মাদারীপুরের শিবচরে গলায় ফাঁস দেয়া অবস্থায় হাসানউজ্জামান প্রিন্স নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে শিবচর পৌর এলাকার ১নং ওয়ার্ডের গুয়াতলা এলাকায় নাসরিন আক্তার মায়ার মালিকানাধীন ভবনের চতুর্থ তলার ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত প্রিন্স উপজেলার চরশ্যামাইল গ্রামের মৃত হাজী আবুল কাশেম চাঁনমিয়ার ছেলে। তিনি একসময় প্রবাসে ছিলেন। প্রবাস থেকে ফিরে শিবচর বাজারে নিজেদের থান কাপড়ের দোকান পরিচালনা করতেন তিনি। প্রথম স্ত্রী সাথে ডিভোর্স হওয়ার পরে একাধিক বিয়ে করলেও কোন স্ত্রীর সাথেই আর সংসার করা হয়ে ওঠেনি তার। তার রোজা নামের ৪ বছর বয়সী এক মেয়ে এবং রাইয়ান নামে ৮ বছর বয়সী এক ছেলে রয়েছে।
শিবচর থানার ওসি মো. রতন শেখ বলেন, ফাঁসির বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে। কেননা ফাঁসির দড়ির ভিতরে গলায় আরেকটি টি-শার্ট পেঁচানো ছিল।
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
মাদারীপুরের শিবচরে গলায় ফাঁস দেয়া অবস্থায় হাসানউজ্জামান প্রিন্স নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে শিবচর পৌর এলাকার ১নং ওয়ার্ডের গুয়াতলা এলাকায় নাসরিন আক্তার মায়ার মালিকানাধীন ভবনের চতুর্থ তলার ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত প্রিন্স উপজেলার চরশ্যামাইল গ্রামের মৃত হাজী আবুল কাশেম চাঁনমিয়ার ছেলে। তিনি একসময় প্রবাসে ছিলেন। প্রবাস থেকে ফিরে শিবচর বাজারে নিজেদের থান কাপড়ের দোকান পরিচালনা করতেন তিনি। প্রথম স্ত্রী সাথে ডিভোর্স হওয়ার পরে একাধিক বিয়ে করলেও কোন স্ত্রীর সাথেই আর সংসার করা হয়ে ওঠেনি তার। তার রোজা নামের ৪ বছর বয়সী এক মেয়ে এবং রাইয়ান নামে ৮ বছর বয়সী এক ছেলে রয়েছে।
শিবচর থানার ওসি মো. রতন শেখ বলেন, ফাঁসির বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে। কেননা ফাঁসির দড়ির ভিতরে গলায় আরেকটি টি-শার্ট পেঁচানো ছিল।