নেত্রকোনার বারহাট্টায় হ্যান্ডট্রলির চাপায় এক শিশুর, ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালকের, চাঁদপুরের মতলব উত্তরে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক কাপড় ব্যবসায়ীর এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এই বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
বারহাট্টা (নেত্রকোনা) : নেত্রকোনার বারহাট্টায় হ্যান্ডট্রলির চাপায় মনির হোসেন নামে ৭ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মনির হোসেন উপজেলার গুলিয়া গ্রামের আব্দুস সালামের একমাত্র ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সোমবার বিকেলে বাড়ির কাছে রাস্তায় খেলা করছিল মনির হোসেন।
এ সময় একটি হ্যান্ডট্রলি তাকে চাপা দেয়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় মনির হোসেনের।
কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীর হোসেন নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার শাহাপুর-ঘিঘাটি এলাকায় কালীগঞ্জ-জীবননগর সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর হোসেন জেলার মহেশপুর উপজেলার নাটিমা গ্রামের আব্দুল জলিলের ছেলে। কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তবে ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।
মতলব (চাঁদপুর) : চাঁদপুরের মতলব উত্তরে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মো. আলাউদ্দিন নামে এক কাপড়ের ব্যবসায়ী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। তাদের মধ্যে ৬ জনকে চাঁদপুর সদর হাসপাতালে এবং ২ জনকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গত সোমবার ভোর ৬টায় উপজেলার ভাটিরসূলপুর এলাকায় বেরীবাঁধ সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত মো. আলাউদ্দিন সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার চারপিরচর গ্রামের মো. হামিদ মোল্লার ছেলে।
তিনি লক্ষীপুরের রায়পুর উপজেলায় দীর্ঘদিন ধরে কাপড়ের ব্যবসা করতেন। আহতদের মধ্যে মো. জাহাঙ্গীর, কাসেম ও কাইয়ুমের বাড়ি টাঙ্গাইলে এবং বাসেদ ও মুজাহিদের বাড়ি সিরাজগঞ্জে। তারাও লক্ষীপুরে কাপড়ের ব্যবসা করেন।
মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক জানান, নিহতের মরদেহ উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। আহতদেরকেও উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত পিকআপটিকে উদ্ধার করার চেষ্টা চলছে।
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাকচাপায় সজিবুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
গতকাল রোববার সকালে উপজেলার তিনলাখ পীর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সজিবুল ইসলাম কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার কান্দুঘর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে।
তিনি ফায়ার সার্ভিসের সদস্য হিসেবে চট্টগ্রামের সন্দীপ উপজেলায় কর্মরত ছিলেন। খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মামুনুর রহমান জানান, কুমিল্লাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সজিবুল ইসলাম নামে একজন মোটরসাইকেল আরোহী ফায়ার ফাইটার নিহত হয়েছেন। এই ঘটনায় পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
নেত্রকোনার বারহাট্টায় হ্যান্ডট্রলির চাপায় এক শিশুর, ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালকের, চাঁদপুরের মতলব উত্তরে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক কাপড় ব্যবসায়ীর এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এই বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
বারহাট্টা (নেত্রকোনা) : নেত্রকোনার বারহাট্টায় হ্যান্ডট্রলির চাপায় মনির হোসেন নামে ৭ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মনির হোসেন উপজেলার গুলিয়া গ্রামের আব্দুস সালামের একমাত্র ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সোমবার বিকেলে বাড়ির কাছে রাস্তায় খেলা করছিল মনির হোসেন।
এ সময় একটি হ্যান্ডট্রলি তাকে চাপা দেয়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় মনির হোসেনের।
কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীর হোসেন নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার শাহাপুর-ঘিঘাটি এলাকায় কালীগঞ্জ-জীবননগর সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর হোসেন জেলার মহেশপুর উপজেলার নাটিমা গ্রামের আব্দুল জলিলের ছেলে। কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তবে ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।
মতলব (চাঁদপুর) : চাঁদপুরের মতলব উত্তরে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মো. আলাউদ্দিন নামে এক কাপড়ের ব্যবসায়ী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। তাদের মধ্যে ৬ জনকে চাঁদপুর সদর হাসপাতালে এবং ২ জনকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গত সোমবার ভোর ৬টায় উপজেলার ভাটিরসূলপুর এলাকায় বেরীবাঁধ সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত মো. আলাউদ্দিন সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার চারপিরচর গ্রামের মো. হামিদ মোল্লার ছেলে।
তিনি লক্ষীপুরের রায়পুর উপজেলায় দীর্ঘদিন ধরে কাপড়ের ব্যবসা করতেন। আহতদের মধ্যে মো. জাহাঙ্গীর, কাসেম ও কাইয়ুমের বাড়ি টাঙ্গাইলে এবং বাসেদ ও মুজাহিদের বাড়ি সিরাজগঞ্জে। তারাও লক্ষীপুরে কাপড়ের ব্যবসা করেন।
মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক জানান, নিহতের মরদেহ উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। আহতদেরকেও উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত পিকআপটিকে উদ্ধার করার চেষ্টা চলছে।
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাকচাপায় সজিবুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
গতকাল রোববার সকালে উপজেলার তিনলাখ পীর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সজিবুল ইসলাম কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার কান্দুঘর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে।
তিনি ফায়ার সার্ভিসের সদস্য হিসেবে চট্টগ্রামের সন্দীপ উপজেলায় কর্মরত ছিলেন। খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মামুনুর রহমান জানান, কুমিল্লাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সজিবুল ইসলাম নামে একজন মোটরসাইকেল আরোহী ফায়ার ফাইটার নিহত হয়েছেন। এই ঘটনায় পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।