টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বালিয়াটা থেকে মুনোটিয়া মসজিদ পর্যন্ত ১৬শ’ মিটার রিপেয়ারিং রাস্তা এবং হাসড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে গুহ কোনাবাড়ী পর্যন্ত এক কিলোমিটার ও পাইকড়া বাজার থেকে কালোহা কবরস্থান পর্যন্ত দুই কিলোমিটার রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে। স্থানীয়রা দফায় দফায় মানসম্মত কাজের দাবি জানালেও, মানছে না ঠিকাদারী প্রতিষ্ঠান। এতে করে নষ্ট হচ্ছে সরকারের কোটি কোটি টাকা।
২০২৩-২৪ অর্থবছরের টাঙ্গাইলের কালিহাতী উপজেলারভুক্তা ব্রিজ পার থেকে মুনোটিয়া মসজিদ পর্যন্ত ৬ কিলোমিটার রিফারিং রাস্তার কাজের টেন্ডার দেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
১২ কোটি টাকা ব্যয়ে ৬ কিলোমিটার ওই রাস্তার নির্মাণের কাজটি পায় মেসার্স দাস এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান প্রোপাইটর ভানু বাবু। একই অর্থ বছরের উপজেলার পাইকড়া বাজার থেকে কালোহা বাজার হয়ে কালোহা কবরস্থানে পর্যন্ত রিফারিং রাস্তার কাজের টেন্ডার দেয় এক কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে ২ কিলোমিটার ওই রাস্তার নির্মাণের কাজটি পায় মেসার্স এসবি ট্রেডার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান।
সাবেক ইউপি সদস্য জালাল উদ্দীন বলেন, নিম্নমানের খোয়া এক বছর আগে ট্যাগ দিয়ে রাখা ছিল সেই খোয়া দিয়ে কাজ করার সময় আমিসহ এলাকাবাসীর পক্ষ থেকে কয়েকজন বাধা দিলেও সেটাকে কর্ণপাত না করে কাজ চালিয়ে যাচ্ছে।
দুই দিন আগে পাইকড়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জসিম এসে কাজ বন্ধ করতে বলা হলে কিছুক্ষণের জন্য বন্ধ রাখলেও তারপর থেকে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ চলমান রয়েছে। রাস্তা দিয়ে হেঁটে যাওয়া এক পথচারী জানান, নিম্নমানের ইটের খোয়া এবং পোড়া মাটি মিশ্রিত খোয়া দিয়ে কাজ করছে ঠিকাদারী প্রতিষ্ঠান।
বাজারের একাধিক দোকান মালিকরা বলেন, একদিকে নিম্নমানের কাজ অন্যদিকে লম্বা সময় যাবত রাস্তার কাজ শেষ না করায় ইটের খোয়া গাড়ি চাকার চাপে ধুলাবালিতে পরিণত হয়েছে।
রাস্তার উড়ন্ত ধুলাবলির কারণে আশপাশের বাসা বাড়ি ও দোকানপাট লাল রঙে পরিণত হয়েছে। রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় গাড়ির বাতাস লেগে পোশাক এবং শরীরের কালার পরিবর্তন হয়ে যায়।
বিগত ২০১৭-১৮ অর্থবছরের টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের গুহ কোনাবাড়ী থেকে হাসড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হাসড়া পূর্ব দক্ষিণ পাড়া কবরস্থান পর্যন্ত রাস্তা পাকাকরণ কাজের টেন্ডার দেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এক কোটি টাকা ব্যয়ে এক কিলোমিটার ওই রাস্তার নির্মাণের কাজটি পায় মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রোপাইটর শামস উদ্দিন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, হাসড়া রাস্তাটি ২০১৭ সালে টেন্ডার হয়। কাজ শুরু হলে থেমে থেমে কাজ করা হলেও এ পর্যন্ত নির্মাণের কাজ হচ্ছে নিম্নমানের। গুহ কোনাবাড়ী মসজিদ এর পাশে কিছুটা ভালো খোয়া দিলেও তারপর থেকে নিম্নমানের খোয়া দিয়ে কাশেম এর বাড়ি পর্যন্ত কাজ চলতেছে বলে দাবি করেছেন তিনি। আরেক বৃদ্ধা বলেন নষ্ট পোড়ামাটির এত রাবিশ আইনা কাজ করতেছে। আমরা বুড়া মানুষ আমগো কথা কে শুনে। কিছু কইলে তারা কয় আমরা কোন কিছু বুঝি না।
