alt

সারাদেশ

অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ গাইড ও নোটবই

যশোর অফিস : মঙ্গলবার, ০৬ মে ২০২৫

গাইড এবং নোটবই বাজারজাতকরণ এবং বিক্রয় নিষিদ্ধ হলেও যশোরে বিক্রি হচ্ছে ধুমছে। প্রশাসনের একদম নাকের ডগায় দেদারসে গাইড এবং নোটবই খুচরা বিক্রিসহ গাড়ি ভর্তি করে জেলার বিভিন্ন বাজারে সরবরাহ চলছে। বিগত দিনের চেয়েও আরও অবাধে ও নির্বিঘেœ জমে উঠেছে বেআইনি এই ব্যবসায়। নিষিদ্ধকরণ আইন থাকলেও দায়িত্ব সংশ্লিষ্টরা প্রয়োগ না করায় যশোরের বই বিক্রির বাজার এখন নিষিদ্ধ নোট-গাইড বইয়ে সয়লাব। শহরের বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি সড়কের পাশে মুসলিম একাডেমি স্কুলের জায়গায় গড়ে ওঠা বই মার্কেটজুড়ে চলছে নিষিদ্ধ নোট-গাইড বই বিক্রির মহোৎসব। দলে দলে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকেরা এসে নোট-গাইডবই কিনে নিয়ে যাচ্ছেন। হাতে করে, রিকশার পাদানিতে ফেলে এবং সাইকেলের হ্যান্ডেলে বাঁধিয়ে গাইড বয়ে বাড়ি নিয়ে ফিরছেন সবাই। বইয়ের দোকানগুলোর সামনে ভিড় জমিয়ে চলছে গাইড বইয়ের বিকিকিনি। জেলা প্রশাসনের কার্যালয় কালেক্টরেট ভবনের কাছেই প্রাচীরের পাশে ফুটপাথ ও রাস্তা পেরিয়েই অবৈধ এই কারবার চললেও বন্ধে কোনো তৎপরতা নেই। মার্কেটটিতে গাইড বই বেচাকেনায় সবচেয়ে বেশি ভিড় জমেছে জনতা লাইব্রেরি এবং রয়েল নামে আরেকটি বই বিক্রেতা প্রতিষ্ঠানের সামনে। জনতা লাইব্রেরি খুচরা আকারে গাইড বই বিক্রির পাশাপাশি যশোরসহ আশপাশের জেলায় গাইড এবং নোটবই সরবরাহ করে। প্রতিষ্ঠানটি একাধারে বেশ কয়েকটি প্রকাশনীর পরিবেশক হওয়ায় প্রতিদিন বস্তা বস্তা গাইড বই প্রতিষ্ঠানটিতে মজুত হয়। এরপর গাড়ি বোঝাই করে সরবরাহ হয় যশোরের আট উপজেলাসহ আশপাশের জেলায়। এদিকে, আলী হোসেন মনি সড়ক ছাড়াও ক্রাইস্ট চার্চের সামনে মার্কেটটির অন্য দোকানগুলোও গাইড বইয়ে সয়লাব। সেখানেও দেদার চলছে নোট এবং গাইড বইয়ের বেচা-কেনা।

