই দুঃখজনক। কার্পজাতীয় মা মাছ যেন নিরাপদে ডিম ছাড়তে পারে তাই মা মাছ রক্ষা ও দূষণ থেকে হালদা নদীর জলজ বাস্তুতন্ত্রকে স্বাভাবিক রাখতে হালদা ও তার শাখা খালগুলোতে প্রশাসনিকভাবে নিয়মিত অভিযান ও স্থানীয়ভাবে নজরদারি বৃদ্ধি করতে হবে। পরিবেশ অনুকুলে থাকলে অর্থাৎ বজ্রপাতসহ পর্যাপ্ত বৃষ্টি ও পাহাড়ী ঢল নেমে আসলে চলতি মাসের পূর্ণিমার জোঁতে (১০- ১৪ মে) না হয় অমাবস্যার জোঁতে (২৫-২৯ মে) হালদা নদীতে মেজর কার্পজাতীয় মা মাছের ডিম ছাড়ার সম্ভাবনা রয়েছে।