গতকাল মঙ্গলবার সকালে মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা দৌলতপুর উপজেলা নির্বাহী কার্যালয় পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক ইউএনও অফিসের কার্যক্রম নিয়ে উপজেলা নির্বাহী অফিসারসহ সব কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করেন। এরপর থানা পরিদর্শনে যান। পরিদর্শন কালে থানার হাজত খানা, অস্ত্রাগারসহ আটককৃত বিভিন্ন মালামাল দেখেন। সেই সঙ্গে পুলিশ ব্যারাক ঘুরে দেখেন। এ সময় পুলিশের কার্যক্রমকে বেগবান রাখতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ আর এম আল মামুনকে বেশ কিছু পরামর্শ প্রদান করেন জেলা প্রশাসক। পরিশেষে দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের মাঝে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নাহিয়ান নুরেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ আর এম আল মামুন, থানা প্রকৌশলী খন্দকার এনামূল সালেহীন এবং অতিরিক্ত কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান প্রমুখ।
বুধবার, ১৪ মে ২০২৫
গতকাল মঙ্গলবার সকালে মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা দৌলতপুর উপজেলা নির্বাহী কার্যালয় পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক ইউএনও অফিসের কার্যক্রম নিয়ে উপজেলা নির্বাহী অফিসারসহ সব কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করেন। এরপর থানা পরিদর্শনে যান। পরিদর্শন কালে থানার হাজত খানা, অস্ত্রাগারসহ আটককৃত বিভিন্ন মালামাল দেখেন। সেই সঙ্গে পুলিশ ব্যারাক ঘুরে দেখেন। এ সময় পুলিশের কার্যক্রমকে বেগবান রাখতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ আর এম আল মামুনকে বেশ কিছু পরামর্শ প্রদান করেন জেলা প্রশাসক। পরিশেষে দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের মাঝে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নাহিয়ান নুরেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ আর এম আল মামুন, থানা প্রকৌশলী খন্দকার এনামূল সালেহীন এবং অতিরিক্ত কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান প্রমুখ।