বাগেরহাটের শরণখোলায় আগুনে পুড়ে পাশাপাশি থাকা সনাতন ধর্মের দুই পরিবারের দুটি ঘরের সবকিছু পুড়ে ভস্মিভূত হয়ে গেছে। গতকাল সোমবার ভোর সাড়ে ৫টায় উপজেলার ধানসাগর ইউনিয়নের আমড়াগাছিয়া ওয়ার্ডের বাসিন্দা নিরঞ্জন কুমার হাওলাদার এবং সুরজিৎ হাওলাদারের ঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিরঞ্জন কুমার হাওলাদার জানান, আগুনে নগদ ২,৮০,০০০ টাকা এবং ৩.৫ ভরি স্বর্ণের গয়নাসহ ঘরের মালামাল পুড়ে তার ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে তার শরীরের কিছু অংশও পুড়ে গেছে। এ সময় পার্শ্ববর্তী সুরজিৎ হাওলাদারের ঘরেও আগুন ছড়িয়ে পড়ে, ঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
শরণখোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার একেএম মেশফাকুল আলম বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে।
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
বাগেরহাটের শরণখোলায় আগুনে পুড়ে পাশাপাশি থাকা সনাতন ধর্মের দুই পরিবারের দুটি ঘরের সবকিছু পুড়ে ভস্মিভূত হয়ে গেছে। গতকাল সোমবার ভোর সাড়ে ৫টায় উপজেলার ধানসাগর ইউনিয়নের আমড়াগাছিয়া ওয়ার্ডের বাসিন্দা নিরঞ্জন কুমার হাওলাদার এবং সুরজিৎ হাওলাদারের ঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিরঞ্জন কুমার হাওলাদার জানান, আগুনে নগদ ২,৮০,০০০ টাকা এবং ৩.৫ ভরি স্বর্ণের গয়নাসহ ঘরের মালামাল পুড়ে তার ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে তার শরীরের কিছু অংশও পুড়ে গেছে। এ সময় পার্শ্ববর্তী সুরজিৎ হাওলাদারের ঘরেও আগুন ছড়িয়ে পড়ে, ঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
শরণখোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার একেএম মেশফাকুল আলম বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে।