কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে নবম শ্রেণীর তিন শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরটেকী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার চরটেকী গ্রামের জালাল উদ্দিনের মেয়ে ইরিনা (১৫), বাদল মিয়ার মেয়ে প্রিয়া (১৫) ও বোরহান উদ্দিনের মেয়ে বর্ষা (১৫)। তারা তিনজনই চরটেকী স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে ইরিনা, প্রিয়া ও বর্ষা বাড়ি থেকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য স্কুলে যায়। এ সময় ভিপি হাকিমের বাড়ির সামনে পৌঁছলে ঝড়সহ বৃষ্টিপাতের কবলে পড়েন শিক্ষার্থীরা।
বুধবার, ০৭ মে ২০২৫
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে নবম শ্রেণীর তিন শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরটেকী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার চরটেকী গ্রামের জালাল উদ্দিনের মেয়ে ইরিনা (১৫), বাদল মিয়ার মেয়ে প্রিয়া (১৫) ও বোরহান উদ্দিনের মেয়ে বর্ষা (১৫)। তারা তিনজনই চরটেকী স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে ইরিনা, প্রিয়া ও বর্ষা বাড়ি থেকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য স্কুলে যায়। এ সময় ভিপি হাকিমের বাড়ির সামনে পৌঁছলে ঝড়সহ বৃষ্টিপাতের কবলে পড়েন শিক্ষার্থীরা।