১৯৮০ সালের নোটবই নিষিদ্ধকরণ আইনের ৩ নম্বর ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি নোট বই মুদ্রণ, প্রকাশনা, আমদানি, বিক্রয়, বিতরণ অথবা কোনো প্রকারে এর প্রচার করতে বা মুদ্রণ, প্রকাশনা, বিক্রি, বিতরণ কিংবা প্রচারের উদ্দেশ্যে রাখতে পারবেন না। এই আইন অমান্য করলে সর্বোচ্চ সাত বছরের সশ্রম কারাদণ্ড অথবা ২৫ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রাখা হয়েছে। পরে একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে নোটবই নিষিদ্ধকরণ আইনের আওতায় নোটবইয়ের সঙ্গে গাইডবইও বাজারজাত ও বিক্রি নিষিদ্ধ করেন হাইকোর্ট। কিন্তু তারপরও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যশোরে প্রকাশ্যেই বিক্রি হচ্ছে নোট বা গাইড বই। অনুসন্ধানে খবর মিলেছে, গাইডবই বাজারজাত করতে বিভিন্ন প্রকাশনীর প্রতিনিধিরা স্কুল-মাদ্রাসায় বিপুল পরিমাণ টাকা ঢালছেন। শিক্ষার্থীদের নির্দিষ্ট প্রকাশনীর গাইডবই কিনতে ক্লাসে বলে দেওয়ার জন্য লাখ লাখ টাকা ঘুষ দেয়া হচ্ছে। এ ছাড়াও স্কুল-কলেজের উন্নয়ন তহবিল ও বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে টাকা দিচ্ছে। জানা গেছে, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি-সদস্যসহ প্রধান শিক্ষক এবং বিষয়ভিত্তিক শ্রেণী শিক্ষকদেরকে টাকা দিচ্ছে গাইডবই কোম্পানিগুলো। এক্ষেত্রে বিপুল অঙ্কের অবৈধ আর্থিক লেনদেন চলছে গত প্রায় এক মাস ধরেই। টাকা নিয়ে বিদ্যালয়ের শিক্ষক এবং ম্যানেজিং কমিটির লোকেরা বিভিন্ন কোম্পানির গাইড বইয়ের প্রচারণা চালাচ্ছেন। টাকা নিয়ে ক্লাসে বলে দেয়া হচ্ছে কোন কোম্পানির কী নামের কোনো গাইডবই কিনতে হবে। এক্ষেত্রে বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতারাও গাইড বই বিক্রির ক্ষেত্রে সহযোগিতা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সূত্রমতে, টাকা নিয়ে স্কুল এবং মাদ্রাসায় ছুটছেন বিভিন্ন প্রকাশনীর বিক্রয় প্রতিনিধিরা। এক্ষেত্রে মধ্যস্থতা করছে বিভিন্ন উপজেলার শিক্ষক সমিতির নেতারা। এ ছাড়া যশোরের পুস্তক প্রকাশ এবং বিক্রেতা সমিতিসহ বেশ কয়েকটি বিক্রেতা প্রতিষ্ঠান এই অনৈতিক আর্থিক লেনদেন নিয়ন্ত্রণ করছে।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শহরের কালেক্টরেট স্কুলে নবম শ্রেণীর জন্য ‘লেকচার’ গাইড কেনার জন্য বলেছেন শিক্ষকেরা। এরকমভাবে একেক স্কুলে একেক গাইডবই কিনতে পরামর্শ দিচ্ছেন শিক্ষকেরা। উৎকোচ হিসেবে পাওয়া টাকার অঙ্কের ওপর এই প্রচারণা নির্ভর করছে। যে প্রকাশনী বেশি টাকা দিচ্ছে তাদের পক্ষে বেশি মাত্রায় প্রচারণা চলছে। শহরের বই জগৎ, ফেমাস লাইব্রেরি, হাসান বুক ডিপো, ইউনাইটেড লাইব্রেরিসহ অন্যান্য দোকান ঘুরে দেখা যায়, বিভিন্ন প্রকাশনীর গাইড বই। সব থেকে চড়া মূল্যে বিক্রি হচ্ছে নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের দি রয়েল সায়েন্টিফিক পাবলিকেশন্সের গাইড বই- যার মূল্য ৪০০০ টাকা। ৩০০০ থেকে ৩৫০০ টাকায় বিক্রি হচ্ছে দশম শ্রেণীর গাইড বই। এ ছাড়া নবম এবং দশম শ্রেণীর মানবিক বিভাগের জন্য লেকচার, পাঞ্জেরি এবং অনুপম গাইডের মূল্য ২৮০০ থেকে ৩০০০ টাকা, ষষ্ঠ শ্রেণীর গাইড বইয়ের মূল্য ৯৫০ থেকে ৯৯০ টাকা, সপ্তম শ্রেণীর ১২৫০ থেকে ১৩৫০ টাকা এবং অষ্টম শ্রেণীর গাইড বই বিক্রি হচ্ছে ১৩০০ থেকে ১৪৫০ টাকায়।

