নারায়ণগঞ্জ : সাবেক মেয়র আইভীর বাড়ির দরজায় জনতার ভিড় -সংবাদ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার, (০৯ মে ২০২৫) সকাল পৌনে ৬টায় শহরে দেওভোগ এলাকায় তার নিজ বাড়ি ‘চুনকা কুটির’ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রপ্তারের আগে সাংবাদিকদের সামনে আইভী বলেন, ‘আমি কি জুলুমবাজ? আমি কি হত্যা করেছি, চাঁদাবাজি করেছি? নারায়ণগঞ্জ শহরে কখনো কোনো বিরোধীদলকে আঘাত করেছি, এমন রেকর্ড কি আমার আছে? তাহলে কীসের জন্যে, কার স্বার্থে আমাকে অ্যারেস্ট করা হলো?’
তিনি আরও বলেন, ‘বর্তমানের যারা সরকারে আছেন তারা সাম্যের কথা বলেছেন। বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন। সরকার হটিয়ে নতুন সরকার এনেছেন। তারপরও কেন এই বৈষম্য? তাহলে অনেস্ট রাজনীতি আর সততার কীসের মূল্যায়ন?”
আমি তো বাড়িতেই ছিলাম, আমি তো পালাইনি। তাহলে আমাকে কেন অ্যারেস্ট করা হলো, এই জবাব জনগণের কাছে চাই, জনগণই দেবে’, যোগ করেন তিনি।
গতকাল বৃহস্পতিবার রাত আইভীকে গ্রেপ্তার কর?তে পুলিশ তার বাড়ি গেলে তাতে বাধা দেয় এলাকাবাসী। এ সময় বাড়ির বাইরে কয়েকশ নগরবাসী জড়ো হয় এবং ‘নির্দোষ আইভীকে নিয়ে যেতে দেবেন না’ বলে স্লোগান দিতে থাকে। পুলিশ তার বাড়িতে গেলে আইভী পুলিশকে জানান, রাতের আঁধারে তিনি কোথাও যাবেন না। কোথাও যেতে হলে সকালে যাবেন। সকালে তিনি স্বেচ্ছায় পুলিশের গাড়িতে ওঠেন। তাকে পুলিশের গাড়িতে নিয়ে যাওয়ার সময় হাজারো নারী-পুরুষ সড়কে তার মুক্তির দাবিতে মিছিলও করে।
পুলিশের গাড়িতে ওঠার আগে সাংবাদিকদের আইভী বলেন, ‘আমাকে কেন নিয়ে যাওয়া হচ্ছে আমি ঠিক জানি না।
যেহেতু প্রশাসন আমার এখানে (বাড়ি) এসেছে এবং ওনারা বলেছেন, আমার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। যদিও ওয়ারেন্টের কাগজ তারা দেখাতে পারেননি।
কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি তাদের সঙ্গে যাচ্ছি। তারা রাতের বেলা এসেছিল, আমি রাতের বেলা বের হতে চাইনি। প্রশাসনের লোকজনকে সারারাত অপেক্ষা করতে হয়েছে, এজন্য আমি দুঃখ প্রকাশ করছি, বলেন তিনি।
এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আইভী বলেন, সারারাত আমার মহল্লাবাসী রাস্তায় অবস্থানে ছিলেন, কিন্তু উচ্ছৃঙ্খল কোনো আচরণ তারা করেননি, তাদের আমি ধন্যবাদ দিতে চাই। আমি আপনাদের সন্তান, আপনারা যে শ্রদ্ধা-ভালোবাসা দেখিয়েছেন তা আমি আজীবন মনে রাখব।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর একাধিক থানায় হত্যাসহ পাঁচটি মামলায় আসামি করা হয় সাবেক সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভীকে। সরকার পতনের পর দলটির অনেক নেতাকর্মী পালিয়ে গেলেও আইভী ছিলেন তার পৈতৃক বাড়িতে।
নারায়ণগঞ্জ : সাবেক মেয়র আইভীর বাড়ির দরজায় জনতার ভিড় -সংবাদ
শুক্রবার, ০৯ মে ২০২৫
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার, (০৯ মে ২০২৫) সকাল পৌনে ৬টায় শহরে দেওভোগ এলাকায় তার নিজ বাড়ি ‘চুনকা কুটির’ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রপ্তারের আগে সাংবাদিকদের সামনে আইভী বলেন, ‘আমি কি জুলুমবাজ? আমি কি হত্যা করেছি, চাঁদাবাজি করেছি? নারায়ণগঞ্জ শহরে কখনো কোনো বিরোধীদলকে আঘাত করেছি, এমন রেকর্ড কি আমার আছে? তাহলে কীসের জন্যে, কার স্বার্থে আমাকে অ্যারেস্ট করা হলো?’
