মুন্সীগঞ্জের আদালতের কর্মচারীদের বৈষম্য নিরসনসহ দুই দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় কোর্ট চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে আদালত প্রাঙ্গনের সামনে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করা হয়।
বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই মানববন্ধনে অংশ নেন মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সব কর্মচারী।
২০১৮ সাল থেকে অধস্তন আদালতের কর্মচারীদের বৈষম্য নিরসনসহ দুই দফা দাবিতে এই কর্মসূচি পালিত হয়। বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় ও অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীদের বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান করার দাবি করা হয়। জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম-৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেডভুক্ত করা এবং বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়ন করার দাবি করে মানববন্দনে আসা নেতারা।
বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা বলেন, এ বিষয়ে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত একাধিকবার আলোচনা করা হয়েছে। আলোচনায় দাবি বাস্তবায়নে আশ্বাস প্রদান করা হলেও অদ্যবধি দৃশ্যমান কোনো অগ্রগতি পরিলক্ষিত হয়নি।
এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় কমিটির সহসভাপতি মাহবুব মন্টু, অর্থ সম্পাদক সৌমেন চক্রবর্তীসহ সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, মো. শহিদুল ইসলাম কার্যকরী সদস্য।
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
মুন্সীগঞ্জের আদালতের কর্মচারীদের বৈষম্য নিরসনসহ দুই দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় কোর্ট চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে আদালত প্রাঙ্গনের সামনে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করা হয়।
বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই মানববন্ধনে অংশ নেন মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সব কর্মচারী।
২০১৮ সাল থেকে অধস্তন আদালতের কর্মচারীদের বৈষম্য নিরসনসহ দুই দফা দাবিতে এই কর্মসূচি পালিত হয়। বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় ও অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীদের বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান করার দাবি করা হয়। জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম-৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেডভুক্ত করা এবং বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়ন করার দাবি করে মানববন্দনে আসা নেতারা।
বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা বলেন, এ বিষয়ে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত একাধিকবার আলোচনা করা হয়েছে। আলোচনায় দাবি বাস্তবায়নে আশ্বাস প্রদান করা হলেও অদ্যবধি দৃশ্যমান কোনো অগ্রগতি পরিলক্ষিত হয়নি।
এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় কমিটির সহসভাপতি মাহবুব মন্টু, অর্থ সম্পাদক সৌমেন চক্রবর্তীসহ সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, মো. শহিদুল ইসলাম কার্যকরী সদস্য।