মুন্সীগঞ্জ : বাংলাবাজার ইউনিয়নের চরবানিয়াল মৌজায় আদালতের নির্দেশ অমান্য করে চলছে পাকা স্থাপনা নির্মাণের কাজ -সংবাদ
মুন্সীগঞ্জে বিএনপির দুই নেতার বিরুদ্ধে অন্যের জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। আদালতের আদেশ অমান্য করে তারা নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চরবানিয়াল মৌজায় এই ঘটনা ঘটেছে। অভিযুক্ত দুজন হলেন সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা গোলাম মর্তুজা সরকার এবং তার ছেলে ইউনিয়ন বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন সরকার বাবু। গত বুধবার অভিযোগের বিষয়ে তদন্তে গিয়ে পাকা স্থাপনা নির্মাণকাজ চালু রাখার সত্যতা পেয়েছে পুলিশ।
জানা গেছে, মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চরবানিয়াল মৌজায় ১৮৬ শতাংশ জায়গার মালিক দেলোয়ার হোসেন গং। ওই সম্পত্তির দখল নিয়ে বিএনপি নেতা মর্তুজা এবং মোয়াজ্জেম পাকা স্থাপনা নির্মাণ শুরু করেন। এতে আদালতের দ্বারস্থ হন দেলোয়ার হোসেন।
গত মঙ্গলবার সদর সিনিয়র সহকারী জজ আদালত সেখানে স্থিতিবস্থা বজায় রাখার আদেশ দেন। কিন্তু বিএনপির ২ নেতা বুধবার সকাল থেকে পাকা স্থাপনা নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। ভুক্তভোগী দেলোয়ার হোসেন অভিযোগ করে বলেন, পৈতৃক সূত্রে তিনি এই জায়গার মালিক। এর মধ্যে তার শরিকের কাছ থেকে কিছু পরিমাণ জমি কিনেছেন সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মর্তুজা। অথচ তার সম্পত্তিতে তারা জোর করে পাকা স্থাপনা নির্মাণ করছেন। গোলাম মর্তুজার ছেলে মোয়াজ্জেম হোসেন সন্ত্রাসী বাহিনী নিয়ে এই নির্মাণকাজের নেতৃত্ব দিচ্ছেন। তবে অভিযোগ অস্বীকার করে বাংলাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন সরকার বাবু বলেন, জায়গাটির মালিক তারা। গত ১৭ বছর ধরে তারা এই জায়গা ভোগ-দখল করছেন। তাই তারা এই জমিতে দোকান-পাট নির্মাণ করছেন। আদালতের নিষেধাজ্ঞার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, খুব শিগগিরই এই নিষেধাজ্ঞা উঠে যাবে।
এই বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম বলেন, তদন্ত শেষে এই ব্যাপারে থানায় পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মুন্সীগঞ্জ : বাংলাবাজার ইউনিয়নের চরবানিয়াল মৌজায় আদালতের নির্দেশ অমান্য করে চলছে পাকা স্থাপনা নির্মাণের কাজ -সংবাদ
সোমবার, ০৫ মে ২০২৫
মুন্সীগঞ্জে বিএনপির দুই নেতার বিরুদ্ধে অন্যের জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। আদালতের আদেশ অমান্য করে তারা নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চরবানিয়াল মৌজায় এই ঘটনা ঘটেছে। অভিযুক্ত দুজন হলেন সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা গোলাম মর্তুজা সরকার এবং তার ছেলে ইউনিয়ন বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন সরকার বাবু। গত বুধবার অভিযোগের বিষয়ে তদন্তে গিয়ে পাকা স্থাপনা নির্মাণকাজ চালু রাখার সত্যতা পেয়েছে পুলিশ।
জানা গেছে, মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চরবানিয়াল মৌজায় ১৮৬ শতাংশ জায়গার মালিক দেলোয়ার হোসেন গং। ওই সম্পত্তির দখল নিয়ে বিএনপি নেতা মর্তুজা এবং মোয়াজ্জেম পাকা স্থাপনা নির্মাণ শুরু করেন। এতে আদালতের দ্বারস্থ হন দেলোয়ার হোসেন।
গত মঙ্গলবার সদর সিনিয়র সহকারী জজ আদালত সেখানে স্থিতিবস্থা বজায় রাখার আদেশ দেন। কিন্তু বিএনপির ২ নেতা বুধবার সকাল থেকে পাকা স্থাপনা নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। ভুক্তভোগী দেলোয়ার হোসেন অভিযোগ করে বলেন, পৈতৃক সূত্রে তিনি এই জায়গার মালিক। এর মধ্যে তার শরিকের কাছ থেকে কিছু পরিমাণ জমি কিনেছেন সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মর্তুজা। অথচ তার সম্পত্তিতে তারা জোর করে পাকা স্থাপনা নির্মাণ করছেন। গোলাম মর্তুজার ছেলে মোয়াজ্জেম হোসেন সন্ত্রাসী বাহিনী নিয়ে এই নির্মাণকাজের নেতৃত্ব দিচ্ছেন। তবে অভিযোগ অস্বীকার করে বাংলাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন সরকার বাবু বলেন, জায়গাটির মালিক তারা। গত ১৭ বছর ধরে তারা এই জায়গা ভোগ-দখল করছেন। তাই তারা এই জমিতে দোকান-পাট নির্মাণ করছেন। আদালতের নিষেধাজ্ঞার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, খুব শিগগিরই এই নিষেধাজ্ঞা উঠে যাবে।
এই বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম বলেন, তদন্ত শেষে এই ব্যাপারে থানায় পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।