শরীয়তপুর সদর উপজেলার দক্ষিণ মধ্যপাড়া এলাকায় সুজন সাহা নামে এক শিক্ষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গতকাল মঙ্গলবার দুপুরে দুই পক্ষের মধ্যে ঝগড়ার একপর্যায়ে প্রতিবেশী চাচাতো ভাই সুদর্শন সাহা এবং তার পরিবারের সদস্যরা তাকে পিটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহত সুজন সাহা শরীয়তপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের দক্ষিণ মধ্যপাড়া এলাকার হরিদাস সাহার ছেলে। তিনি আংগারিয়া উচ্চ বিদ্যালয়ের আইসিটি বিভাগের শিক্ষক ছিলেন। ঘটনার পরপরই সুদর্শন সাহা এবং তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। তাদের মুঠোফোনও বর্তমানে বন্ধ রয়েছে। পালং মডেল থানার ওসি হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী করেছে। ময়নাতদন্ত শেষে মরদেহে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার, ০৭ মে ২০২৫
শরীয়তপুর সদর উপজেলার দক্ষিণ মধ্যপাড়া এলাকায় সুজন সাহা নামে এক শিক্ষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গতকাল মঙ্গলবার দুপুরে দুই পক্ষের মধ্যে ঝগড়ার একপর্যায়ে প্রতিবেশী চাচাতো ভাই সুদর্শন সাহা এবং তার পরিবারের সদস্যরা তাকে পিটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহত সুজন সাহা শরীয়তপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের দক্ষিণ মধ্যপাড়া এলাকার হরিদাস সাহার ছেলে। তিনি আংগারিয়া উচ্চ বিদ্যালয়ের আইসিটি বিভাগের শিক্ষক ছিলেন। ঘটনার পরপরই সুদর্শন সাহা এবং তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। তাদের মুঠোফোনও বর্তমানে বন্ধ রয়েছে। পালং মডেল থানার ওসি হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী করেছে। ময়নাতদন্ত শেষে মরদেহে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।