চুয়াডাঙ্গার জীবননগরে বাথরুমের দরজার সাথের বৈদ্যুতিক তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিতা খাতুন (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টায় উপজেলার মনোহরপুর গ্রামের আবাসন প্রকল্পে এই দুর্ঘটনা ঘটে। নিহত মিতা খাতুন মনোহরপুর আবাসন প্রকল্পের বাসিন্দা মধু শেখের মেয়ে। সে মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিলো।
জীবননগর থানার ওসি মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, নিহতের পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করার অনুমতি দেয়া হয়েছে। এই ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
শনিবার, ১০ মে ২০২৫
চুয়াডাঙ্গার জীবননগরে বাথরুমের দরজার সাথের বৈদ্যুতিক তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিতা খাতুন (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টায় উপজেলার মনোহরপুর গ্রামের আবাসন প্রকল্পে এই দুর্ঘটনা ঘটে। নিহত মিতা খাতুন মনোহরপুর আবাসন প্রকল্পের বাসিন্দা মধু শেখের মেয়ে। সে মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিলো।
জীবননগর থানার ওসি মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, নিহতের পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করার অনুমতি দেয়া হয়েছে। এই ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।