এই বিষয়ে জানতে চাইলে যশোর জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন জানান, অনেক অর্থ ব্যয় করে বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়েছে- যার কারণে গাইড এবং নোটবইয়ের ব্যাপারে জিরো টলারেন্সে সরকার। গাইড এবং নোটবই বিক্রি বন্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার জানান, বিষয়টি তার জানা নেই।

খোঁজ-খবর নিয়ে তিনি অভিযান পরিচালনা করবেন। যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ বলেন, বিষয়টি তদন্ত করে এটি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছবি

থানচিতে খিয়াং নারীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন

ছবি

পদ্মার দুই ইলিশ ১০ হাজার ৪শ টাকা

ছবি

ভালুকায় এক পায়ে চলা বাছিরের জীবনযুদ্ধ

দুমকিতে বাদাম চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

দোয়ারাবাজারে ছুরিকাঘাতে কিশোর নিহত

ছবি

জিআই পণ্যের স্বীকৃতি পেল ভোলার মইষা দই

বাঘায় ঝরে পড়া আম বিক্রি ১০ টাকা কেজি

ছবি

লালমাই পাহাড়ে রাজার বাড়ি দোকান দিয়ে স্বাবলম্বী শাহীন

শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

দুই জেলায় বিদ্যুৎস্পৃষ্টে যুবক ও শিশুর মৃত্যু

ছাত্রদল নেতাকে হাতুড়িপেটা

কালিহাতীতে যুবককে কুপিয়ে হত্যা

যুবককে পিটিয়ে হত্যা

শিবচরে যুবকের মরদেহ উদ্ধার

ফরিদপুরে বৃদ্ধের আত্মহত্যা

শরণখোলায় আগুনে দুই পরিবারের ২ ঘর ভস্মীভূত

চার জেলায় সড়কে ঝরল শিশুসহ ৪ প্রাণ

গরুর খড় খাওয়া নিয়ে দুই পক্ষের টেঁটাযুদ্ধ আহত শতাধিক

ছবি

পাহাড়ি এলাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট, স্বাস্থ্যঝুঁকিতে আদিবাসীরা

