লক্ষ্মীপুরে মাদ্রসা থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অপরদিকে, পটুয়াখালীর মহিপুরে নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্দার করা হয়েছে। এই বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরÑ
লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে মাদ্রাসা থেকে সানিম হোসাইন (৭) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় শহরের উত্তর তেমুহনী এলাকায় আল-মুঈন ইসলামী একাডেমী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সানিম হোসাইন জেলার রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের কুচিয়ামারা গ্রামের মুদি ব্যবসায়ী হুমায়ুন মাতব্বরের ছেলে। সে ওই মাদ্রাসার হেফজ বিভাগের আবাসিক ছাত্র হিসেবে লেখাপড়া করতো। পরিবারের দাবি, মাদ্রাসার শিক্ষক মাহমুদুর রহমানের মারধরে শিশুটি মারা গেছে। ঘটনাটি ভিন্নখাতে প্রভাবিত করতে সে টয়লেটে ঢুকে আত্মহত্যা করেছে বলে শিক্ষকরা প্রচার করেন। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিক্ষক মাহমুদুর রহমানকে আটক করেছে পুলিশ। এদিকে, সিসি ক্যামেরার ফুটেজে ওই শিশুকে গামছা নিয়ে টয়লেটে ঢুকতে দেখা গেলেও বাহির হওয়া কোন দৃশ্য দেখা যায়নি। তার মরদেহ মাদ্রসার ৩য় তলার টয়লেট থেকে শিক্ষকরা নিচতলায় নামিয়েছেন বলে জানানো হয়েছে। তবে নামানোর ভিডিও দেখাতে পারেনি মাদ্রাসা কর্তৃপক্ষ। তার গলায় ও শরীরের বিভিন্ন অংশে কালো দাগ রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। লক্ষীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) রেজাউল হক এবং লক্ষীপুর সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কুয়াকাটা (পটুয়াখালী) : পটুয়াখালীর মহিপুরে নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের মেহেরপুর গ্রাম লাগোয়া বড়ইতলা নদীতে মরদেহটি ভাসতে দেখে গ্রামপুলিশকে ফোন দেন স্থানীয়রা। পরে গ্রামপুলশ মহিপুর থানায় বিষয়টি অবগত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, খাপড়াভাঙ্গা নদী থেকে কাটাভাড়ানি খাল হয়ে বড়ইতলা নদীতে ভেসে এসেছে মরদেটি। মরদেহের বিভিন্ন জায়গায় পঁচন ধরেছে এবং আশেপাশে গন্ধ ছড়াচ্ছে। মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, মহিপুর থানা ও নৌ-পুলিশের সমন্বয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের নাম-পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে।
বুধবার, ১৪ মে ২০২৫
লক্ষ্মীপুরে মাদ্রসা থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অপরদিকে, পটুয়াখালীর মহিপুরে নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্দার করা হয়েছে। এই বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরÑ
লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে মাদ্রাসা থেকে সানিম হোসাইন (৭) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় শহরের উত্তর তেমুহনী এলাকায় আল-মুঈন ইসলামী একাডেমী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সানিম হোসাইন জেলার রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের কুচিয়ামারা গ্রামের মুদি ব্যবসায়ী হুমায়ুন মাতব্বরের ছেলে। সে ওই মাদ্রাসার হেফজ বিভাগের আবাসিক ছাত্র হিসেবে লেখাপড়া করতো। পরিবারের দাবি, মাদ্রাসার শিক্ষক মাহমুদুর রহমানের মারধরে শিশুটি মারা গেছে। ঘটনাটি ভিন্নখাতে প্রভাবিত করতে সে টয়লেটে ঢুকে আত্মহত্যা করেছে বলে শিক্ষকরা প্রচার করেন। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিক্ষক মাহমুদুর রহমানকে আটক করেছে পুলিশ। এদিকে, সিসি ক্যামেরার ফুটেজে ওই শিশুকে গামছা নিয়ে টয়লেটে ঢুকতে দেখা গেলেও বাহির হওয়া কোন দৃশ্য দেখা যায়নি। তার মরদেহ মাদ্রসার ৩য় তলার টয়লেট থেকে শিক্ষকরা নিচতলায় নামিয়েছেন বলে জানানো হয়েছে। তবে নামানোর ভিডিও দেখাতে পারেনি মাদ্রাসা কর্তৃপক্ষ। তার গলায় ও শরীরের বিভিন্ন অংশে কালো দাগ রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। লক্ষীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) রেজাউল হক এবং লক্ষীপুর সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কুয়াকাটা (পটুয়াখালী) : পটুয়াখালীর মহিপুরে নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের মেহেরপুর গ্রাম লাগোয়া বড়ইতলা নদীতে মরদেহটি ভাসতে দেখে গ্রামপুলিশকে ফোন দেন স্থানীয়রা। পরে গ্রামপুলশ মহিপুর থানায় বিষয়টি অবগত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, খাপড়াভাঙ্গা নদী থেকে কাটাভাড়ানি খাল হয়ে বড়ইতলা নদীতে ভেসে এসেছে মরদেটি। মরদেহের বিভিন্ন জায়গায় পঁচন ধরেছে এবং আশেপাশে গন্ধ ছড়াচ্ছে। মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, মহিপুর থানা ও নৌ-পুলিশের সমন্বয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের নাম-পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে।