নেত্রকোণার পূর্বধলা উপজেলায় ধানক্ষেত থেকে রুবেল মিয়া (২৫) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পূর্বধলা থানার পুলিশ। তিনি উপজেলার আগিয়া ইউনিয়নের বুধি পূর্বপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। নিহত রুবেলের স্ত্রী ও দুই ছেলে সন্তান রয়েছে এবং তিনি ভাড়ায় মোটর সাইকেল চালাতেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে উপজেলার জারিয়া ইউনিয়নের নওয়াপাড়া ও ছনধরা গ্রামের মাঝামাঝি বেহি বিলের পশ্চিম পাশে ধান ক্ষেতে বাঁধা দুই পা ও গলা কাটা অবস্থায় রুবেলের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়। পারিবারিক সূত্রে জানা যায়, ভাড়া নিয়ে যাওয়ার পর গত বুধবার দিনগত রাত ১২টার পর থেকে রুবেলের খোঁজ পাওয়া যাচ্ছিল না। খবর পেয়ে পরিবারের লোকজন এসে মরদেহ শনাক্ত করেন। স্থানীয়দের ধারণা মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার জন্যে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়ে থাকতে পারে। আবার কেউ কেউ বলছেন এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
জারিয়া ইউনিয়নের ইউপি সদস্য মো. হীরা মিয়া জানান, বৃহস্পতিবার দুপুরে দিকে কয়েকটি ছোট ছোট ছেলেমেয়ে ধান ক্ষেতের পাশে মাছ ধরতে যায়। মৃতদেহটি দেখতে পেয়ে খবর দিলে আমিসহ স্থানীয় লোকজন এসে দেখি যুবকের লাশ পড়ে রয়েছে। বিষয়টি জানানোর পর পুলিশ ঘটনাস্থলে আসে। নিহতের বাবা আবুল কাসেম বলেন, শুক্রবার, (০৯ মে ২০২৫)রাত সাড়ে ৮টায় আমার ছেলে রুবেল বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আমি সারারাত খুঁজেছি। আজ বিকেলে শোনতে পাই ধানের জমিতে আমার ছেলের লাশ পড়ে রয়েছে। পূর্বধলা থানার ওসি মোহাম্মদ নূরুল আলম বলেন, যুবকের মরদেহ সন্ধ্যায় উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
শুক্রবার, ০৯ মে ২০২৫
নেত্রকোণার পূর্বধলা উপজেলায় ধানক্ষেত থেকে রুবেল মিয়া (২৫) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পূর্বধলা থানার পুলিশ। তিনি উপজেলার আগিয়া ইউনিয়নের বুধি পূর্বপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। নিহত রুবেলের স্ত্রী ও দুই ছেলে সন্তান রয়েছে এবং তিনি ভাড়ায় মোটর সাইকেল চালাতেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে উপজেলার জারিয়া ইউনিয়নের নওয়াপাড়া ও ছনধরা গ্রামের মাঝামাঝি বেহি বিলের পশ্চিম পাশে ধান ক্ষেতে বাঁধা দুই পা ও গলা কাটা অবস্থায় রুবেলের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়। পারিবারিক সূত্রে জানা যায়, ভাড়া নিয়ে যাওয়ার পর গত বুধবার দিনগত রাত ১২টার পর থেকে রুবেলের খোঁজ পাওয়া যাচ্ছিল না। খবর পেয়ে পরিবারের লোকজন এসে মরদেহ শনাক্ত করেন। স্থানীয়দের ধারণা মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার জন্যে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়ে থাকতে পারে। আবার কেউ কেউ বলছেন এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
জারিয়া ইউনিয়নের ইউপি সদস্য মো. হীরা মিয়া জানান, বৃহস্পতিবার দুপুরে দিকে কয়েকটি ছোট ছোট ছেলেমেয়ে ধান ক্ষেতের পাশে মাছ ধরতে যায়। মৃতদেহটি দেখতে পেয়ে খবর দিলে আমিসহ স্থানীয় লোকজন এসে দেখি যুবকের লাশ পড়ে রয়েছে। বিষয়টি জানানোর পর পুলিশ ঘটনাস্থলে আসে। নিহতের বাবা আবুল কাসেম বলেন, শুক্রবার, (০৯ মে ২০২৫)রাত সাড়ে ৮টায় আমার ছেলে রুবেল বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আমি সারারাত খুঁজেছি। আজ বিকেলে শোনতে পাই ধানের জমিতে আমার ছেলের লাশ পড়ে রয়েছে। পূর্বধলা থানার ওসি মোহাম্মদ নূরুল আলম বলেন, যুবকের মরদেহ সন্ধ্যায় উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।