পাহাড়ের কাঁচা আম যাচ্ছে ইউরোপে

ছবি

ঝালকাঠিতে মুগ ডালের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

ছবি

বরুড়ায় বোরোর বাম্পার ফলন, দামে হতাশ কৃষক

মুন্সীগঞ্জে দুই দফা দাবিতে আদালত কর্মচারীদের মানববন্ধন

ডাক্তারের অভাবে চিকিৎসাসেবা ব্যাহত

বোয়ালমারীতে মাদক ব্যবসায়ী বিন্দু মাসি গ্রেপ্তার

ঝালকাঠিতে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি

বিএনপি নেতা তুহিনের মুক্তির দাবিতে বিক্ষোভ

ছবি

কালিহাতীতে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ

হাজীগঞ্জে ৯ এমএম পিস্তল ও অ্যামুনিশন উদ্ধার

ছবি

সরকারি ভবন দখল করে মুরগির খামার করেছেন ইউপি চেয়ারম্যান

চট্টগ্রামে নির্মাণাধীন ভবনের নিচ থেকে ছয় বোমা উদ্ধার

হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

ছবি

নিম্নমানের ইটে চলছে সড়ক সংস্কারের কাজ

বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

পাপনের বিরুদ্ধে মামলা করার কথা বলছে দুদক

ছবি

চাঁদপুরে মেঘনা-ধনাগোদা নদীর ভাঙন আতঙ্ক

tab

সারাদেশ

অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ গাইড ও নোটবই

যশোর অফিস

মঙ্গলবার, ০৬ মে ২০২৫

গাইড এবং নোটবই বাজারজাতকরণ এবং বিক্রয় নিষিদ্ধ হলেও যশোরে বিক্রি হচ্ছে ধুমছে। প্রশাসনের একদম নাকের ডগায় দেদারসে গাইড এবং নোটবই খুচরা বিক্রিসহ গাড়ি ভর্তি করে জেলার বিভিন্ন বাজারে সরবরাহ চলছে। বিগত দিনের চেয়েও আরও অবাধে ও নির্বিঘেœ জমে উঠেছে বেআইনি এই ব্যবসায়। নিষিদ্ধকরণ আইন থাকলেও দায়িত্ব সংশ্লিষ্টরা প্রয়োগ না করায় যশোরের বই বিক্রির বাজার এখন নিষিদ্ধ নোট-গাইড বইয়ে সয়লাব। শহরের বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি সড়কের পাশে মুসলিম একাডেমি স্কুলের জায়গায় গড়ে ওঠা বই মার্কেটজুড়ে চলছে নিষিদ্ধ নোট-গাইড বই বিক্রির মহোৎসব। দলে দলে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকেরা এসে নোট-গাইডবই কিনে নিয়ে যাচ্ছেন। হাতে করে, রিকশার পাদানিতে ফেলে এবং সাইকেলের হ্যান্ডেলে বাঁধিয়ে গাইড বয়ে বাড়ি নিয়ে ফিরছেন সবাই। বইয়ের দোকানগুলোর সামনে ভিড় জমিয়ে চলছে গাইড বইয়ের বিকিকিনি। জেলা প্রশাসনের কার্যালয় কালেক্টরেট ভবনের কাছেই প্রাচীরের পাশে ফুটপাথ ও রাস্তা পেরিয়েই অবৈধ এই কারবার চললেও বন্ধে কোনো তৎপরতা নেই। মার্কেটটিতে গাইড বই বেচাকেনায় সবচেয়ে বেশি ভিড় জমেছে জনতা লাইব্রেরি এবং রয়েল নামে আরেকটি বই বিক্রেতা প্রতিষ্ঠানের সামনে। জনতা লাইব্রেরি খুচরা আকারে গাইড বই বিক্রির পাশাপাশি যশোরসহ আশপাশের জেলায় গাইড এবং নোটবই সরবরাহ করে। প্রতিষ্ঠানটি একাধারে বেশ কয়েকটি প্রকাশনীর পরিবেশক হওয়ায় প্রতিদিন বস্তা বস্তা গাইড বই প্রতিষ্ঠানটিতে মজুত হয়। এরপর গাড়ি বোঝাই করে সরবরাহ হয় যশোরের আট উপজেলাসহ আশপাশের জেলায়। এদিকে, আলী হোসেন মনি সড়ক ছাড়াও ক্রাইস্ট চার্চের সামনে মার্কেটটির অন্য দোকানগুলোও গাইড বইয়ে সয়লাব। সেখানেও দেদার চলছে নোট এবং গাইড বইয়ের বেচা-কেনা।

