ফরিদপুরের মধুখালীতে ট্রাক এবং মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। অপরদিকে, গাজীপুরের টঙ্গীতে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এই বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
ফরিদপুর : ফরিদপুরের মধুখালীতে টাইলসবোঝাই ট্রাক এবং মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শুক্লা রায় নামে এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। গতকাল মঙ্গলবা দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের পাইককান্দি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত শুক্লা রায় উপজেলার আড়পাড়া গ্রামের জীবন রায়ের স্ত্রী। চিকিৎসার উদ্দেশ্যে আড়পাড়া থেকে ফরিদপুর শহরের দিকে যাচ্ছিলেন তিনি। দুর্ঘটনায় আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। করিমপুর হাইওয়ে থানার ওসি মো. সালাউদ্দিন জানান, আহতদেরকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
টঙ্গী (গাজীপুর) : গাজীপুরের টঙ্গীতে ট্রেনের ধাক্কায় আব্দুল মজিদ নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গত মঙ্গলবার দুপুরে উপজেলার বনমালা হায়দ্রাবাদ ব্রীজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মজিদ উপজেলার মরকুন পশ্চিম পাড়া এলাকায় একটি ভাড়াবাসায় বসবাস করতেন। তার বাবার নাম মৃত খাজা মহিউদ্দিন। টঙ্গী রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। নিহতের প্রতিবেশী ও স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার, ১৪ মে ২০২৫
ফরিদপুরের মধুখালীতে ট্রাক এবং মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। অপরদিকে, গাজীপুরের টঙ্গীতে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এই বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
ফরিদপুর : ফরিদপুরের মধুখালীতে টাইলসবোঝাই ট্রাক এবং মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শুক্লা রায় নামে এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। গতকাল মঙ্গলবা দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের পাইককান্দি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত শুক্লা রায় উপজেলার আড়পাড়া গ্রামের জীবন রায়ের স্ত্রী। চিকিৎসার উদ্দেশ্যে আড়পাড়া থেকে ফরিদপুর শহরের দিকে যাচ্ছিলেন তিনি। দুর্ঘটনায় আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। করিমপুর হাইওয়ে থানার ওসি মো. সালাউদ্দিন জানান, আহতদেরকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
টঙ্গী (গাজীপুর) : গাজীপুরের টঙ্গীতে ট্রেনের ধাক্কায় আব্দুল মজিদ নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গত মঙ্গলবার দুপুরে উপজেলার বনমালা হায়দ্রাবাদ ব্রীজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মজিদ উপজেলার মরকুন পশ্চিম পাড়া এলাকায় একটি ভাড়াবাসায় বসবাস করতেন। তার বাবার নাম মৃত খাজা মহিউদ্দিন। টঙ্গী রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। নিহতের প্রতিবেশী ও স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।