রাজবাড়ীর পাংশায় পূর্ব শত্রুতার জের ধরে রাশিদুল ইসলাম নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত শনিবার সকালে উপজেলার পাট্টা ইউনিয়নের নিভা গ্রামে এই ঘটনা ঘটেছে। নিহত রাশিদুল ইসলাম পাট্টা গ্রামের কিয়ামদ্দিন ম-লের ছেলে। তিনি পোশায় একজন কৃষক ছিলেন। গত শনিবার সকাল ৯টায় তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষের লোকজন। পরে দুপুর ১২টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন জানান, এই ঘটনায় খালিদ নামে একজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের মামলা দায়েরের প্রেক্ষিতে এই ঘটনায় থানায় পরবর্তী প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
সোমবার, ০৫ মে ২০২৫
রাজবাড়ীর পাংশায় পূর্ব শত্রুতার জের ধরে রাশিদুল ইসলাম নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত শনিবার সকালে উপজেলার পাট্টা ইউনিয়নের নিভা গ্রামে এই ঘটনা ঘটেছে। নিহত রাশিদুল ইসলাম পাট্টা গ্রামের কিয়ামদ্দিন ম-লের ছেলে। তিনি পোশায় একজন কৃষক ছিলেন। গত শনিবার সকাল ৯টায় তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষের লোকজন। পরে দুপুর ১২টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন জানান, এই ঘটনায় খালিদ নামে একজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের মামলা দায়েরের প্রেক্ষিতে এই ঘটনায় থানায় পরবর্তী প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।