১৯৮০ সালের নোটবই নিষিদ্ধকরণ আইনের ৩ নম্বর ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি নোট বই মুদ্রণ, প্রকাশনা, আমদানি, বিক্রয়, বিতরণ অথবা কোনো প্রকারে এর প্রচার করতে বা মুদ্রণ, প্রকাশনা, বিক্রি, বিতরণ কিংবা প্রচারের উদ্দেশ্যে রাখতে পারবেন না। এই আইন অমান্য করলে সর্বোচ্চ সাত বছরের সশ্রম কারাদণ্ড অথবা ২৫ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রাখা হয়েছে। পরে একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে নোটবই নিষিদ্ধকরণ আইনের আওতায় নোটবইয়ের সঙ্গে গাইডবইও বাজারজাত ও বিক্রি নিষিদ্ধ করেন হাইকোর্ট। কিন্তু তারপরও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যশোরে প্রকাশ্যেই বিক্রি হচ্ছে নোট বা গাইড বই। অনুসন্ধানে খবর মিলেছে, গাইডবই বাজারজাত করতে বিভিন্ন প্রকাশনীর প্রতিনিধিরা স্কুল-মাদ্রাসায় বিপুল পরিমাণ টাকা ঢালছেন। শিক্ষার্থীদের নির্দিষ্ট প্রকাশনীর গাইডবই কিনতে ক্লাসে বলে দেওয়ার জন্য লাখ লাখ টাকা ঘুষ দেয়া হচ্ছে। এ ছাড়াও স্কুল-কলেজের উন্নয়ন তহবিল ও বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে টাকা দিচ্ছে। জানা গেছে, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি-সদস্যসহ প্রধান শিক্ষক এবং বিষয়ভিত্তিক শ্রেণী শিক্ষকদেরকে টাকা দিচ্ছে গাইডবই কোম্পানিগুলো। এক্ষেত্রে বিপুল অঙ্কের অবৈধ আর্থিক লেনদেন চলছে গত প্রায় এক মাস ধরেই। টাকা নিয়ে বিদ্যালয়ের শিক্ষক এবং ম্যানেজিং কমিটির লোকেরা বিভিন্ন কোম্পানির গাইড বইয়ের প্রচারণা চালাচ্ছেন। টাকা নিয়ে ক্লাসে বলে দেয়া হচ্ছে কোন কোম্পানির কী নামের কোনো গাইডবই কিনতে হবে। এক্ষেত্রে বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতারাও গাইড বই বিক্রির ক্ষেত্রে সহযোগিতা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সূত্রমতে, টাকা নিয়ে স্কুল এবং মাদ্রাসায় ছুটছেন বিভিন্ন প্রকাশনীর বিক্রয় প্রতিনিধিরা। এক্ষেত্রে মধ্যস্থতা করছে বিভিন্ন উপজেলার শিক্ষক সমিতির নেতারা। এ ছাড়া যশোরের পুস্তক প্রকাশ এবং বিক্রেতা সমিতিসহ বেশ কয়েকটি বিক্রেতা প্রতিষ্ঠান এই অনৈতিক আর্থিক লেনদেন নিয়ন্ত্রণ করছে।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শহরের কালেক্টরেট স্কুলে নবম শ্রেণীর জন্য ‘লেকচার’ গাইড কেনার জন্য বলেছেন শিক্ষকেরা। এরকমভাবে একেক স্কুলে একেক গাইডবই কিনতে পরামর্শ দিচ্ছেন শিক্ষকেরা। উৎকোচ হিসেবে পাওয়া টাকার অঙ্কের ওপর এই প্রচারণা নির্ভর করছে। যে প্রকাশনী বেশি টাকা দিচ্ছে তাদের পক্ষে বেশি মাত্রায় প্রচারণা চলছে। শহরের বই জগৎ, ফেমাস লাইব্রেরি, হাসান বুক ডিপো, ইউনাইটেড লাইব্রেরিসহ অন্যান্য দোকান ঘুরে দেখা যায়, বিভিন্ন প্রকাশনীর গাইড বই। সব থেকে চড়া মূল্যে বিক্রি হচ্ছে নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের দি রয়েল সায়েন্টিফিক পাবলিকেশন্সের গাইড বই- যার মূল্য ৪০০০ টাকা। ৩০০০ থেকে ৩৫০০ টাকায় বিক্রি হচ্ছে দশম শ্রেণীর গাইড বই। এ ছাড়া নবম এবং দশম শ্রেণীর মানবিক বিভাগের জন্য লেকচার, পাঞ্জেরি এবং অনুপম গাইডের মূল্য ২৮০০ থেকে ৩০০০ টাকা, ষষ্ঠ শ্রেণীর গাইড বইয়ের মূল্য ৯৫০ থেকে ৯৯০ টাকা, সপ্তম শ্রেণীর ১২৫০ থেকে ১৩৫০ টাকা এবং অষ্টম শ্রেণীর গাইড বই বিক্রি হচ্ছে ১৩০০ থেকে ১৪৫০ টাকায়।

এই বিষয়ে জানতে চাইলে যশোর জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন জানান, অনেক অর্থ ব্যয় করে বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়েছে- যার কারণে গাইড এবং নোটবইয়ের ব্যাপারে জিরো টলারেন্সে সরকার। গাইড এবং নোটবই বিক্রি বন্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার জানান, বিষয়টি তার জানা নেই।

খোঁজ-খবর নিয়ে তিনি অভিযান পরিচালনা করবেন। যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ বলেন, বিষয়টি তদন্ত করে এটি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

back to top