দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেনের নামে প্রতারকচক্র একটি ভুয়া ফেইসবুক অ্যাকাউন্ট তৈরি করেছে জানিয়ে এ বিষয়ে সবাইকে সর্তক করেছে কমিশন। গত সোমবার দুদকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিষয়টি কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে এবং ইতোমধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
কমিশনের পক্ষ থেকে বলা হয়, দুদক চেয়ারম্যানের কোনো অফিসিয়াল বা ব্যক্তিগত ফেইসবুক আইডি নেই। অথচ নতুন শনাক্ত হওয়া ভুয়া অ্যাকাউন্টটির কভার ছবিতে লেখা রয়েছে- ‘আসসালামু আলাইকুম, এই ফেইসবুক একাউন্ট এর বাইরে আমার কোনো একাউন্ট নেই।
সবাই ফেক একাউন্টগুলো বর্জন করুন।’
দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সবাইকে প্রতারক চক্রের বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেয়া হয়েছে। এ ধরনের প্রতারণা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় কার্যকর পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও এতে জানানো হয়েছে। কমিশনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে কেউ যেনো জনগণকে বিভ্রান্ত করতে না পারে, সেজন্য কমিশন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।’
বুধবার, ০৭ মে ২০২৫
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেনের নামে প্রতারকচক্র একটি ভুয়া ফেইসবুক অ্যাকাউন্ট তৈরি করেছে জানিয়ে এ বিষয়ে সবাইকে সর্তক করেছে কমিশন। গত সোমবার দুদকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিষয়টি কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে এবং ইতোমধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
কমিশনের পক্ষ থেকে বলা হয়, দুদক চেয়ারম্যানের কোনো অফিসিয়াল বা ব্যক্তিগত ফেইসবুক আইডি নেই। অথচ নতুন শনাক্ত হওয়া ভুয়া অ্যাকাউন্টটির কভার ছবিতে লেখা রয়েছে- ‘আসসালামু আলাইকুম, এই ফেইসবুক একাউন্ট এর বাইরে আমার কোনো একাউন্ট নেই।
সবাই ফেক একাউন্টগুলো বর্জন করুন।’
দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সবাইকে প্রতারক চক্রের বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেয়া হয়েছে। এ ধরনের প্রতারণা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় কার্যকর পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও এতে জানানো হয়েছে। কমিশনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে কেউ যেনো জনগণকে বিভ্রান্ত করতে না পারে, সেজন্য কমিশন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।’