টাঙ্গাইলের গোপালপুরে অগ্নিকাণ্ডে মোশারফ হোসেন নামে এক কৃষকের বসতঘর ও গোয়ালঘর পুড়ে গবাদিপশুসহ ঘরের সকল জিনিসপত্র ভষ্মিভুত হয়েছে। এই অগ্নিকাণ্ডে ওই কৃষকের ৬টি ছাগল এবং ১টি গরু পুড়ে মারা গেছে এবং ৭টি গরু, গোলার ধান-চাল ও আসবাবপত্রসহ পুরো ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গত বুধবার দিবাগত রাত ১টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। ক্ষতিগ্রস্ত কৃষক মোশারফ উপজেলার হেমনগর ইউনিয়নের দাদিরআটা গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। তিনি ঘুম থেকে জেগে দ্রুত স্ত্রীকে নিয়ে বাইরে বের হয়ে আগুন থেকে প্রাণে রক্ষা পান।
শুক্রবার, ০৯ মে ২০২৫
টাঙ্গাইলের গোপালপুরে অগ্নিকাণ্ডে মোশারফ হোসেন নামে এক কৃষকের বসতঘর ও গোয়ালঘর পুড়ে গবাদিপশুসহ ঘরের সকল জিনিসপত্র ভষ্মিভুত হয়েছে। এই অগ্নিকাণ্ডে ওই কৃষকের ৬টি ছাগল এবং ১টি গরু পুড়ে মারা গেছে এবং ৭টি গরু, গোলার ধান-চাল ও আসবাবপত্রসহ পুরো ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গত বুধবার দিবাগত রাত ১টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। ক্ষতিগ্রস্ত কৃষক মোশারফ উপজেলার হেমনগর ইউনিয়নের দাদিরআটা গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। তিনি ঘুম থেকে জেগে দ্রুত স্ত্রীকে নিয়ে বাইরে বের হয়ে আগুন থেকে প্রাণে রক্ষা পান।