নোয়াখালীর কোম্পানীগঞ্জে জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে দেশীয় অস্ত্র নিয়ে বসতবাড়িতে ঢুকে হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নারীসহ ৩ জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার সকালে উপজেলার চর হাজারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাবিব উল্লাহ সওদাগর বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন হাবিব উল্লাহ সওদাগর বাড়ির রহমত উল্যার ছোট ছেলে আশফাকুর রহমান, বড় ছেলে জোবায়ের হোসেন এবং আনছার আলীর স্ত্রী বিবি খাদিজা আক্তার। আহতদের মধ্যে জোবায়ের হোসেনকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এই বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী ফৌজুল আজীম বলেন, এই ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে এই ঘটনায় থানায় পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সোমবার, ০৫ মে ২০২৫
নোয়াখালীর কোম্পানীগঞ্জে জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে দেশীয় অস্ত্র নিয়ে বসতবাড়িতে ঢুকে হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নারীসহ ৩ জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার সকালে উপজেলার চর হাজারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাবিব উল্লাহ সওদাগর বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন হাবিব উল্লাহ সওদাগর বাড়ির রহমত উল্যার ছোট ছেলে আশফাকুর রহমান, বড় ছেলে জোবায়ের হোসেন এবং আনছার আলীর স্ত্রী বিবি খাদিজা আক্তার। আহতদের মধ্যে জোবায়ের হোসেনকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এই বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী ফৌজুল আজীম বলেন, এই ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে এই ঘটনায় থানায় পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।