কুষ্টিয়ার দৌলতপুরে যৌথবাহিনীর পৃথক অভিযানে মাদক ও আগ্নেয়াস্ত্র সহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার সকাল পর্যন্ত ফিলিপনগর ও মথুরাপুর ইউনিয়নের দুটি স্থানে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে চলে।
অভিযানে ফিলিপনগর ইউনিয়নের কলেজ পাড়া এলাকায় অভিযান চালিয়ে আখতারুল ইসলাম (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি থেকে একটি দেশীয় ওয়ান শুটার গান, তিন রাউন্ড গুলি ও দুটি রামদা জব্দ করা হয়। তিনি স্থানীয় গফুর সরকারের ছেলে।
অন্যদিকে, মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ সেন্টার পাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল হোসেন (২৬) নামে আরেকজনকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১৩২ বোতল ফেনসিডিল ও ৮ বোতল বিদেশি মদ। বিপুল হোসেন ঐ এলাকার উত্তম আলীর ছেলে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যৌথবাহিনীর অভিযানে উদ্ধারকৃত অস্ত্র ও মাদকের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং আসামীদের হাজতে পাঠানোর কর্যক্রম চলছে।
বুধবার, ১৪ মে ২০২৫
কুষ্টিয়ার দৌলতপুরে যৌথবাহিনীর পৃথক অভিযানে মাদক ও আগ্নেয়াস্ত্র সহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার সকাল পর্যন্ত ফিলিপনগর ও মথুরাপুর ইউনিয়নের দুটি স্থানে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে চলে।
অভিযানে ফিলিপনগর ইউনিয়নের কলেজ পাড়া এলাকায় অভিযান চালিয়ে আখতারুল ইসলাম (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি থেকে একটি দেশীয় ওয়ান শুটার গান, তিন রাউন্ড গুলি ও দুটি রামদা জব্দ করা হয়। তিনি স্থানীয় গফুর সরকারের ছেলে।
অন্যদিকে, মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ সেন্টার পাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল হোসেন (২৬) নামে আরেকজনকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১৩২ বোতল ফেনসিডিল ও ৮ বোতল বিদেশি মদ। বিপুল হোসেন ঐ এলাকার উত্তম আলীর ছেলে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যৌথবাহিনীর অভিযানে উদ্ধারকৃত অস্ত্র ও মাদকের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং আসামীদের হাজতে পাঠানোর কর্যক্রম চলছে।