সরেজমিনে দেখা যায়, পুরো রাস্তায় ৫ ইঞ্চি খোয়া দেওয়ার কথা থাকলেও সেখানে নিচে নিম্নমানের খোয়া দিয়ে উপরে কিছু ভালো খোয়া ব্যবহার করা হয়েছে। আবার কিছু জায়গায় নিম্নমানের পোড়া মাটির এত মিশ্রিত খোয়া দেয়া হয়েছে। নিম্নমানের কাজের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে কাজে বাদা দেয়া হলেও কিছু দালালদের যোগসাজশে নিম্নমানের কাজ চালিয়ে যাচ্ছে। এদিকে বালিয়াটা বাজারের উত্তর পাশ থেকে মুনোটিয়া মসজিদ পর্যন্ত ১৬ শত মিটার রাস্তায় ব্যবহার করা হচ্ছে এক বছর আগের ট্যাগ দিয়ে রাখা নিম্নমানের ইটের খোয়া দিয়ে কাজ করে যাচ্ছে। এ সময় গোপালপুর মোড়ের এক ব্যক্তি বলেন, এগুলো দেখে মনে হয় ইটের খোয়ার না দিয়ে খোয়ার ভুষি ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে দেখা যায় ইব্রাহিম সচিবের বাড়ির উত্তর পাশ হইতে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর পিএস রুবেল এর বাড়ির সামনে এবং পাইকড়া বাজার মোড় পর্যন্ত কার্পেটিং উঠে যাচ্ছে।
স্থানীয় ২ নং ওয়ার্ড ইউপি সদস্য মোজাম্মেল হক শহীদ রাস্তার নিম্নমানের কাজের বিষয়ে বলেন, কাজের শুরুতে পেনা সেটিং করার সময় নরমাল ইট দিয়ে কাজ করেন। এ সময় আমি বাদা দিলেও কিছু লোকের সমন্বয়ে রাস্তায় নিম্নমানেরসামগ্রী দিয়ে কাজ করে গেছেন। এখন নিম্নমানের খোয়ার কথা শুনেছি উপজেলা প্রকৌশলী যদি কোন ব্যবস্থা না নেয়। তাহলে যে ভাবে কাজ চলতেছে অল্প কিছুদিনের মধ্যেই রাস্তা নষ্ট হয়ে যাবে।
মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজের সেকেন্ড কন্টাকটার ইমরুল এবিষয়ে জানান, এক দুই গাড়ি নিম্নমানের খোয়া যাইতে পারে এটার বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও সেই নিম্নমানের খোয়া দিয়েই কাজ চালিয়ে যাচ্ছে।
পাইকড়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জসিম এবিষয়ে জানান, নিম্নমানের কাজের সংবাদ পেয়ে আমি উপস্থিত হয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়ে এসেছি। এরপরও নিম্নমানের সামগ্রী ব্যবহার হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এই তিনটি রাস্তার কাজ দেখভালের দায়িত্ব পায় কালিহাতী উপজেলা এলজিইডির উপসহকারি প্রকৌশলী মো. মিন্টু মিয়া এবিষয়ে তার নিকট কোনো অভিযোগ করলে কাউকে তোয়াক্কা না করে প্রতিনিয়ত ঠিকাদারের সঙ্গে তাল মিলিয়ে নিম্নমানের কাজ করে যাচ্ছেন।
এবিষয়ে এলজিইডির উপসহকারি প্রকৌশলী মো. মিন্টু মিয়া কোন বিষয়ে মন্তব্য না করে সংবাদ না করা অনুরোধ জানান।
কালিহাতী উপজেলা নির্বাহী প্রকৌশলী আরিফ হোসেন
এবিষয়ে বলেন, বালিয়াটা রাস্তায় নির্বাহী প্রকৌশলী স্যার পরিদর্শনে আসবে উনি ব্যবস্থা নেবে। আর হাসড়া ও পাইকড়া রাস্তায় আজকে আমি নিজেই যাব দেখার পর ব্যবস্থা নিতে পারি।
এ ব্যাপারে টাঙ্গাইল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামানের মোবাইল ফোন একাধিক বার চেষ্টা করা হলেও ফোনে পাওয়া যায়নি।
