লালমাই (কুমিল্লা) : প্রভাব খাটিয়ে এভাবেই কাটা হচ্ছে পাহাড়ের মাটি -সংবাদ
দেশের প্রাচীনতম পাহাড় ও কুমিল্লার ঐতিহ্য লালমাটির পাহাড় লালমাই এর দৈর্ঘ্য ৮ কিলোমিটার এবং সবচেয়ে চওড়া অংশ ৪.৮ কিলোমিটার।
এটির সর্বোচ্চ উচ্চতা ৪৬ মিটার। পাহাড়টির উত্তর অংশ ময়নামতি পাহাড় এবং দক্ষিণ অংশ লালমাই পাহাড় নামে পরিচিত।
কথিত আছে, এক রাজার দুই কন্যা ছিল এক কন্যার নাম লালমতি আরেক কন্যার নাম ময়নামতি তাদের নামানুসারে এই লালমাই ও ময়নামতি পাহাড়ের নামকরণ করা হয়েছে।
বিগত সরকারের আমলে দলের প্রভাব খাটিয়ে প্রাকৃতিক সম্পদ লালমাই পাহাড় কেঁটে রাতারাতি কেউ কেউ আঙুল ফুলে কলাগাছ বনে গেছেন।
ক্ষমতার পালা বদলে পাহাড় কাঁটা সিন্ডিকেটের সাথে জড়িতরা কিছুদিন আতœগোপনে থাকলেও এখন কিছুটা প্রকাশ্য আসা শুরু করেছে।
বোল পাল্টে নতুন রাজনৈতিক দলের পরিচয়ে আবারও শুরু করেছেন পাহাড়ের মাটি কাঁটা। ইদানীং রাত হলেই সদর দক্ষিণ উপজেলার লালমাই বাজারের উপর দিয়ে মাটিবাহী ড্রাম ট্রাক গুলো যেতে দেখা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক লালমাই পাহাড়ের একজন বাসিন্দা বলেন, মাটি কাঁটা সিন্ডিকেট আবার সক্রিয় হচ্ছে। সরকারের পক্ষ থেকে যদি কঠোর ব্যবস্থা নিতো তাহলে এই সাহস আর করতো না।
আমরা গরীব মানুষ দিনে আনি দিনে খাই তাদের ভয়ে মুখ খুলতে পারি না।
লালমাই মাটি কাঁটা সিন্ডিকেটের হোতাদের মধ্যে নবির নামটি খুবই পরিচিত মুঠোফোনে নবির সংবাদকে বলেন, আমি সরকার পতনের পর লালমাই পাহাড়ের মাটি কাটার সাথে সম্পৃক্ত নই। তবে, ব্যাকু ভাড়া দিয়ে থাকি।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া খানম বলেন, প্রাকৃতিক সম্পদ লালমাই পাহাড় রক্ষায় আমরা সব সময় নজর রাখছি।
পাহাড় কাটা হচ্ছে এমন খবর পেলে অতীত মতো এখনো ছুটে যাই। আশা করছি মানুষও সচেতন হবে। পাহাড় রক্ষায় এগিয়ে আসবে।
লালমাই (কুমিল্লা) : প্রভাব খাটিয়ে এভাবেই কাটা হচ্ছে পাহাড়ের মাটি -সংবাদ
বুধবার, ০৭ মে ২০২৫
দেশের প্রাচীনতম পাহাড় ও কুমিল্লার ঐতিহ্য লালমাটির পাহাড় লালমাই এর দৈর্ঘ্য ৮ কিলোমিটার এবং সবচেয়ে চওড়া অংশ ৪.৮ কিলোমিটার।
এটির সর্বোচ্চ উচ্চতা ৪৬ মিটার। পাহাড়টির উত্তর অংশ ময়নামতি পাহাড় এবং দক্ষিণ অংশ লালমাই পাহাড় নামে পরিচিত।
কথিত আছে, এক রাজার দুই কন্যা ছিল এক কন্যার নাম লালমতি আরেক কন্যার নাম ময়নামতি তাদের নামানুসারে এই লালমাই ও ময়নামতি পাহাড়ের নামকরণ করা হয়েছে।
বিগত সরকারের আমলে দলের প্রভাব খাটিয়ে প্রাকৃতিক সম্পদ লালমাই পাহাড় কেঁটে রাতারাতি কেউ কেউ আঙুল ফুলে কলাগাছ বনে গেছেন।
ক্ষমতার পালা বদলে পাহাড় কাঁটা সিন্ডিকেটের সাথে জড়িতরা কিছুদিন আতœগোপনে থাকলেও এখন কিছুটা প্রকাশ্য আসা শুরু করেছে।
বোল পাল্টে নতুন রাজনৈতিক দলের পরিচয়ে আবারও শুরু করেছেন পাহাড়ের মাটি কাঁটা। ইদানীং রাত হলেই সদর দক্ষিণ উপজেলার লালমাই বাজারের উপর দিয়ে মাটিবাহী ড্রাম ট্রাক গুলো যেতে দেখা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক লালমাই পাহাড়ের একজন বাসিন্দা বলেন, মাটি কাঁটা সিন্ডিকেট আবার সক্রিয় হচ্ছে। সরকারের পক্ষ থেকে যদি কঠোর ব্যবস্থা নিতো তাহলে এই সাহস আর করতো না।
আমরা গরীব মানুষ দিনে আনি দিনে খাই তাদের ভয়ে মুখ খুলতে পারি না।
লালমাই মাটি কাঁটা সিন্ডিকেটের হোতাদের মধ্যে নবির নামটি খুবই পরিচিত মুঠোফোনে নবির সংবাদকে বলেন, আমি সরকার পতনের পর লালমাই পাহাড়ের মাটি কাটার সাথে সম্পৃক্ত নই। তবে, ব্যাকু ভাড়া দিয়ে থাকি।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া খানম বলেন, প্রাকৃতিক সম্পদ লালমাই পাহাড় রক্ষায় আমরা সব সময় নজর রাখছি।
পাহাড় কাটা হচ্ছে এমন খবর পেলে অতীত মতো এখনো ছুটে যাই। আশা করছি মানুষও সচেতন হবে। পাহাড় রক্ষায় এগিয়ে আসবে।