তিনি আরও বলেন, ‘বর্তমানের যারা সরকারে আছেন তারা সাম্যের কথা বলেছেন। বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন। সরকার হটিয়ে নতুন সরকার এনেছেন। তারপরও কেন এই বৈষম্য? তাহলে অনেস্ট রাজনীতি আর সততার কীসের মূল্যায়ন?”
আমি তো বাড়িতেই ছিলাম, আমি তো পালাইনি। তাহলে আমাকে কেন অ্যারেস্ট করা হলো, এই জবাব জনগণের কাছে চাই, জনগণই দেবে’, যোগ করেন তিনি।
গতকাল বৃহস্পতিবার রাত আইভীকে গ্রেপ্তার কর?তে পুলিশ তার বাড়ি গেলে তাতে বাধা দেয় এলাকাবাসী। এ সময় বাড়ির বাইরে কয়েকশ নগরবাসী জড়ো হয় এবং ‘নির্দোষ আইভীকে নিয়ে যেতে দেবেন না’ বলে স্লোগান দিতে থাকে। পুলিশ তার বাড়িতে গেলে আইভী পুলিশকে জানান, রাতের আঁধারে তিনি কোথাও যাবেন না। কোথাও যেতে হলে সকালে যাবেন। সকালে তিনি স্বেচ্ছায় পুলিশের গাড়িতে ওঠেন। তাকে পুলিশের গাড়িতে নিয়ে যাওয়ার সময় হাজারো নারী-পুরুষ সড়কে তার মুক্তির দাবিতে মিছিলও করে।
পুলিশের গাড়িতে ওঠার আগে সাংবাদিকদের আইভী বলেন, ‘আমাকে কেন নিয়ে যাওয়া হচ্ছে আমি ঠিক জানি না।
যেহেতু প্রশাসন আমার এখানে (বাড়ি) এসেছে এবং ওনারা বলেছেন, আমার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। যদিও ওয়ারেন্টের কাগজ তারা দেখাতে পারেননি।
কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি তাদের সঙ্গে যাচ্ছি। তারা রাতের বেলা এসেছিল, আমি রাতের বেলা বের হতে চাইনি। প্রশাসনের লোকজনকে সারারাত অপেক্ষা করতে হয়েছে, এজন্য আমি দুঃখ প্রকাশ করছি, বলেন তিনি।
এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আইভী বলেন, সারারাত আমার মহল্লাবাসী রাস্তায় অবস্থানে ছিলেন, কিন্তু উচ্ছৃঙ্খল কোনো আচরণ তারা করেননি, তাদের আমি ধন্যবাদ দিতে চাই। আমি আপনাদের সন্তান, আপনারা যে শ্রদ্ধা-ভালোবাসা দেখিয়েছেন তা আমি আজীবন মনে রাখব।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর একাধিক থানায় হত্যাসহ পাঁচটি মামলায় আসামি করা হয় সাবেক সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভীকে। সরকার পতনের পর দলটির অনেক নেতাকর্মী পালিয়ে গেলেও আইভী ছিলেন তার পৈতৃক বাড়িতে।