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বালিয়াটা থেকে মুনোটিয়া মসজিদ পর্যন্ত ১৬শ’ মিটার রিপেয়ারিং রাস্তা এবং হাসড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে গুহ কোনাবাড়ী পর্যন্ত এক কিলোমিটার ও পাইকড়া বাজার থেকে কালোহা কবরস্থান পর্যন্ত দুই কিলোমিটার রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে। স্থানীয়রা দফায় দফায় মানসম্মত কাজের দাবি জানালেও, মানছে না ঠিকাদারী প্রতিষ্ঠান। এতে করে নষ্ট হচ্ছে সরকারের কোটি কোটি টাকা।
২০২৩-২৪ অর্থবছরের টাঙ্গাইলের কালিহাতী উপজেলারভুক্তা ব্রিজ পার থেকে মুনোটিয়া মসজিদ পর্যন্ত ৬ কিলোমিটার রিফারিং রাস্তার কাজের টেন্ডার দেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
১২ কোটি টাকা ব্যয়ে ৬ কিলোমিটার ওই রাস্তার নির্মাণের কাজটি পায় মেসার্স দাস এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান প্রোপাইটর ভানু বাবু। একই অর্থ বছরের উপজেলার পাইকড়া বাজার থেকে কালোহা বাজার হয়ে কালোহা কবরস্থানে পর্যন্ত রিফারিং রাস্তার কাজের টেন্ডার দেয় এক কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে ২ কিলোমিটার ওই রাস্তার নির্মাণের কাজটি পায় মেসার্স এসবি ট্রেডার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান।
সাবেক ইউপি সদস্য জালাল উদ্দীন বলেন, নিম্নমানের খোয়া এক বছর আগে ট্যাগ দিয়ে রাখা ছিল সেই খোয়া দিয়ে কাজ করার সময় আমিসহ এলাকাবাসীর পক্ষ থেকে কয়েকজন বাধা দিলেও সেটাকে কর্ণপাত না করে কাজ চালিয়ে যাচ্ছে।
দুই দিন আগে পাইকড়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জসিম এসে কাজ বন্ধ করতে বলা হলে কিছুক্ষণের জন্য বন্ধ রাখলেও তারপর থেকে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ চলমান রয়েছে। রাস্তা দিয়ে হেঁটে যাওয়া এক পথচারী জানান, নিম্নমানের ইটের খোয়া এবং পোড়া মাটি মিশ্রিত খোয়া দিয়ে কাজ করছে ঠিকাদারী প্রতিষ্ঠান।
বাজারের একাধিক দোকান মালিকরা বলেন, একদিকে নিম্নমানের কাজ অন্যদিকে লম্বা সময় যাবত রাস্তার কাজ শেষ না করায় ইটের খোয়া গাড়ি চাকার চাপে ধুলাবালিতে পরিণত হয়েছে।
রাস্তার উড়ন্ত ধুলাবলির কারণে আশপাশের বাসা বাড়ি ও দোকানপাট লাল রঙে পরিণত হয়েছে। রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় গাড়ির বাতাস লেগে পোশাক এবং শরীরের কালার পরিবর্তন হয়ে যায়।
বিগত ২০১৭-১৮ অর্থবছরের টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের গুহ কোনাবাড়ী থেকে হাসড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হাসড়া পূর্ব দক্ষিণ পাড়া কবরস্থান পর্যন্ত রাস্তা পাকাকরণ কাজের টেন্ডার দেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এক কোটি টাকা ব্যয়ে এক কিলোমিটার ওই রাস্তার নির্মাণের কাজটি পায় মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রোপাইটর শামস উদ্দিন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, হাসড়া রাস্তাটি ২০১৭ সালে টেন্ডার হয়। কাজ শুরু হলে থেমে থেমে কাজ করা হলেও এ পর্যন্ত নির্মাণের কাজ হচ্ছে নিম্নমানের। গুহ কোনাবাড়ী মসজিদ এর পাশে কিছুটা ভালো খোয়া দিলেও তারপর থেকে নিম্নমানের খোয়া দিয়ে কাশেম এর বাড়ি পর্যন্ত কাজ চলতেছে বলে দাবি করেছেন তিনি। আরেক বৃদ্ধা বলেন নষ্ট পোড়ামাটির এত রাবিশ আইনা কাজ করতেছে। আমরা বুড়া মানুষ আমগো কথা কে শুনে। কিছু কইলে তারা কয় আমরা কোন কিছু বুঝি না।
