চট্টগ্রামের বোয়ালখালীতে অবৈধভাবে স্কেভেটর দিয়ে মাটি কেটে বিক্রি করার দায়ে মো. জুয়েল নামের এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের উত্তর কঞ্জুরি গ্রামে এ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।
স্থানীয়রা জানান, মাটি ব্যবসায়ী একটি সিন্ডিকেট সারোয়াতলীর কঞ্জুরী, পোপাদিয়া তালতল ও করলডেঙ্গা এলাকার ফসলি জমির মাটি কেটে বিক্রয় করে আসছে। এতে ফসলি জমি বিনষ্ট হচ্ছে। এ ছাড়া এসব মাটি উন্মুক্তভাবে ট্রাকে করে বিভিন্নস্থানে পরিবহনের ফলে এলাকার রাস্তাসমূহ নষ্ট হচ্ছে। উপজেলা প্রশাসন একাধিকবার অভিযান চালিয়ে জরিমানা করার পরও এই সিন্ডিকেট মাটি কাটা অব্যাহত রেখেছে।
শুক্রবার, ০৯ মে ২০২৫
চট্টগ্রামের বোয়ালখালীতে অবৈধভাবে স্কেভেটর দিয়ে মাটি কেটে বিক্রি করার দায়ে মো. জুয়েল নামের এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের উত্তর কঞ্জুরি গ্রামে এ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।
স্থানীয়রা জানান, মাটি ব্যবসায়ী একটি সিন্ডিকেট সারোয়াতলীর কঞ্জুরী, পোপাদিয়া তালতল ও করলডেঙ্গা এলাকার ফসলি জমির মাটি কেটে বিক্রয় করে আসছে। এতে ফসলি জমি বিনষ্ট হচ্ছে। এ ছাড়া এসব মাটি উন্মুক্তভাবে ট্রাকে করে বিভিন্নস্থানে পরিবহনের ফলে এলাকার রাস্তাসমূহ নষ্ট হচ্ছে। উপজেলা প্রশাসন একাধিকবার অভিযান চালিয়ে জরিমানা করার পরও এই সিন্ডিকেট মাটি কাটা অব্যাহত রেখেছে।