সরেজমিনে দেখা যায়, পুরো রাস্তায় ৫ ইঞ্চি খোয়া দেওয়ার কথা থাকলেও সেখানে নিচে নিম্নমানের খোয়া দিয়ে উপরে কিছু ভালো খোয়া ব্যবহার করা হয়েছে। আবার কিছু জায়গায় নিম্নমানের পোড়া মাটির এত মিশ্রিত খোয়া দেয়া হয়েছে। নিম্নমানের কাজের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে কাজে বাদা দেয়া হলেও কিছু দালালদের যোগসাজশে নিম্নমানের কাজ চালিয়ে যাচ্ছে। এদিকে বালিয়াটা বাজারের উত্তর পাশ থেকে মুনোটিয়া মসজিদ পর্যন্ত ১৬ শত মিটার রাস্তায় ব্যবহার করা হচ্ছে এক বছর আগের ট্যাগ দিয়ে রাখা নিম্নমানের ইটের খোয়া দিয়ে কাজ করে যাচ্ছে। এ সময় গোপালপুর মোড়ের এক ব্যক্তি বলেন, এগুলো দেখে মনে হয় ইটের খোয়ার না দিয়ে খোয়ার ভুষি ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে দেখা যায় ইব্রাহিম সচিবের বাড়ির উত্তর পাশ হইতে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর পিএস রুবেল এর বাড়ির সামনে এবং পাইকড়া বাজার মোড় পর্যন্ত কার্পেটিং উঠে যাচ্ছে।
স্থানীয় ২ নং ওয়ার্ড ইউপি সদস্য মোজাম্মেল হক শহীদ রাস্তার নিম্নমানের কাজের বিষয়ে বলেন, কাজের শুরুতে পেনা সেটিং করার সময় নরমাল ইট দিয়ে কাজ করেন। এ সময় আমি বাদা দিলেও কিছু লোকের সমন্বয়ে রাস্তায় নিম্নমানেরসামগ্রী দিয়ে কাজ করে গেছেন। এখন নিম্নমানের খোয়ার কথা শুনেছি উপজেলা প্রকৌশলী যদি কোন ব্যবস্থা না নেয়। তাহলে যে ভাবে কাজ চলতেছে অল্প কিছুদিনের মধ্যেই রাস্তা নষ্ট হয়ে যাবে।
মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজের সেকেন্ড কন্টাকটার ইমরুল এবিষয়ে জানান, এক দুই গাড়ি নিম্নমানের খোয়া যাইতে পারে এটার বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও সেই নিম্নমানের খোয়া দিয়েই কাজ চালিয়ে যাচ্ছে।
পাইকড়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জসিম এবিষয়ে জানান, নিম্নমানের কাজের সংবাদ পেয়ে আমি উপস্থিত হয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়ে এসেছি। এরপরও নিম্নমানের সামগ্রী ব্যবহার হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এই তিনটি রাস্তার কাজ দেখভালের দায়িত্ব পায় কালিহাতী উপজেলা এলজিইডির উপসহকারি প্রকৌশলী মো. মিন্টু মিয়া এবিষয়ে তার নিকট কোনো অভিযোগ করলে কাউকে তোয়াক্কা না করে প্রতিনিয়ত ঠিকাদারের সঙ্গে তাল মিলিয়ে নিম্নমানের কাজ করে যাচ্ছেন।
এবিষয়ে এলজিইডির উপসহকারি প্রকৌশলী মো. মিন্টু মিয়া কোন বিষয়ে মন্তব্য না করে সংবাদ না করা অনুরোধ জানান।
কালিহাতী উপজেলা নির্বাহী প্রকৌশলী আরিফ হোসেন
এবিষয়ে বলেন, বালিয়াটা রাস্তায় নির্বাহী প্রকৌশলী স্যার পরিদর্শনে আসবে উনি ব্যবস্থা নেবে। আর হাসড়া ও পাইকড়া রাস্তায় আজকে আমি নিজেই যাব দেখার পর ব্যবস্থা নিতে পারি।
এ ব্যাপারে টাঙ্গাইল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামানের মোবাইল ফোন একাধিক বার চেষ্টা করা হলেও ফোনে পাওয়া যায়নি।